(Source: ECI/ABP News/ABP Majha)
Weather Update: ফের পারদ পতন! মার্চে সবচেয়ে কম সর্বোচ্চ তাপমাত্রায় নয়া রেকর্ড
Weather Temperature Update: মার্চ মাসে সবচেয়ে কম সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১. ১ ডিগ্রি।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: আচমকা ঝড় বৃষ্টির জেরে ভরা বসন্তে পারদ পতনের রেকর্ড গড়ল তিলোত্তমা। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (Weather Update) ছিল ২১.১ ডিগ্রি। গত ৫৪ বছরে কলকাতায় দ্বিতীয় সবচেয়ে কম সর্বোচ্চ তাপমাত্রা এটি।
তাপমাত্রায় নয়া রেকর্ড: মার্চ মাসে সবচেয়ে কম সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১. ১ ডিগ্রি। বুধবার কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। বেলা বাড়তেইর বৃষ্টি নামে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়াও। ঝড় বৃষ্টির পরে মার্চে রেকর্ড পারদ পতনের খবর জানায় আলিপুর আবহাওয়া দফতর।
২০০৩ সালের ১৩ই মার্চ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নেমেছিল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ১৯৭৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সবচেয়ে কম দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা হল বুধবার। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়, বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গত কয়েক দিনের গরমে নাজেহাল হতে হচ্ছিল শহরবাসীকে। আচমকা ঝড় ও রেকর্ড পারদ পতনে খুশির হাওয়া তিলোত্তমায়।
কোন জেলায় কেমন আবহাওয়া?
দক্ষিণবঙ্গে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও দুর্যোগ বজায় থাকবে। দিনভর আকাশ মেঘলা থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। এই বৃষ্টির ফলেই তাপমাত্রা কমেছে বলে আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির মধ্যেই। পরশু অর্থাৎ শুক্রবার থেকে কিছুটা স্বাভাবিক হবে পরিস্থিতি। আকাশ থাকবে পরিষ্কার। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা কিছু কিছু জেলায় ৩১-৩২ হতে পারে। আবার শনিবার কোনও কোনও জেলায় তা হয়ে যেতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসও। একইভাবে বুধবার থেকে বৃষ্টি হচ্ছে উত্তরের জেলাগুলিতেও। ২৩ মার্চ পর্যন্ত ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর মধ্যে শনিবার বৃষ্টি হতে পারে সবথেকে বেশি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Garden Reach Building Collapse: 'আপনার ভুলের জন্যেই এতগুলো প্রাণ গেল' পুর-আধিকারিকদেরই ধমক মেয়রের