(Source: ECI/ABP News/ABP Majha)
Weather Update: শীতের লম্বা ইনিংসে বাধা পশ্চিমী ঝঞ্ঝা, বড়দিনে হাওয়া বদল বঙ্গের
Weather Forecast: বড়দিনের (Christmas) আগে কমছে শীতের (Winter) কনকনানি। উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় পারদও ফের ঊর্ধ্বমুখী। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে।
কলকাতা: বড়দিনে (Christmas 2021) হাওয়া বদল। ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Office) পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে। যার ফলে আজ থেকে শীতের (Winter) আমেজ অনেকটাই কমবে। ঝঞ্ঝা বিদায় নিলে উত্তুরে হাওয়ার হাত ধরে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা।
এক নজরে কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস :
দিন | সর্বনিম্ন তাপমাত্রা | সর্বোচ্চ তাপমাত্রা |
আকাশ কেমন | |
---|---|---|---|---|
২৫-Dec | ১৪.0 | ২৪.0 | পরিষ্কার আকাশ | |
২৬-Dec | ১৫.0 | ২৫.0 | পরিষ্কার আকাশ | |
২৭-Dec | ১৬.0 | ২৫.0 | পরিষ্কার আকাশ | |
২৮-Dec | ১৭.0 | ২৬.0 | পরিষ্কার আকাশ | |
২৯-Dec | ১৭.0 | ২৬.0 | পরিষ্কার আকাশ |
বড়দিন থেকে শীতের আমেজ অনেকটাই কমবে বলে আগেই পূর্বাভাসে জানিয়েছিল আবহাওয়া দফতর। ঝঞ্ঝা বিদায় নিলে বাধাহীনভাবে বইবে উত্তুরে হাওয়া। তার হাত ধরে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
আরও পড়ুন: North 24 Parganas Weather Forecast: বড়দিনে বাড়ল তাপমাত্রা? আজ উত্তর ২৪ পরগণার আবহাওয়া কেমন?