West Bengal News Live: অধীর-বিজেপি ‘সেটিং তত্ত্ব’ অভিষেকের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন প্রান্তের খবরের আপডেটে চোখ রাখুন...
LIVE
Background
দ্বিতীয়বার ময়নাতদন্তে (post mortem) হাইকোর্টের (highcourt) নির্দেশের পরেও টানাপোড়েন। তমলুক মেডিক্যাল (Tamluk Medical) থেকে দেহ ছাড়তে দেরি হওয়ার অভিযোগে বিক্ষোভ। পুলিশের সঙ্গে বচসা।
গুলিতেই মৃত্যু ময়নার (Moyna) বিজেপি নেতার (BJP Leader), জানাল রাজ্য। ২ দিন পরেও অধরা অভিযুক্তরা। হাতে স্যালাইনের চ্যানেল নিয়েই হাইকোর্টে মৃতের স্ত্রী।
ময়নায় রড-বাঁশ দিয়ে পিটিয়ে নৃশংসভাবে খুনের অভিযোগ। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারের।
নেতা খুন, বিজেপির বনধ ঘিরে ময়নায় ধুন্ধুমার। পুলিশের লাঠিচার্জ। সরকারি দফতর বন্ধ করলেন দিন্দা। ব্যর্থ বন্ধ, পাল্টা কটাক্ষ কুণালের (Kunal Ghosh)।
পটাশপুরে বিক্ষোভ-অবরোধ। সিভিক ভলান্টিয়ার (civic volunteer) দিয়ে হামলার অভিযোগ শুভেন্দুর। সিভিক তো সিভিকের কাজ করবেই, পাল্টা চন্দ্রিমা।
কালিয়াগঞ্জে (Kaliagunjcvg) গুলিতেই মৃত্যুঞ্জয়ের মৃত্যু মেনেও পুলিশের গুলিতে কিনা, এখনও বলতে পারল না রাজ্য। বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের।
ভরদুপুরে বজবজে চলন্ত বাইক থেকে শ্যুটআউট (shootout)! আলিপুর কোর্ট (Alipore Court) থেকে ফেরার পথে খুনের মামলায় অভিযুক্তকে গুলি। কাকদ্বীপ থেকে একজন গ্রেফতার।
২ দিনাজপুর, মালদা, শিলিগুড়ি থেকে কলকাতা। বিজেপি ছেড়ে তৃণমূলে আসা কৃষ্ণ কল্যাণীর বাড়ি-অফিস-কারখানায় আয়কর অভিযান। সকাল থেকে তল্লাশি।
আয়কর নজরে রায়গঞ্জের বিধায়ক। বিজনেস পার্টনার তৃণমূল নেতা হেমন্ত শর্মার বাড়িতেও হানা। শিলিগুড়িতে রিয়েল এস্টেট সংস্থার অফিসেও অভিযান।
কার বাড়িতে অভিযান হবে, কী করে বলছেন আগেভাগেই! শুভেন্দুর হুঁশিয়ারির প্রসঙ্গ টেনে আক্রমণে কুণাল। দোষ না করলে ভয় কীসের, পাল্টা বিজেপি।
পুলিশি পাহারায় বাসে করে দুর্নীতির প্রমাণ সরিয়ে ফেলার সন্দেহ প্রকাশ করে ট্যুইট শুভেন্দুর। কলকাতার সিপির মানহানির অভিযোগে মামলা। ২০ মে শুভেনদুকে হাজিরার নির্দেশ আদালতের।
কোচবিহার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ির এবার মালদা। অভিষেকের সামনেই ব্যালট চুরির অভিযোগ। তৃণমূলকর্মীদের মধ্যে হাতাহাতি।
জনসংযোগ যাত্রার দশম দিনে মালদায় আজ অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন মমতা। ব্যর্থ কর্মসূচি, তাই নামছেন নিজেই, কটাক্ষ বিজেপির।
২ কর্মীকে বেআইনিভাবে বদলির অভিযোগে খাদ্য ভবনে সংগ্রামী যৌথ মঞ্চের বিক্ষোভ। কর্মবিরতির ডাক। যে দলেরই হোক, পাশে আছি, বার্তা শুভেন্দুর।
পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ফের মেয়ো রোডে ধর্নায় মহিলা তৃণমূল কংগ্রেস। শুধুই লোক দেখানো, কটাক্ষ সেলিমের।
পর্ষদের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল মানিকের হাতে। টেট পাস না করেই ৩ জেলায় ৩৬ জনকে শিক্ষকের চাকরি! সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর রিপোর্ট সিবিআইয়ের।
বন সহায়ক পদে নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটি, প্যানেল অবৈধ বলল হাইকোর্ট। ২ মাসের মধ্যে নতুন করে ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষের নির্দেশ হাইকোর্টের। জানাতে হবে ওয়েবসাইটে।
শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। সোমবারের মধ্যে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। সতর্ক থাকার নির্দেশ সরকারের।
West Bengal News Live: ‘এজেন্সি দেখিয়ে কতদিন চলবে?’ বিজেপি-কে আক্রমণ মমতার
‘এজেন্সি দেখিয়ে কতদিন চলবে?’ বিজেপি-কে ফের আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা মমতার হুঁশিয়ারির জবাব দিলেন শুভেন্দু। বললেন, ‘টাইট করে ছাড়ব’।
WB News Live Updates: বিজয় ভূঁইয়ার পরিবারকে নিরাপত্তা দিতে বাকচায় কেন্দ্রীয় বাহিনী ঢুকবে বললেন শুভেন্দু'
'বাকচায় কেন্দ্রীয় বাহিনী ঢুকবে। বিজয় ভূঁইয়ার পরিবারকে নিরাপত্তা দিতে হবে। আসছে এনআইএ, কে বাঁচাবে দেখব। একবালপুর, মোমিনপুর ঠান্ডা হয়েছে, বাকচাও ঠান্ডা হবে। মাথা কাজ করে বলেই ভাইপোর পিসিকে হারিয়ে দিয়েছি। আপনারা সঙ্গে থাকলে প্রাক্তন করে ছাড়ব'। এবার হুঁশিযারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
'চেকবুকে সই করতে বলতেন বাবা', জেরায় বললেন অনুব্রত কন্যা
'চেকবুকে সই করতে বলতেন বাবা, করে দিতাম, বাবাই সব জানে' । সুকন্যার বয়ানকে হাতিয়ার করে কেষ্টর বিরুদ্ধে ইডির চার্জশিট
West Bengal News Live: ময়নায় বিজেপি নেতা খুন, শুভেন্দুকেও জেরার দাবি কুণালের
ময়নায় বিজেপি নেতা খুন, শুভেন্দুকেও জেরার দাবি কুণালের । 'নিহত বিজয়ের নামে তৎকালীন তৃণমূল নেতা কী বলেছিলেন?' নেপথ্যে গভীর চক্রান্তের থাকতে পারে, জেরা করা হোক শুভেন্দুকেও'। বিজেপির আদি-নব্যের বিবাদের অভিযোগ তুলে ট্যুইট কুণালের।'২৬ সেপ্টেম্বর, ২০২০: বিজয় ভূঁইঞার বাড়িতে বোমা তৈরির মশলা পাওয়া গিয়েছিল'
WB News Live Updates: সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ছবি নেই, ক্ষোভ প্রকাশ মন্ত্রী মানস ভুইয়ার
পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে মেদিনীপুরে প্রদ্যুৎ স্মৃতি সদনে আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতার উদ্বোধনে এসে মঞ্চের পিছনে মুখ্যমন্ত্রীর ছবি দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করলেন মন্ত্রী। সোমবার প্রকাশ্য মঞ্চেই মুখ্যমন্ত্রীর ছবি না দেখে ক্ষুব্ধ হন রাজ্যের জলসম্পদ উন্নয়ন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া।