Online Portal: কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তির পোর্টাল তৈরি করছে রাজ্য, কবে থেকে নতুন নিয়মে ভর্তি?
WB Online Portal: ২০২৩-২৪ শিক্ষাবর্ষে পোর্টাল মারফত স্নাতকে ভর্তি। দেখভালের জন্য ১০ সদস্যের কমিটি গড়ল সরকার।
![Online Portal: কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তির পোর্টাল তৈরি করছে রাজ্য, কবে থেকে নতুন নিয়মে ভর্তি? West Bengal creating online admission portal centrally, since when admission in new rules Online Portal: কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তির পোর্টাল তৈরি করছে রাজ্য, কবে থেকে নতুন নিয়মে ভর্তি?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/21/25201e485cb157d8299bb56f0c6153101676989811799223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: এবার কি স্নাতকে কেন্দ্রীয়ভাবে (Centrally) অনলাইনে (Online) ভর্তি? কেন্দ্রীয়ভাবে ওয়েব বেসড অনলাইন ভর্তির পোর্টাল (Portal) তৈরি করছে রাজ্য (West Bengal)। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে পোর্টাল মারফত স্নাতকে ভর্তি। দেখভালের জন্য ১০ সদস্যের কমিটি গড়ল সরকার (Govt)।
যদিও এর আগে কেন্দ্রীয় অনলাইনে ভর্তি নিয়ে পিছু হঠেছিল রাজ্য সরকার। গত বছরই শিক্ষামন্ত্রী (Education Minister) ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছিলেন, ‘আপাতত এবছর স্নাতকে কেন্দ্রীয় অনলাইনে ভর্তি নয়’। পরিকাঠামোগত প্রস্তুতির অভাবে কেন্দ্রীয় অনলাইন নয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান হয়।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, কেন্দ্রীয় অনলাইনের পোর্টাল ঠিকমতো তৈরি করে কাজ চালু করতে এখনও মাস পাঁচ-ছয়েক সময় লাগবে। কিন্তু ইতিমধ্যে বিভিন্ন বোর্ডের দ্বাদশ স্তরের ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে। তাই এই অবস্থায় অনলাইন পোর্টালে ভর্তির প্রক্রিয়া চালানো হলে সেক্ষেত্রে ভর্তি প্রক্রিয়ায় ত্রুটি থাকার আশঙ্কা উপাচার্যদের, এমনটাই জানান শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন, 'রাজ্যের সরকারি সম্পত্তি নষ্ট হলে অভিযুক্তের সম্পত্তিই নিলাম', আইনে সংশোধন আনল সরকার
রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী মাঝে জানিয়েছিলেন, চলতি বছরে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া হবে, সেই অনুযায়ী একটি পোর্টাল তৈরির কাজও চলছিল। কিন্তু সেই পোর্টাল পুরোপুরি তৈরি হয়ে কর্মক্ষম হতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলেই একাধিক উপাচার্য আশঙ্কা করছেন বলেই জানান ব্রাত্য বসু। যার পরই সিদ্ধান্ত নেওয়া হয় চলতি বছরে অনলাইনে নয়, আগের মতো অফলাইনেই হবে ভর্তি প্রক্রিয়া।
স্নাতক স্তরে কেন্দ্রীয় অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলতি বছরের জন্য স্তব্ধ হয়ে যাওয়ায় বেশ হতাশ শিক্ষাবিদরা। অমল মুখোপাধ্যায় জানিয়েছেন, 'কলেজে ভর্তির সময় গোটা বাংলাজুড়েই ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। তৃণমূলের ছাত্র পরিষদ যে ভর্তির জন্য টাকা দাবি করে সেই অভিজ্ঞতা আমার ব্যক্তিগতভাবেও শোনা। পরিকাঠামোগত প্রস্তুতির অভাবে চলতি বছরে অনলাইনে ভর্তি প্রক্রিয়া হচ্ছে না, এটা মেনে নেওয়া মুশকিল। আমার অনুমান তৃণমূলের ছাত্রগোষ্টীর চাপের জেরেই এই সিদ্ধান্তকে। রাজ্য সরকারের এভাবে পিছু হটাকে ধিক্কার জানাই। '
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)