West Bengal News LIVE Updates: 'বিশ্বাসই করতে পারছিলাম না', কলকাতায় এসে আর জি কর-কাণ্ডে মুখ খুললেন বিদ্যা বালন
West Bengal Kolkata District News Live Updates: রাজ্যের সব খবরের লাইভ আপডেটস দেখতে চোখ রাখুন...

Background
কলকাতা : আর জি কর হাসপাতালে রক্তমাখা গ্লাভসকাণ্ডের পর এবার এসএসকেএম-এ কাঁচি কেলেঙ্কারি। প্রসূতি বিভাগে অপারেশন থিয়েটারে রোগীর পেট কাটতে গিয়ে ভাঙল মরচে ধরা কাঁচি! ভাঙা কাঁচির ছবি পোস্ট করে প্রতিবাদে সরব জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। প্রশ্নের মুখে সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী সুরক্ষা।
এবার কীর্ণাহার থানার ওসি-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। পুলিশ সুপারের কাছে সরাসরি অভিযোগ কীর্ণাহারের দুই পরিবারের। বাড়ি করার জন্য একজনের থেকে ১ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ। অপরজনকে থানায় তুলে নিয়ে গিয়ে ৫ হাজার টাকা দাবি। কীর্ণাহার থানার ওসি-র বিরুদ্ধে বীরভূমের SP-র কাছে অভিযোগ দুই পরিবারের। এই নিয়ে মন্তব্য করতে চাননি কীর্ণাহার থানার ওসি আশরাফুল শেখ।
যৌন হেনস্থায় অভিযুক্ত সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে পুলিশের তলব। অভিযুক্ত সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে তলব করল বরানগর থানার পুলিশ। মহিলা সাংবাদিকের অভিযোগের প্রেক্ষিতে শ্লীলতাহানির ২টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। আজই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে অভিযুক্ত সিপিএম নেতাকে।
বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়িতে হামলার তদন্ত ভাটপাড়া থানায় NIA। প্রিয়াঙ্গুর গাড়ি খতিয়ে দেখেন জাতীয় তদন্তকারী দলের আধিকারিকরা। ২৮ অগাস্ট বিজেপির ডাকা বন্ধ চলাকালীন প্রিয়াঙ্গুর গাড়ি লক্ষ্য করে গুলি চলে। ভিডিও পোস্ট করে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করে বিজেপি। ঘটনায় ইতিমধ্যেই ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অমিত শাহর সামনে নাম না করে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে হুঁশিয়ারি মিঠুন চক্রবর্তীর। ভোটের সময় হুমায়ুনের বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা হুঁশিয়ারি। কেটে ভাগীরথীতে ফেলব না, তোমাদের জমিতেই ফেলব, হুঙ্কার মিঠুনের। আরেকবার জন্ম নিতে হবে, মিঠুনকে পাল্টা কটাক্ষ হুমায়ুনের।
সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করেছেন ? একনজরে দেখে নিন এখানে
WB News LIVE Updates: 'বিশ্বাসই করতে পারছিলাম না', কলকাতায় এসে আর জি কর-কাণ্ডে মুখ খুললেন বিদ্যা বালন
কলকাতায় এসে আর জি কর-কাণ্ডে মুখ খুললেন বিদ্যা বালন। 'এটা তো মায়ের শহর, এখানে তো মহিলাদের সম্মান করা হয়। সেখানেই এই ঘটনা, আমি বিশ্বাসই করতে পারছিলাম না।' ভুলভুলাইয়া থ্রি-র প্রচারে এসে মন্তব্য বিদ্যা বালনের।
West Bengal News LIVE Updates: 'ঘুঁটে পোড়ে গোবর হাসে', তন্ময়ের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে কটাক্ষ মদনের
ঘুঁটে পোড়ে গোবর হাসে। তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে কটাক্ষ কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর।






















