Suvendu Adhikari: অভিষেকের ছেলেকে নিয়ে ‘কুরুচিকর’ ট্যুইট, শুভেন্দুকে শোকজের সিদ্ধান্ত শিশু সুরক্ষা কমিশনের
Commission for Protection of Child Rights: রাজনীতিতে অভিষেকের শিশুপুত্রকে টানায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ জানান এক মহিলা।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শিশুপুত্রকে নিয়ে ট্যুইট। তা নিয়ে এ বার বিপাকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁকে শোকজের সিদ্ধান্ত নিল শিশু অধিকার সুরক্ষা কমিশন (Commission for Protection of Child Rights)। শুক্রবার শুভেন্দুকে শোকজ নোটিস পাঠানো হচ্ছে। জানালেন শিশু অধিকার সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী। রাজনীতিতে অভিষেকের শিশুপুত্রকে টানায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ জানান এক মহিলা। শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যাচার এবং অপপ্রচারের অভিযোগ।
অভিষেকের শিশুপুত্রকে নিয়ে ট্যুইটে শোকজ করা হচ্ছে শুভেন্দুকে
এবিপি আনন্দকে ফোনে অনন্যা বলেন, "আমরা চিঠিটি ভাল করে দেখলাম। পড়ে দেখলাম ট্যুইটগুলিও। সেগুলি পড়ে অত্যন্ত কুরুচিকর মনে হয়েছে আমাদের। রাজনীতি রাজনীতির জায়গায়। সেখানে একটি বাচ্চাকে নিয়ে এমন মন্তব্য কুরুচিকর লেগেছে। রাষ্ট্রপুঞ্জের শিশু অধিকার সুরক্ষা বিভাগের সদস্য ভারতও। তার নীতি লঙ্ঘিত হয়েছে ওই ট্যুইটে। ভারতীয় দণ্ডবিধির কিছু ধারাও লঙ্ঘিত হয়েছে।"
শুভেন্দুর যে ট্যুইট ঘিরে বিতর্ক, সেটি রবিবারের। তাঁর ট্যুইটার হ্যান্ডলে লেখা হয়, ‘আজ তাজ বেঙ্গলে মহোৎসবের আয়োজন হয়েছে। কয়লা ভাইপোর ছেলের জন্মদিন। তার জন্য আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা। ৫০০-র বেশি পুলিশকর্মী, বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াডকে পাহারায় মোতায়েন করা হয়েছে। দরজায় বসানো হয়েছে ধাতব পদার্থ শনাক্তকরণের প্রযুক্তি’।
বিজেপি-তে যোগদানের পর থেকে অভিষেককে প্রায়শই 'ভাইপো' বলে কটাক্ষ করেছেন শুভেন্দু, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতুষ্পুত্রকে কয়লা কাণ্ডে তদন্তকারীরা ডেকে পাঠানোয়।
আরও পড়ুন: Recruitment Scam Case : 'বদলির ছাড়পত্র স্বরাষ্ট্রমন্ত্রকের', সিট প্রধানের বদল চেয়ে আদালতে সিবিআই
তবে ওই রাতেই শুভেন্দুর দাবি নস্যাৎ করে দেয় তৃণমূল। দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন। তিনি বলেন, "রাজ্যের লোডশেডিংয়ে জেতা বিধায়ক তথা বিরোধী দলনেতাল একটি ট্যুইট করেছেন। তিনি বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে। তাজ বেঙ্গল নাকি সেই জায়গা! স্পষ্ট কথা হল, আজ রাতে কোথাও ডিনার হচ্ছে না। কারণ তাজ বেঙ্গলে দুপুরে যে অনুষ্ঠান হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ফুটবল ক্লাবের মুখ্য উপদেষ্টা, তারা আত্মপ্রকাশের প্রথম মরসুমেই প্রিমিয়ার ডিভিশন খেলার যোগ্যতা অর্জন করেছে। সেটিকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিন বলে উল্লেখ করেছেন বিরোধী দলনেতা। কিছু উন্মাদ লোকজন তাতেও বিশ্বাসও করেছেন। এই চূড়ান্ত মিথ্যাচারের তীব্র নিন্দা করছি। বুঝতে পারছি, শুভেন্দুর মানসিক বিকৃতি ঘটেছে। অভিষেক ফোবিয়ায় ভুগছেন উনি।" ডায়মন্ড হারবার ক্লাবের তরফেও তাজ বেঙ্গলের অনুষ্ঠানের ভিডিও প্রকাশ করা হয়।
শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচারের অভিযোগ
তাই শুভেন্দুর মন্তব্যের তীব্র বিরোধিতা করে তৃণমূল। মঙ্গলবার এ নিয়ে মুখ খোলেন খোদ অভিষেকও। তার পরই এক মহিলা শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ জানান। এফআইআর দায়ের হয় বেলেঘাটা থানাতেও। বুধবার সে কথা জানান তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তার পর বৃহস্পতিবারই শুভেন্দুকে শোকজ করার সিদ্ধান্ত নেয় কমিশন।






















