Weather Update: শঙ্কা বাড়িয়ে দুর্যোগের মেঘ উত্তরবঙ্গে, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
Weather Forecast: রবিবার দুপুর থেকেই আকাশের মুখ ছিল ভার। রাত বাড়তেই সর্বশক্তি নিয়ে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল।
কলকাতা: মঙ্গলবার দক্ষিণবঙ্গের ফাঁড়া কাটলেও, ভারী থেকে অতিভারী বৃষ্টির (Rain Forecast) হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় দার্জিলিং ও কালিম্পং-এ লাল সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে।
কেমন থাকবে মঙ্গলবারের আবহাওয়া?
রবিবার দুপুর থেকেই আকাশের মুখ ছিল ভার। রাত বাড়তেই সর্বশক্তি নিয়ে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডবে সঙ্গী মুষলধারে বৃষ্টি। আরও একটা মে মাসেই দুর্যোগের স্মৃতি ফিরিয়েছে রেমাল। সোমবার দিনভর ঝড়বষ্টির পর, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার দক্ষিণবঙ্গের ফাঁড়া কাটলেও, ভারী থেকে অতিভারী বৃষ্টির হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ। অন্যদিকে, দার্জিলিং ও কালিম্পং-এ লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, "দক্ষিণবঙ্গের জন্য কোনও সতর্কবার্তা নেই। উত্তরবঙ্গে কমলা সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে।''
আগামী কয়েকদিনে কলকাতার আবহাওয়ার আপডেট:
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
28-May | 27.0 | 33.0 | Generally cloudy sky with Light rain | |
29-May | 28.0 | 34.0 | Partly cloudy sky with possibility of development of thunder lightning | |
30-May | 27.0 | 35.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
31-May | 27.0 | 35.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
01-Jun | 26.0 | 35.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm | |
02-Jun | 26.0 | 35.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm |
রেমালের রেশ: রবিবার রাতে সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে প্রবল বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল।ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলায় তছনছ হয়ে গিয়েছে বেশ কিছু এলাকা। ভেঙে পড়ে বহু কাঁচা বাড়ি। নোনা জল ঢুকেছে চাষের জমিতে বিদ্যুতের খুঁটি উপড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে বকখালি, ফ্রেজারগঞ্জ, মৌসুনি দ্বীপ, গোসাবা, পাথরপ্রতিমা, নামখানা ও কাকদ্বীপের একাধিক গ্রাম। সোমবার সকালেও চলে মুষলধারে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। বকখালির শিবপুর ও লক্ষ্মীপুর এলাকায় বিঘার পর বিঘা জমিতে সমুদ্রের জল ঢুকে যায়। ভেঙে পড়ে বহু কাঁচা বাড়ি। রেমালের জেরে একেবারে বদলে গিয়েছে সুন্দরবনের ঝড়খালির ছবি। ভাটার সময়েও ফুঁসছিল মাতলা, বিদ্যাধরী। বন্ধ করে দেওয়া হয় ঝড়খালি থেকে ফেরি চলাচল। দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাতেও রেমালের জেরে দুর্ভোগের শেষ নেই। হলদিয়ায় হুগলি নদীর তীরেই রয়েছে কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েত। ভেঙে পড়ে এই পঞ্চায়েতের নটপটিয়া, এড়িয়াখালি গ্রামের নদীবাঁধগুলির একাংশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Cyclone Remal Update: রেমালের ক্ষয়ক্ষতিতে কী ব্যবস্থা? জেলা শাসকের দফতরে হুগলির বিজেপি প্রার্থী