Madhyamik Result 2023: আজ মাধ্যমিকের ফল, সরাসরি ফল দেখবেন কীভাবে ?
Madhyamik Result 2023: আজ প্রকাশিত হচ্ছে ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল, সরাসরি ফল দেখবেন কীভাবে ? রইল বিস্তারিত।
কলকাতা: আজ প্রকাশিত হচ্ছে ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল (Madhyamik Result 2023)। আনুষ্ঠানিক ফল প্রকাশের পর বেলা ১২টা থেকে মাধ্যমিকের রেজাল্ট জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।
সরাসরি মাধ্যমিকের ফল দেখবেন কীভাবে ?
পরীক্ষার্থীকে দিতে হবে শুধু রোল নম্বর ও জন্ম তারিখ। পরীক্ষা শেষের ৭৫ দিন পর শুক্রবার প্রকাশিত হচ্ছে এ বছরের মাধ্যমিকের ফল। সকাল ১০টায় ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।
জীবনের প্রথম বড় পরীক্ষার ফল
মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, আজ সকাল ১০টায় সাংবাদিক বৈঠকে প্রকাশিত হবে ফল। বেলা ১২ টা থকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট- http://bengali.abplive.com-এ। url টাইপ করে এন্টার বাটন প্রেস করলেই খুলে যাবে পেজ। তারপর দিতে হবে রোল নম্বর এবং জন্ম তারিখ। তাহলেই পাওয়া যাবে জীবনের প্রথম বড় পরীক্ষার ফল। এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২৩ ফেব্রুয়ারি। শেষ হয় ৪ মার্চ। এবার পরীক্ষা দিয়েছে, ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৪ লক্ষ। শুক্রবারই নির্দিষ্ট ক্যাম্প থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে স্কুলগুলি। অপরদিকে, মাধ্যমিক পরীক্ষার্থীরা মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে ২০২৩ সালের পরীক্ষার রেজাল্ট দেখতে পাবে।
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ?
মাধ্যমিকের তাৎপর্যপূর্ণ বিষয়, পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া
প্রসঙ্গত, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023) প্রস্তুতি খতিয়ে দেখতে ভবানীপুর গার্লস হাইস্কুলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী । মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীকে প্রণামও করেন পরীক্ষার্থীরা।তবে প্রতিবারের মতো এবারও মাধ্যমিকে, পুলিশের ভূমিকা অতিসক্রিয় ছিল। বাড়িতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ফেলে রেখে আসা হোক, কিংবা রাস্তাঘাটে অসুবিধায় পড়ার ঘটনাই হোক, পরীক্ষার্থীদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল পুলিশ প্রশাসন।উল্লেখ্য, মাধ্যমিক মানেই ১০ লক্ষ পরীক্ষার্থী। ফি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ে সেই সংখ্যা। কিন্তু এবারের মাধ্যমিকের তাৎপর্যপূর্ণ বিষয়, পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় ৪ লক্ষ। মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮।