Potato Crisis: রাজ্য জুড়ে এবার আলুর সঙ্কট? ব্যবসায়ীদের কর্মবিরতিতে বাজারে বড় প্রভাব?
West Bengal Potato Crisis: ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে অহেতুক জটিলতা তৈরীর অভিযোগ তুলে ফের কর্মবিরতির পথে হাঁটার কথা ঘোষণা
তুহিন অধিকারী, বাঁকুড়া: ফের কর্মবিরতির ঘোষণা আলু ব্যবসায়ী সমিতির। রাজ্য জুড়ে বাজারগুলিতে দেখা দিতে পারে সঙ্কট।
ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে অহেতুক জটিলতা তৈরীর অভিযোগ তুলে ফের কর্মবিরতির পথে হাঁটার কথা ঘোষণা করল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।
আজ রাত থেকেই রাজ্য জুড়ে এই কর্মবিরতি শুরু করা হবে বলে জানিয়েছে আলু ব্যবসায়ী সমিতির রাজ্য নেতৃত্ব। এই কর্মবিরতির জেরে ফের রাজ্যের বাজারগুলিতে আলুর সঙ্কট দিতে পারে বলে আশঙ্কা তৈরী হয়েছে।
আরও পড়ুন, 'সবাইকে দেখে আবেগপ্রবণ হয়ে করে ফেলেছি', RG Kar-এ ভাঙচুরের ঘটনায় বিস্ফোরক স্বীকারোক্তি ধৃতর!
ভিন রাজ্যে আলু রফতানির ক্ষেত্রে পুলিশের বাধার অভিযোগ তুলে জুলাই মাসের ২০ তারিখে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী। টানা পাঁচ দিন ধরে চলে সেই কর্মবিরতি। কর্মবিরতির জেরে বাজারে দেখা দেয় আলুর তীব্র সঙ্কট। রাজ্য জুড়ে কার্যত শুরু হয়ে যায় আলুর আকাল।
কর্মবিরতির পঞ্চম দিনে সরকারের তরফে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও কৃষি বিপনন মন্ত্রী বেচারাম মান্না আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের আস্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার করে নেয় আলু ব্যবসায়ীরা। কিন্তু সেই ঘটনার এক মাস যেতে না যেতে ফের শনিবার থেকে কর্মবিরতির কথা ঘোষণা করলো প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।
জুলাই মাসেই আলুর দাম বৃদ্ধি হতেই কড়া বার্তা দিয়েছিল নবান্ন। বৈঠকে মুখ্যসচিব বলেছিলেন, হিমঘরে বেশিদিন আলু মজুত করে রাখা যাবে না।দরকারে হিমঘরে অভিযান করতে হবে। এদিকে নবান্নের কড়া বার্তার পরপরই দুপুরে বৈঠকের পর কর্মবিরতি তুলে নিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, হিমঘরে ২০ শতাংশ আলু রাজ্য সরকারের মালিকানাধীন। সেই শতাংশ আলু বাজারে এনে আলুর জোগান বাড়াতে হবে। এরপরও প্রয়োজন হলে, রাজ্য সরকার ২৬ টাকা কিলোদরে আলু কিনে সুফল বাংলা ও সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বিক্রি করবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে