West Bengal News Live Updates: রামনবমী নিয়ে ফের হুঙ্কার বিজেপির
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

Background
কলকাতা : স্কুল পরিদর্শকের অফিসে গিয়ে কর্মীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ালেন বাঁকুড়ার ছাতনার বিজেপি বিধায়ক। প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেওয়ার জন্য দরখাস্ত করেছিলেন সত্যনারায়ণ মুখোপাধ্যায়। বিধায়কের অভিযোগ, প্রায় চল্লিশ মিনিট তাঁকে বসিয়ে রেখে হেনস্থা করা হয়। এই ঘটনায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলেছে তৃণমূল। জেলা স্কুল পরিদর্শক এই নিয়ে মন্তব্য করতে চাননি।
অবসরের চার দিন আগে সরিয়ে দেওয়া হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্তকে। সূত্রের খবর, এবার রাজভবনের তরফে আরও কড়া চিঠি গেল ভাস্কর গুপ্তর কাছে। সূত্রের দাবি, চিঠিতে বলা হয়েছে, অবৈধ সমাবর্তন করার জন্য বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে যে টাকা তোলা এবং খরচ করা হয়েছিল, তার হিসেব সংক্রান্ত কোনও রিপোর্ট তিনি জমা দেননি। সূত্রের খবর, এই অবস্থায় চিঠিতে যত দ্রুত সম্ভব সেই টাকা বিশ্ববিদ্যালয়কের অ্যাকাউন্টে ফিরিয়ে দিয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। টাকা ফেরত না হলে অন্য ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে চিঠিতে। বিশ্ববিদ্য়ালয়ের আচার্য অর্থাৎ রাজ্যপাল এই নির্দেশ দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।
বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে, একাধিক নতুন কর্মসূচি নিতে চলেছে তৃণমূল মহিলা কংগ্রেস। যার মধ্য়ে রয়েছে 'অঞ্চলে আঁচল', 'তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা'-র মতো কর্মসূচি। 'দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে'- এই প্রচারপত্র প্রতি বুথে বাড়িতে বাড়িতে বিলি করবে তৃণমূল মহিলা কংগ্রেস।
টিফিন বক্সে পেঁয়াজের খোসা, তার মধ্যেই সিম কার্ড ভরে জেলে অভিযুক্তকে পাচারের চেষ্টা। জেলরক্ষীদের হাতে ধরা পড়লেন মাদক পাচার মামলায় জেলবন্দি অভিযুক্তের স্ত্রী। পেঁয়াজের খোসার মধ্যে থেকে উদ্ধার হয়েছে ১৩টি সিম কার্ড। নদিয়ার কৃষ্ণনগর সংশোধনাগারের ঘটনা। ধৃতের ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
এবার কলকাতা বিমানবন্দরে নামলেই মিলবে মেট্রো পরিবেষা। মেট্রোর মাধ্য়মে যুক্ত হতে চলেছে নোয়াপাড়া-কলকাতা বিমানবন্দর। কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন পেলেই, শুরু হবে এই কাজ। এপ্রিলের মধ্যেই সমাপ্ত হবে এ রুটের সব ক’টি স্টেশনের কাজ। এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ আন্ডারগ্রাউন্ড স্টেশন হতে চলেছে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন। থাকছে ৫টি প্ল্যাটফর্ম, ১২টি এসক্য়ালেটর, ৬টি লিফটের ব্যবস্থা, খবর মেট্রো রেল সূত্রে।
লন্ডনে কেলগ কলেজ কাণ্ডে পাল্টা হুঙ্কার সৃজন ভট্টাচার্যের। 'একজন এসএফআই কর্মীর ওপর আঘাত এলেও আগুন জ্বলবে। যদি কেউ মনে করে গুড় বাতাসা নিয়ে আসবে, তাহলে আমরা চমচম নিয়ে তৈরি। এসএফআই কর্মীরা চমচম, সন্দেশ নিয়ে দাঁড়িয়ে থাকবে কোলাকুলির জন্য', কেলগ কলেজ কাণ্ডে তৃণমূলকে নিশানা সৃজন ভট্টাচার্যের।
News Live Updates: কেলগকাণ্ডে এসএফআইকে আক্রমণ কল্যাণের
কেলগকাণ্ডে এসএফআইকে আক্রমণ কল্যাণের। প্রশ্ন করার একটা ধরন থাকে, ভাষার অপব্যবহার-অসভ্যতা সিপিএমের। আমি তৃণমূল ছাত্র যুবদের ভূমিকায় খুশি নই। ভোটের সময় একটু আসে, সারা বছর আর কোনও কাজে দেখা যায় না। 'মুখ্যমন্ত্রী বলার পর আন্দোলনে নামবে তৃণমূল ছাত্র যুবরা', প্রশ্ন তৃণমূল সাংসদের।
West Bengal News Live Updates : ১ এপ্রিল মালদায় SP অফিস অভিযানের ডাক সুকান্তর
১ এপ্রিল মালদায় SP অফিস অভিযানের ডাক সুকান্তর। মালদার মোথাবাড়ি যাওয়ার পথে সুকান্তকে আটকাল পুলিশ। মোথাবাড়ির ৩ কিমি আগে বিজেপি রাজ্য সভাপতিকে আটকাল পুলিশ। পুলিশের সঙ্গে বচসা সুকান্ত মজুমদারের। এবার মুখ্যমন্ত্রী যেখানেই যাবেন, জয় শ্রীরাম স্লোগান দেবেন বললেন তিনি।






















