WB News Live Updates: পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেওয়া চলবে না: শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
LIVE

Background
ছাত্রনেতা খুনের প্রতিবাদের নামে বাংলাদেশে ফিরল নৈরাজ্য। ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে, পুড়িয়ে খুন। খুলনায় সাংবাদিকের মাথায় গুলি করে হত্যা।
মৌলবাদীদের টার্গেটে এবার বাংলাদেশের একের পর এক সংবাদমাধ্যম। প্রথম আলো, ডেইলি স্টারের অফিসে আগুন। আক্রান্ত নিউ এজের সম্পাদক।
অশান্তি বরদাস্ত নয় বলেও দর্শক ইউনূস সরকার। তছনছ সংসকৃতি-কেন্দ্র, রেহাই নেই কবিগুরুর বই, লালন-নজরুলের ছবিরও! উদিচি শিল্প গোষ্ঠীতেও হামলা।
ভোটার আগে ফের সেই চেনা চিত্রনাট্য। ভারতীয় দূতাবাসের বাইরে হামলা, বন্ধ ২টি ভিসা আবেদন কেন্দ্র। মুজিবের ভাঙা বাড়িতেই ফের তাণ্ডব।
আইএসআই মদতেই কি বাংলাদেশে অশান্তি? ভারত-বিদ্বেষে হাত পাকিস্তানের, অনুমান দিল্লির। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের সুরক্ষা নিয়ে কথা বলুক কেন্দ্র, দাবি প্রিয়ঙ্কার।
মৌলবাদীদের বেলাগাম তোষণ, বাংলাদেশের দিকেই এগোচ্ছে পশ্চিমবঙ্গ। তুলনা টেনে আক্রমণে অমিত মালব্য। জাতীয় স্বার্থে পাশে থাকার পুরস্কার, পাল্টা তৃণমূল।
সীমান্তের ওপারে অশান্তি, ত্রিপুরা সীমান্তে কড়া নজর সেনা-বিএসএফের। বাংলাদেশি দূতাবাসে তিপ্রামোথা যুব সংগঠনের বিক্ষোভ।
লুঠ, অপশাসনের সব সীমা পেরিয়ে গেছে তৃণমূল। মুক্তি পেতে বিজেপিই একমাত্র আশা-ভরসা। রানাঘাট সফরের আগে বাংলায় পোস্ট করে তীব্র আক্রমণে প্রধানমন্ত্রী।
বছর শেষে রাজ্যে প্রধানমন্ত্রী। আজ ৩ হাজার ২০০ কোটি টাকার ২ জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস। কলকাতা-শিলিগুড়ি মধ্যে কমবে ২ ঘণ্টা সময়, দাবি কেন্দ্রের।
এসআইআর নিয়ে মতুয়াদের আশঙ্কার মধ্যেই আজ নদিয়ায় প্রধানমন্ত্রী। ধরা পড়ে গেছে গেরুয়া প্রতারণা, আক্রমণে তৃণমূল। কারও নাম বাদ নয়, পাল্টা শমীক।
জবাব দেব দুর্নীতি থেকে চাকরি চুরির। প্রস্তাবিত মসজিদের জমি থেকে রেকর্ড সমাবেশের চ্যালেঞ্জ হুমায়ুনের। শুধুই ফাঁকা আওয়াজ, পাল্টা জবাব তৃণমূলের।
খসড়া তালিকায় পশ্চিমবঙ্গের চেয়েও তামিলনাড়ু, গুজরাতে বেশি ভোটারের নাম বাদ! এরাজ্যে বাদ প্রায় ৫৮ লক্ষ, কোটির কাছে তামিলনাড়ু, গুজরাতে ৭৩ লক্ষ।
বড়দিনের পরেই রাজ্যে শুরু হতে চলেছে এসআইআরের শুনানি। ৭দিন আগে নোটিস। শুনানিতে থাকতে হবে সশরীরে। নজরদারিতে মাইক্রো অবজার্ভার।
বেটিং অ্যাপে প্রতারণা, মিমি-অঙ্কুশ-সোনু সুদ-যুবরাজদের ৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। তালিকায় রবীন উথাপ্পা, নেহা শর্মা, ঊর্বশী রাউতেলা।
সব জেনেই চুক্তি। ঘুরপথে প্রচার। বেআইনি টাকা ঘুরিয়ে আসত বিদেশ থেকে। অভিনেতা-প্রাক্তন ক্রিকেটারদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জানিয়ে দিল ইডি।
বেটিং অ্যাপের নামে প্রতারণা। মিমির ৫৯ লক্ষ, অঙ্কুশের ৪৭ লক্ষের সম্পত্তি বাজেয়াপ্ত। প্রতিক্রিয়া দিতে নারাজ অভিনেতারা।
মেসি-দর্শনে বেনজির বিশৃঙ্খলা। কার কার দায়? অ্যাকাউন্ট, ইভেন্ট সংক্রান্ত নথির খোঁজে রিষড়ায় শতদ্রুর বাড়িতে SIT। ভাঙচুরের ঘটনায় জালে আরও ৩।
জমা পড়েছে আইপিএসদের শোকজের জবাব। যুবভারতী-বিপর্যয়ে তদন্তের আওতায় থাকছেন মন্ত্রীরাও। ১৫দিনের মধ্যে মুখ্যমন্ত্রীকে কমিটির দ্বিতীয় রিপোর্ট।
সংসদে সংঘাতের মধ্যেই শীতকালীন অধিবেশনের শেষে মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রিয়ঙ্কা। কেমন হল বিদেশ সফর? জানতে চাইলেন ওয়েনাডের সাংসদ।
তৃণমূল বিধায়ক-চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্বে ভেঙে দেওয়া হল জঙ্গিপুরের পুরবোর্ড। বসল প্রশাসক। বোর্ড ভাঙতেই জাকিরপন্থীদের উল্লাস।
পুরীতে স্বর্গদ্বারের কাছে দুর্ঘটনা, আহত ৮ বাঙালি পর্যটক। নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ধাক্কা। গাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার।
আদালতের নির্দেশে দ্বিতীয় বৈঠকের পরেও অধরা চিংড়িঘাটা মেট্রো নিয়ে জট। জানুয়ারিতে ট্রাফিক নিয়ন্ত্রণ সম্ভব কিনা, রাজ্যের কাছে জানতে চাইল হাইকোর্ট।
এসআইআর নিয়ে মতুয়া ক্ষোভের আবহে আজ রানাঘাটে প্রধানমন্ত্রী। নাগরিকত্ব নিয়ে কী বার্তা দেবেন নরেন্দ্র মোদি? তাহেরপুর থেকে সরাসরি সম্প্রচার।
BJP News: পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেওয়া চলবে না: শমীক ভট্টাচার্য
'পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেওয়া চলবে না। বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ধ্বংস হচ্ছে। আর, মালদায় তৃণমূলের ছাত্রনেতা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন লাগাচ্ছে। যে মানুষগুলো ওপার বাংলা থেকে এপারে চলে এসেছেন, আজ তাঁদের পাশে যদি কোনও রাজনৈতিক দল থেকে থাকে, সে হল বিজেপি', তাহেরপুরের সভা থেকে বললেন শমীক ভট্টাচার্য।
Suvendu Adhikari News: বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক, জামাতিদের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে: শুভেন্দু
'বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক। জামাতিদের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে', তাহেরপুরের সভা থেকে বললেন শুভেন্দু অধিকারী।






















