West Bengal News Live Updates: ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে হাইকোর্টে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: ভোট (Panchayat Vote) ঘোষণার পরে সর্বদলীয় বৈঠক (All party Meeting)! রাজ্যপালের (Governor) সঙ্গে সাক্ষাতের পরেই ১৩জুন বৈঠকের ডাক কমিশনের (Commissioner)। মনোনয়ন প্রক্রিয়া ভিডিওগ্রাফি (Videography) করার সিদ্ধান্ত। ভোট যেন হয় অবাধ, শান্তিপূর্ণ। রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পরেই কড়া বার্তা রাজ্যপালের।
এক নজরে রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন-
মুর্শিদাবাদের পর এবার রক্তাক্ত কোচবিহার। মনোনয়ন নিয়ে সংঘাতে গুলিতে আহত তৃণমূলকর্মী, দাবি পরিবারের। কোনও গুলি চলেনি, দাবি পুলিশের।
অভিষেকের বার্তাই সার, মনোনয়নের শুরুতেই সন্ত্রাস! ডোমকলে কোমরে অস্ত্র গুঁজে তৃণমূল নেতার দাপাদাপি।
ডোমকলে মার খেয়েও প্রতিরোধ। প্রথমে হামলা। তাও জমি ছাড়লেন না সিপিএম প্রার্থী। বামেদের প্রতিরোধের মুখে পিছু হঠল তৃণমূল।
ভাঙড়ে মনোনয়নের সময় বিডিও অফিসেই আক্রান্ত সরকারি কর্মী! ডোমকলে আক্রান্ত প্রৌঢ় সিপিএম প্রার্থী। বারাবনিতে বিজেপিকে মার। হামলা লাভপুরেও।
মনোনয়নের দ্বিতীয় দিনেও সন্ত্রাস। কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি। বিক্ষোভ কংগ্রেসের। বাহিনী নিয়েও তো ভোটে ভরাডুবি, খোঁচা তৃণমূলের।
অশান্তিতে জড়াবেন না, মনোনয়ন দিতে না পারলে জানান। পঞ্চায়েতে সন্ত্রাস নিয়ে ফের বার্তা অভিষেকের। দলে নিয়ন্ত্রণই নেই, কে শুনবে, কটাক্ষ বিরোধীদের।
মুর্শিদাবাদ থেকে পূর্ব বর্ধমান। হাইকোর্টের নিষেধাজ্ঞার পরেও আইনশৃঙ্খলা তদারকিতে সিভিক! জল দিচ্ছিল, বাঁচতে হাতে লাঠি, আজব সাফাই তৃণমূলের।
রাস্তা খোলা রেখেও মুর্শিদাবাদ জেলা পরিষদে একতরফা প্রার্থী ঘোষণা সিপিএমের। পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের সঙ্গে জোট।
বালেশ্বরকাণ্ডের রেশ কাটার আগেই খড়গপুর স্টেশনে বেলাইন মেদিনীপুর-হাওড়া লোকাল। লাইনচ্যুত হয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারল একটি কামরা। এবার লাইনচ্যুত লোকাল!
West Bengal News LIVE Updates: ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে হাইকোর্টে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ
কাল ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে হাইকোর্টে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতেই হাইকোর্টের দ্বারস্থ ডিএ আন্দোলনকারারী। শনিবার ভাঙড়ে মেরে সরকারি কর্মীর নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনর ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও অফিসের কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে ভোটকর্মীরা মার খাচ্ছেন, এই দাবি তুলে হাইকোর্টে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই হোক পঞ্চায়েত ভোট, দাবি ডিএ আন্দোলনকারীদের।
WB News LIVE Updates: কেষ্টহীন বীরভূমে তৃণমূলের পার্টি অফিস দখল কংগ্রেসের
কেষ্টহীন বীরভূমে তৃণমূলের পার্টি অফিস দখল কংগ্রেসের। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের পার্টি অফিস দখল। ময়ূরেশ্বরের ঝিকোড্ডা পঞ্চায়েতে শাসক দলের পার্টি অফিস দখল কংগ্রেসের। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ৬০০ কর্মী-সমর্থক।
West Bengal News LIVE Updates: 'রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে রাজীব সিন্হার নিয়োগ করা ঠিক হয়নি রাজ্যপালের', মন্তব্য শুভেন্দুর
পঞ্চায়েতে মনোনয়নপর্ব থেকেই অশান্তি, কার্যত রাজ্যপালকে দায়ী করলেন শুভেন্দু অধিকারী। 'রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে রাজীব সিন্হার নিয়োগ করা ঠিক হয়নি রাজ্যপালের'। 'রাজীব সিন্হার ব্যাপারে আরও খতিয়ে দেখা উচিত ছিল রাজ্যপালের'। এখন অনেক কিছু বলছেন রাজ্যপাল, কিন্তু তাঁর কথা এরা শুনবে না, মন্তব্য বিরোধী দলনেতার।
WB News LIVE Updates: নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর
কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুললেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। ভিডিও পোস্ট করে উদয়ন গুহ ট্যুইটে দাবি করেন, নিশীথের কানে কানে কথা বলে প্রোটোকল ভেঙেছেন সাহেবগঞ্জ থানার এসআই। ওই পুলিশ অফিসারকে সরিয়ে দেওয়ার জন্য সোমবার ডেপুটেশন জমা দেবেন বলে উদয়ন জানিয়েছেন। গুরুত্ব দিতে নারাজ বিজেপি।
West Bengal News LIVE Updates: পঞ্চায়েতে মনোনয়নপর্বের শুরু থেকেই অশান্তি, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ জাতীয় মানবাধিকার কমিশনের
রাজ্যে আসছেন জাতীয় মানবাধিকার কমিশনের ডিজি। পঞ্চায়েতে মনোনয়নপর্বের শুরু থেকেই অশান্তি, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ জাতীয় মানবাধিকার কমিশনের। মানবাধিকার কমিশনের বিশেষ পর্যবেক্ষক হিসাবে কাজ করবেন জাতীয় মানবাধিকার কমিশনের ডিজি। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন জাতীয় মানবাধিকার কমিশনের ডিজি। 'অশান্তির আশঙ্কা রয়েছে এমন স্পর্শকাতর কেন্দ্রগুলিকে চিহ্নিত করা হবে'। 'রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন মানবাধিকার কমিশনের ডিজি'। জানাল জাতীয় মানবাধিকার কমিশন।