West Bengal News Live Updates: বোনাস নিয়ে বৈঠকের মধ্যেই তৃণমূল-বিজেপি মারামারি বেলঘরিয়ায়
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন
LIVE
Background
বালেশ্বরের সমৃতি উস্কে ফের ট্রেন দুর্ঘটনা। বিহারের (Bihar Rail Accident) বক্সার ও আরা স্টেশনের মাঝে লাইনচ্যুত ডাউন নর্থ-ইস্ট এক্সপ্রেসের (Down North East Express Accident Death) ৮টি কামরা। মৃত অন্তত ৪, আহত ৭০ জনের বেশি। চলছে উদ্ধারকাজ।
ইজরায়েল-হামাসের (Israel Palestine War) বিরামহীন সংঘর্ষ। ৫ দিনে মৃত্যু ২ হাজার পার। গাজা সীমান্ত ফের কব্জা ইজরায়েলি সেনার। তেল আভিভে পাল্টা রকেট হানা হামাসের। রুখতে অস্ত্রবাহী বিমান পাঠাল আমেরিকা।
ইজরায়েল-হামাসের প্রাণঘাতী যুদ্ধ। আটকে বহু বাঙালি (Bengalis Stuck In Israel)। উদ্বিগ্ন পরিবার।
ওয়ার জোন ইজরায়েল। আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে শুরু অপারেশন অজয়। ফিরিয়ে আনা হবে বিশেষ বিমানে, জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
নীল সাগরে রক্তের লাল! গাজা থেকে ইজরায়েল লক্ষ্য করে ১৯ মিনিটে ৫ হাজার রকেট! ব্যাটেলগ্রাউন্ডে এবিপি আনন্দ।
শিক্ষায় দুর্নীতি মামলায় প্রথমবার অভিষেক-পত্নীকে জিজ্ঞাসাবাদ ইডির। লিপস অ্যান্ড বাউন্ডসে কী ভূমিকা? তা নিয়েও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন। সাড়ে ৮ ঘণ্টা পর বেরোলেন সিজিও থেকে।
মিলেছে নতুন তথ্য, নিয়োগ দুর্নীতির তদন্তে এবার জেলে গিয়ে জেরার আবেদন সিবিআইয়ের। যোগ নেই, দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রীর। পার্থর আদলেই টাকা সাইফন মানিক-পুত্রের। নিয়োগ দুর্নীতির ২ কোটি ৪৭ লক্ষ সৌভিকের অ্যাকাউন্টে, সকুল-ক্লাবের মাধ্যমে সরিয়েছিলেন টাকা, হাইকোর্টে দাবি ইডির।
করুণাময়ীর পর কালীঘাট। নিয়োগের দাবিতে ফের পথে ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। গাঁধী মূর্তির সামনে অবস্থান প্রাথমিকে ২০০৯-এর দক্ষিণ ২৪ পরগনার চাকরি প্রার্থীদের।
পুজোর মুখেও পথে চাকরিপ্রার্থীরা। তুঙ্গে রাজনৈতিক তরজা। (শুভেনদু- এই সরকারের চাকরি দেওয়ার ক্ষমতা নেই। কুণাল- চাকরিপ্রার্থীদের নিয়ে শকুনের রাজনীতি বিজেপির।
WB News Live Update: অধীর চৌধুরীকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের করা মন্তব্যের তীব্র নিন্দা
অধীর চৌধুরীকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের করা মন্তব্যের তীব্র নিন্দা। তৃণমূলকে আক্রমণ করে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির সবচেয়ে বড় ভৃত্য বলে আক্রমণ করলেন তিনি। পাল্টা, প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে ইন্ডিয়া জোটের পরিপন্থী বলে আক্রমণ শানিয়েছে তৃণমূল।
WB News Live Update: মহালয়ার পর থেকেই শহরকে যানজটমুক্ত রাখতে তৎপর হচ্ছে কলকাতা পুলিশ
মহালয়ার পর থেকেই শহরকে যানজটমুক্ত রাখতে তৎপর হচ্ছে কলকাতা পুলিশ। বৃহস্পতিবার শহরের বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শনে বেরিয়ে জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ক্রিকেট বিশ্বকাপ এবং বিদেশি পর্যটকদের জন্য় নির্বিঘ্নে পুজো দেখার বন্দোবস্তের কথা মাথায় রেখে ব্য়বস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
WB News Live Update: প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে জোড়া তদন্তকারী অফিসার নিয়োগ করল ED
প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে জোড়া তদন্তকারী অফিসার নিয়োগ করল ED। মিথিলেশকুমার মিশ্রর পরিবর্তে গ্যাংটক থেকে আসছেন রাজেশ কুমার। সঙ্গে থাকছেন আরেক তদন্তকারী অফিসার মুকেশ কুমার। এরই মধ্যে তদন্তকারী আধিকারিকের দায়িত্ব থেকে অপসারিত মিথিলেশকুমার মিশ্রর বিষয়ে আজ ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি।
WB News Live Update: ১২ হাজার কনস্টেবল নিয়োগেরও সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার
১২ হাজার কনস্টেবল নিয়োগেরও সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার। উর্দু মাধ্যমে পার্ট টাইম ও ১৯৮ রাজবংশী সকুলে নেওয়া হবে ৩৯৪ জন আংশিক শিক্ষক। আঞ্চলিক ভাষার জন্য হচ্ছে নতুন বিভাগ।
WB News Live Update: হাইকোর্টের রায়ের প্রতিবাদে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে কামদুনি
হাইকোর্টের রায়ের প্রতিবাদে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে কামদুনি। আজ দিল্লিতে, জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন কামদুনির প্রতিবাদীরা। পাশাপাশি, এদিন, নির্ভয়ার বাড়িতেও যান টুম্পা-মৌসুমীরা। বিকেলে যন্তরমন্তরে পালন করেন ধর্না কর্মসূচি।