West Bengal News LIVE Updates: 'বিশ্বাসই করতে পারছিলাম না', কলকাতায় এসে আর জি কর-কাণ্ডে মুখ খুললেন বিদ্যা বালন
West Bengal Kolkata District News Live Updates: রাজ্যের সব খবরের লাইভ আপডেটস দেখতে চোখ রাখুন...
LIVE

Background
WB News LIVE Updates: 'বিশ্বাসই করতে পারছিলাম না', কলকাতায় এসে আর জি কর-কাণ্ডে মুখ খুললেন বিদ্যা বালন
কলকাতায় এসে আর জি কর-কাণ্ডে মুখ খুললেন বিদ্যা বালন। 'এটা তো মায়ের শহর, এখানে তো মহিলাদের সম্মান করা হয়। সেখানেই এই ঘটনা, আমি বিশ্বাসই করতে পারছিলাম না।' ভুলভুলাইয়া থ্রি-র প্রচারে এসে মন্তব্য বিদ্যা বালনের।
West Bengal News LIVE Updates: 'ঘুঁটে পোড়ে গোবর হাসে', তন্ময়ের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে কটাক্ষ মদনের
ঘুঁটে পোড়ে গোবর হাসে। তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে কটাক্ষ কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর।
WB News LIVE Updates: আবাসে বঞ্চনার অভিযোগ, পুরুলিয়ার পঞ্চায়েত অফিসে তালা !
আবাসে বঞ্চনার অভিযোগ, পুরুলিয়ার পঞ্চায়েত অফিসে তালা! আবাস যোজনায় বাড়ির জন্য আবেদন, কিন্তু না পাওয়ার অভিযোগ। পঞ্চায়েতের তৈরি তালিকায় নাম না থাকায় বিক্ষোভ, দরজায় তালা! প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে পঞ্চায়েত অফিসের সামনে গ্রামবাসীদের বিক্ষোভ।
West Bengal News LIVE Updates: 'ভোটের সময় বাঙালি-অবাঙালি করবেন না', বিভাজনের রাজনীতির অভিযোগে সরব মুখ্যমন্ত্রী
'ভোটের সময় বাঙালি-অবাঙালি করবেন না'। বিভাজনের রাজনীতির অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। কালীপুজোর উদ্বোধনে গিয়ে নাম না করে বিজেপিকে আক্রমণ
WB News LIVE Updates: টাকা দিতে না পারায় মারধর, লকআপে ঢুকিয়ে দেওয়ার হুমকির অভিযোগ কীর্ণাহার থানার ওসি-র বিরুদ্ধে
বাড়ি তৈরি নিয়ে বিবাদের প্রেক্ষিতে টাকা নেওয়ার অভিযোগ কীর্ণাহার থানার ওসি-র বিরুদ্ধে। দোতলা বাড়ি তৈরি করা নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝামেলার সুযোগে ১ লক্ষ টাকা দাবি। টাকা দিতে না পারায় মারধর, লকআপে ঢুকিয়ে দেওয়ার হুমকির অভিযোগ কীর্ণাহার থানার ওসি-র বিরুদ্ধে। চাপে পড়ে ১০ হাজার টাকা দিতে হয়, অভিযোগ কীর্ণাহারের ব্রাহ্মণপাড়ার বাসিন্দা রবীন্দ্রনাথ ঘোষের। 'দিদিকে বলো'-তে ফোন করে জানাতে টাকা ফেরতের আশ্বাস বোলপুরের বিডিও-র। এই অভিযোগ সামনে আসার দু'দিনের মাথায় ফের টাকা নেওয়ার অভিযোগ। কীর্ণাহার থানার ওসি-র নির্দেশে বিনা নোটিসে থানায় তুলে নিয়ে গিয়ে ৫০০০ টাকা চাওয়ার অভিযোগ। ২০০০ টাকা দিয়ে মেলে ছাড়, দাবি কীর্ণাহার থানার জয়ন্তিপুর কলোনির বাসিন্দা ছবি দাসের। বীরভূমের পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের রবীন্দ্রনাথ ঘোষ ও ছবি দাসের। এই মুহূর্তে কিছু বলব না, ফোন করলে প্রতিক্রিয়া কীর্ণাহার থানার ওসি আসরাফুল শেখের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
