Kolkata Weather Update : দক্ষিণবঙ্গে কবে বর্ষা, জানিয়ে দিল আবহাওয়া দফতর
Weather Monsoon Update : উত্তরে, পাহাড়-বৃষ্টির যুগলবন্দি। বর্ষার আশা নেই দক্ষিণবঙ্গে।উত্তরবঙ্গে থমকে আছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।
![Kolkata Weather Update : দক্ষিণবঙ্গে কবে বর্ষা, জানিয়ে দিল আবহাওয়া দফতর Weather Monsoon Update Report: Get to know about weather forecast of Kolkata West Bengal district today from West Bengal 8 June Kolkata Weather Update : দক্ষিণবঙ্গে কবে বর্ষা, জানিয়ে দিল আবহাওয়া দফতর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/08/20e846c2208e3be4cb5001be97bb8bf4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সঞ্চয়ন মিত্র, কলকাতা : উত্তরে, পাহাড়-বৃষ্টির যুগলবন্দি। মেঘ-কুয়াশায় ঢাকা শৈলশহর। আর দক্ষিণে প্যাচপেচে গরম। ঘেমে-নেয়ে এক অবস্থা। চরম অস্বস্তি, নির্ধারিত সময়ের চারদিন আগেই, উত্তরবঙ্গে ঢুকেছে বর্ষা। তবে দক্ষিণবঙ্গে এখনই বর্ষার আগমনের কোনও সম্ভাবনা নেই, জানাল আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে কবে বর্ষা
এখনই বর্ষার আশা নেই দক্ষিণবঙ্গে। উষ্ণতা ও আর্দ্রতার যুগলবন্দিতে আরও কয়েকদিন বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সাধারণত দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ১২ জুন। এবার স্বাভাবিক সময়ে বৃষ্টির কৃপাদৃষ্টি মিলবে কি না, সেদিকেই তাকিয়ে দক্ষিণবঙ্গের বাসিন্দারা।
উত্তরবঙ্গে কবে বর্ষা
উত্তরবঙ্গে থমকে আছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ফলে সেখানে বাড়ছে বৃষ্টির পরিমাণ। আগামী ৩-৪ দিন উত্তরের ৫ জেলাতেই বৃষ্টি বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।
আজ কলকাতার তাপমাত্রা
-
তারিখ সর্বনিম্ন
তাপমাত্রাসর্বোচ্চ
তাপমাত্রা৮ জুন 29.0 35.0 আংশিক মেঘলা আকাশ ৯ জুন 29.0 36.0 আংশিক মেঘলা আকাশ ১০ জুন 29.0 36.0 আংশিক মেঘলা আকাশ, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ১১ জুন 30.0 37.0 আংশিক মেঘলা আকাশ, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ১২ জুন 30.0 37.0 পরিষ্কার আকাশ ১৩ জুন 30.0 37.0 আংশিক মেঘলা আকাশ ১৪ জুন 30.0 38.0 আংশিক মেঘলা আকাশ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)