Calcutta High Court : শিক্ষক বদলি নিয়ে রাজ্য় সরকারের নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের
West Bengal Government : ১৩ জুন পর্যন্ত শিক্ষকরা যদি নতুন জায়গায় কাজে যোগ নাও দেন, তাহলেও তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না কমিশন, নির্দেশ ডিভিশন বেঞ্চের।

সৌভিক মজুমদার, কলকাতা : SSC-র গাইডলাইনে টেন সি রুলের বিধিভঙ্গের অভিযোগ। শিক্ষক বদলি (Teacher Transfer) নিয়ে সরকারের নির্দেশে স্থগিতাদেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)। ১৩ জুন পর্যন্ত শিক্ষকরা যদি নতুন জায়গায় কাজে যোগ নাও দেন, তাহলেও তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না কমিশন, নির্দেশ ডিভিশন বেঞ্চের।
শিক্ষক বদলি নিয়ে রাজ্য় সরকারের (West Bengal Government) নির্দেশে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। ১৩ জুন পর্যন্ত শিক্ষকরা যদি নতুন জায়গায় কাজে যোগ নাও দেন, তাহলেও তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না কমিশন। জানাল কলকাতা হাইকোর্ট। শিক্ষক বদলিতে দুর্নীতির অভিযোগ ওঠায়, এনিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন বেশ কয়েকজন শিক্ষক। তার প্রেক্ষিতে বদলি নিয়ে রাজ্য়কে গাইডলাইন তৈরির নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu)।
SSC-র সেই গাইডলাইনে টেন সি (১০ C) রুলের বিধিভঙ্গের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে ফের হাইকোর্টে মামলা দায়ের করেন কয়েকজন শিক্ষক। তারই প্রেক্ষিতে এদিন বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। আপাতত বদলি নিয়ে রাজ্য় সরকারের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। ১৩ জুন মামলার চূড়ান্ত শুনানি। এদিকে বদলি ইস্যুতে বেশকিছু আবেদন নিয়ে বিচারপতি বসুর এজলাসে আবেদন করেছেন বদলি হওয়া কয়েকজন শিক্ষক।
আরও পড়ুন- আজ মাধ্যমিকের ফল, সরাসরি ফল দেখবেন কীভাবে ?
তাদের ক্ষেত্রে অবশ্য সিঙ্গেল বেঞ্চ কোনও স্থগিতাদেশ দেয়নি। সেই মামলার শুনানি আগামী ১৬ জুন।
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
-------------------
মাধ্যমিকের ফল এবিপি আনন্দ-এ
অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।বেলা ১২ টা থকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট- http://bengali.abplive.com -এ। তার জন্য দিতে হবে জন্ম তারিখ ও রোল নম্বর।






















