West Bengal Electrocution Death: বল কুড়োতে গিয়ে তারে লাগল স্কুলপড়ুয়ার হাত, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু চতুর্থ শ্রেণির ছাত্রের..
Mahishadal Student Electrocution Death: মাছের ভেড়িতে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগের অভিযোগ, বল কুড়োতে গিয়ে তারে হাত লাগতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু চতুর্থ শ্রেণির ছাত্রের..
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: মহিষাদলে ভেড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু। ভেড়িতে বল কুড়োতে গিয়ে তারে হাত লেগে মৃত্যু। মাছের ভেড়িতে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগের অভিযোগ। বন্ধুদের সঙ্গে খেলার সময় পড়ে যাওয়া বল আনতে গিয়ে দুর্ঘটনা। মহিষাদলে ভেড়িতে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগের অভিযোগ, মৃত্যু স্কুলপড়ুয়ার। বল কুড়োতে গিয়ে তারে হাত লাগতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু চতুর্থ শ্রেণির ছাত্রের।দুর্ঘটনার পর অভিযুক্ত ভেড়ির মালিকের বাড়ির বিদ্য়ুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্য়ুৎ দফতর।
মাছের ভেড়ির জমিতে বিছানো বেআইনি বিদ্য়ুতের তার।বিপজ্জনক সেই তারে বিদ্য়ুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্য়ু হল এক চতুর্থ শ্রেণির ছাত্রের। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ঘটনায় প্রশ্ন উঠল। বেআইনিভাবে মাছের ভেড়িতে বিদ্যুতের সংযোগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা ? বল কুড়োতে গিয়ে সেই তারে হাত লেগে বিদুৎসপৃষ্ট হয়ে মৃত্যু চতুর্থ শ্রেণির এক ছাত্রের। গোটা এলাকায় শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে মহিষাদল থানার মলুবসান গ্রামে।
জানা গিয়েছে, শনিবার বন্দুদের সাথে খেলছিল শুভম রানা। চতুর্থ শ্রেণীর ছাত্র সে। আচমকা বল পড়ে যায় একটি জমিতে। সেসময় বল কুড়োতে গিয়ে তার হাত লেগে যায় ওই তারে। স্থানীয় এক বাসিন্দা দেখে তাকে উদ্ধার করে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ওই পড়ুয়ার পরিবারের অভিযোগ, জমির উপর দিয়ে সাধারণ তার ব্যবহার করে মাছের ভেড়ির জন্য বিদ্যুৎ নেওয়া হচ্ছিল। যেকোনও সময়ে বিপদ ঘটতে পারে বলে স্থানীয়রা অভিযোগ করেছিলেন বার বার। কিন্তু ফিসারি মালিক কথা শোনেননি বলে অভিযোগ স্থানীয়দের।
প্রতিবেশী শিবানী রানা বলেন, আমি ঘরে ছিলাম। হঠাৎ চিৎকার করছে। আমি বলি ঝগড়া এত কান্না। বাইরে এসে দেখি তারে হাত লেগেছে নিয়ে গেছে। ছোট্ট ছেলেকে হারিয়ে ভেড়ি মালিকের শাস্তির দাবিতে সরব হয়েছেন মৃত শিশুর বাবা।মৃত শিশুর বাবা গৌরাঙ্গ রানা বলেন, ওঁর শাস্তি হোক। ওরকমভাবে লাইন টেনে নিয়ে গেছে। পুরো তারটাই কাটা। আমাকে ৫ লাখ টকা দিচ্ছিল। আমি বললাম টাকা লাগবে না। ওঁর শাস্তি হোক। বেআইনিভাবে পুরো তারটাকে নিয়ে গেছে। বারবার বলে বলেও ঠিক করেনি।
আরও পড়ুন, আকাশ ছেয়েছে কালো মেঘে, দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বর্ষণের আশঙ্কা, হলুদ সতর্কতা..
রাজ্য় বিদ্য়ুৎ পর্ষদের তরফে জানানো হয়েছে, ভেড়িতে ডব্লিউবিএসইডিসিএলের কোনও বিদ্য়ুৎ সংযোগ ছিল না। পাশের একটি বাড়ি থেকে বিদ্য়ুৎ সংযোগ টেনে বেড়িতে দেওয়া হয়েছিল। বিষয়টির সঙ্গে বিদ্যুৎ পর্ষদের কোন সম্পর্ক নেই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।