Weather Forecast : মিটবে কি বৃষ্টি-ঘাটতি ? চলতি সপ্তাহে রাজ্যের কোথায় কেমন আবহাওয়া ?
Rain Deficit : দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত ৩৬ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে। আগামী পাঁচদিনে সেই ঘাটতি সেভাবে পূরণ হওয়ার সম্ভাবনা নেই।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : অঝোর ধারার দেখা সেভাবে নেই। চলতি সপ্তাহে কি মিলবে বর্ষার বৃষ্টির (Monsoon Rain) ? উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের বিস্তৃর্ণ এলাকায় বৃষ্টির ঘাটতি চলছে। মঙ্গলবার থেকে আগামী পাঁচ দিন তথা চলতি সপ্তাহেও বারিধারার ধারায় তেমন কোনও পার্থক্য হবে না বলেই খবর।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department) সূত্রে খবর, আগামী পাঁচ দিন গোটা রাজ্যেই সেভাবে প্রবলভাবে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। বর্ষার বৃষ্টি ঠিক যেমন, তেমনটা না দেখা গেলেও গোটা রাজ্যজুড়েই আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্জলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'আগামী পাঁচদিন উত্তরবঙ্গ কী দক্ষিণবঙ্গ, কোথাও সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বর্ষার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামী কয়েকদিন রাজ্যের কোথাও সেভাবে নেই। হালকা থেকে মাঝারী বৃষ্টি ও কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ধানচাষের জন্য মূলত যে জল প্রয়োজন, বৃষ্টির মাধ্যমে সেটা পাওয়ার সম্ভাবনা আগামী পাঁচদিনে নেই। '
আগামী ২১ তারিখ (শুক্রবার) দক্ষিণবঙ্গে ও ২০ (বৃহস্পতিবার) ও ২১ তারিখ উত্তরবঙ্গে খানিক বৃষ্টি বাড়লেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে ইতিমধ্যে। বেশ কিছু জায়গায় নদীর জল বেড়ে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতিও। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা দেরীতে আসার পর থেকে এখনও পর্যন্ত বৃষ্টির ঘাটতি রয়েছে।
দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত ৩৬ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে। আগামী পাঁচদিনে সেই ঘাটতি সেভাবে পূরণ হওয়ার সম্ভাবনা নেই। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের মতো জেলাতে বৃষ্টির ঘাটতি এখনও পর্যন্ত সবথেকে বেশি।
কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা আপাতত যেরকম, তাতে আগামী পাঁচদিনে সেভাবে বদল হওয়ারও কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন- কৃষকবন্ধু-দের জন্য একাধিক সুবিধা দিচ্ছে রাজ্য , নাম লেখাতে কীভাবে ধাপে ধাপে এগোবেন ?
আরও পড়ুন- হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial






















