Naren Chatterjee : জানুয়ারি থেকেই সন্ত্রাস শুরু করবে তৃণমূল, বিস্ফোরক দাবি নরেন চট্টোপাধ্যায়ের
Panchayat Election 2023 : পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে, ততই রাজ্যে ঘোরাল হচ্ছে পরিস্থিতি। চড়ছে রাজনৈতিক হুমকি-হুঁশিয়ারি।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে জানুয়ারি থেকেই সন্ত্রাস শুরু করবে তৃণমূল (TMC)। বিস্ফোরক দাবি করলেন ফরওয়ার্ড ব্লকের (Forward Bloc) রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। সমর্থন জানিয়েছে বিজেপিও। ৩৪ বছরে বুলডোজার চালানো হয়েছে। জবাব দিতে গিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।
ডিসেম্বর ডেডলাইন নিয়ে শোরগোল রাজ্যে
পঞ্চায়েত ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে নতুন ডেডলাইন। তৃণমূল সরকারের পতনের হুঁশিয়ারি দিতে গিয়ে বারবার ডিসেম্বর মাসের উল্লেখ করছেন বিজেপির তাবড় নেতারা।ডিসেম্বরেই ‘ধামাকা’র আশঙ্কা প্রকাশ করছেন খোদ মুখ্যমন্ত্রী। এবার ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক ভবিষ্যদ্বাণী করলেন, জানুয়ারি মাস থেকেই সন্ত্রাস শুরু করবে তৃণমূল। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় ফরওয়ার্ড ব্লকের জেলা সম্মেলনে যোগ দিতে গেছিলেন নরেন চট্টোপাধ্যায়। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চাঞ্চল্যকর দাবি করেন তিনি।
জানুয়ারি থেকে সন্ত্রাস
ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেছেন, 'সন্ত্রাস রুখতে বামপন্থীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ-আন্দোলন গড়ে তুলবে। তাতে ক্ষয়ক্ষতি হবে। আক্রান্ত হব আমরা। নেতা থেকে কর্মী, আমাদের উপর আক্রমণ নেমে আসবে। কিন্তু এই চোরের সরকার, লুঠেরার সরকার, এই সরকারকে বাংলার মানুষ চায় উৎখাত করতে, সেই উৎখাতের কাজে আমরা সহযোগিতা করব।'
সহমত বিজেপিও
মতাদর্শে দুই মেরুর দল হলেও, সন্ত্রাস রুখতে ফরওয়ার্ড ব্লকের পাশেই দাঁড়িয়েছে বিজেপি। তবে সেই সঙ্গে বামেদের ৩৪ বছরে কী হয়েছে, সেই কথাও মনে করিয়ে দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তরুণকান্তি ঘোষ বলেছেন, 'নেতাজির আদর্শ নিয়ে ফরওয়ার্ড ব্লক সন্ত্রাস দমনের কথা বলে, কিন্তু বাম জামানায় সিপিএম তাদের কর্মীদের হত্যা করেছে। তখন কিছু করতে পারিনি। তাই তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে একমাত্র রুখে দাঁড়াতে পারে ভারতীয় জনতা পার্টি।'
পাল্টা তৃণমূলের
ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদকের বিস্ফোরক দাবি প্রসঙ্গে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনে বুলডোজার চলেছে বলে পাল্টা দাবি তৃণমূলের। দেগঙ্গা ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ বিশ্বাস বলেছেন, 'ফরওয়ার্ড ব্লক বলে যে দল, তার কোন অস্তিত্ব নেই দেগঙ্গায়। গত ৩৪ বছর বাংলার মানুষের উপরে বুলডোজার চালিয়েছে, তাই তাদের এই হুমকি বা কটাক্ষ তৃণমূল গুরুত্ব দেয় না তৃণমূল। জাতির নামে ধর্মের নামে বিজেপি রাজনীতি করে তাই এই সাম্প্রদায়িক দলকে দেগঙ্গার মানুষের স্থান দেবে না।'