West Bengal News Live Updates: ৭ দফা দাবিতে রাজ্য বিজেপির শিক্ষক সেলের বিকাশ ভবন অভিযান
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: মোদি (Narendra Modi) যতই ইডি (ED)-সিবিআই (CBI) লাগাক, আমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদ নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অন্যদিকে দুর্নীতি ইস্যুতে ফের তৃণমূলকে (TMC) নিশানা করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে পুলিশি নিরাপত্তা নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস, সিপিএম।
এক নজরে রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন-
অভিষেককে জিজ্ঞাসাবাদের মামলায় বেঞ্চ বদলের পরও বদলাল না রায়। তবে বদলাল তৃণমূলের প্রতিক্রিয়া। তৃণমূল বিধায়ক এবং মন্ত্রী উদয়ন গুহ ফেসবুকে কটাক্ষের সুরে লেখেন, বেঞ্চ বদলালে কী হবে, বেঞ্চ তৈরির মিস্ত্রি তো একই। আর এরপরই তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন এক আইনজীবী।
গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আবেদন জানান তাঁর আইনজীবী। অন্যদিকে, আজ অভিষেকের জিজ্ঞাসাবাদ নিয়ে প্রশ্নের জবাবে মেজাজ হারালেন পার্থ চট্টোপাধ্য়ায়। জবাব এড়িয়ে নিজের জেলজীবনের কথা টেনে আনলেন তিনি।
২০২৪-এর জুন-জুলাইতেই শুরু হয়ে যাবে ধর্মতলা থেকে শিয়ালদা মেট্রো পরিষেবা। জানালেন কলকাতা মেট্রোর জিএম। হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চলতি বছরে শুরু করার কথা আগেই জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ।
রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বনগাঁর আরামডাঙ্গা। মহিলা পুলিশ কর্মীর ওপর চডাও হওয়ার অভিযোগ উঠেছে অবরোধকারীদের বিরুদ্ধে। প্রায় ৭ ঘণ্টা রাস্তা অবরোধে চূড়ান্ত হয়রানির শিকার হন সাধারণ মানুষ। রাস্তা সংস্কারের প্রশাসনের আশ্বাসে ওঠে অবরোধ।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে সপ্তাহান্তে রিপোর্ট চেয়ে গত মাসেই নির্দেশিকা জারি করা হয়েছিল রাজভবনের তরফে। কিন্তু, সেই রিপোর্ট রাজভবনে জমা না পড়ায় ফের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদেরকে চিঠি পাঠানো হল রাজভবনের তরফে। এই নিয়েই নতুন করে শুরু হয়েছে রাজভবন-নবান্ন সংঘাত।
যুদ্ধবিমান থেকে আচমকা খুলে পড়ে গেল এক্সটারনাল ফুয়েল ট্যাঙ্ক। বিশালাকার ধাতব বস্তু দেখতে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের জঙ্গলে ভিড় জমালেন স্থানীয়রা। পরে কলাইকুণ্ডা এয়ারবেসের আধিকারিকরা গিয়ে ফুয়েল ট্যাঙ্কটি সরিয়ে নিয়ে যান।
West Bengal News LIVE Updates: দুবরাজপুরের পর এবার ভাঙড়, তৃণমূলকর্মীর বাড়িতে বিস্ফোরণ
দুবরাজপুরের পর এবার ভাঙড়, তৃণমূলকর্মীর বাড়িতে বিস্ফোরণ। কাশীপুর থানার চালতাবেড়িয়ায় তৃণমূলকর্মীর বাড়িতে বিস্ফোরণ। ভাঙড় বিস্ফোরণে এক মহিলা আহত, খবর স্থানীয় সূত্রে । আইএসএফের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূলের । তৃণমূলকর্মীর বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণ, পাল্টা দাবি আইএসএফের।
WB News LIVE Updates: দুবরাজপুরে বিস্ফোরণের ঘটনায় তৃণমূল নেতা-সহ গ্রেফতার ২
দুবরাজপুরে বিস্ফোরণের ঘটনায় তৃণমূল নেতা-সহ গ্রেফতার ২। ধৃত শেখ মইনুদ্দিন ওরফে মুন্না তৃণমূলের দুবরাজপুর ব্লক কমিটির সদস্য। তাঁর বাবা তৃণমূল কর্মী সফিক শেখ এখনও অধরা। সফিকের দাদা মুরিলাল শেখকেও গ্রেফতার করেছে পুলিশ। ঘোড়াপাড়া গ্রামে একই বাড়িতে থাকেন দুই ভাই মুরিলাল ও সফিক। বিস্ফোরণের পর ঘটনাস্থলে বম্ব স্কোয়াড।
West Bengal News LIVE Updates: ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়
ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়। ত্রিপুরার বিজেপি সরকারের প্রস্তাবে সাড়া সৌরভের। কয়েকদিন আগে প্রস্তাব, আজ বিকেলেই সবুজ সঙ্কেত। সৌরভের বাড়ি গিয়ে দেখা করেন ত্রিপুরার পর্যটনমন্ত্রী। ত্রিপুরার পর্যটনমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই প্রস্তাবে সাড়া সৌরভের।
WB News LIVE Updates: আগামীকাল বেলা ১২টায় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ
আগামীকাল উচ্চমাধ্যমিকের রেজাল্ট। কাল বেলা ১২টায় উচ্চমাধ্যমিকের আনুষ্ঠানিক ফলপ্রকাশ। বেলা ১২.৩০ থেকে দেখা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে। উচ্চমাধ্যমিকে প্রকাশিত হবে প্রথম ১০ জনের মেধাতালিকা। উচ্চমাধ্যমিকের রেজাল্ট জানা যাবে https://bengali.abplive.com-এ। এবছর যে পড়ুয়ারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে করোনাকালে তারা মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি। রেওয়াজ ভেঙে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা মাধ্য়মিকের থেকে প্রায় ১.৫ লক্ষ বেশি। ফল দেখতে পাবেন যে ওয়েবসাইটে: https://bengali.abplive .com
West Bengal News LIVE Updates: পাশে দাঁড়িয়েছিলেন মদন মিত্র, তাও শেষ রক্ষা হল না
পাশে দাঁড়িয়েছিলেন মদন মিত্র, তাও শেষ রক্ষা হল না। এসএসকেএমে নিয়ে যাওয়া দুর্ঘটনাগ্রস্ত রোগীর মৃত্যু। আহত যুবকের মৃত্যু হল কলকাতা মেডিক্যাল কলেজে। আজ দুপুর সোয়া ১২টা নাগাদ ওই যুবকের মৃ্ত্যু। দুর্ঘটনায় জখম ওই রোগীকে ভর্তিতে বিলম্ব হওয়ায় এসএসকেএমের বিরুদ্ধে মুখ খুলেছিলেন মদন মিত্র।