West Bengal News Live Updates: মানিকতলায় উপনির্বাচনের দাবিতে এবার পোস্টার পড়ল সেখানে
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: ভরসন্ধেয় ব্যারাকপুরের (Barrackpore) আনন্দপুরীতে শ্যুটআউট (Shootout)। অভিযোগ, ডাকাতিতে বাধা দেওয়ায়, গুলি করে দুষ্কৃতীরা। মৃত্যু হয় সোনার দোকানের মালিকের ছেলের। জখম হন আরও ২ জন। শ্যুটআউটের পর দুষ্কৃতীরা মোটরবাইকে চেপে পাতুলিয়ার দিকে পালিয়ে যায় বলে পুলিশ (Police) সূত্রে দাবি।
এক নজরে রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন-
সিবিআইয়ের পর এবার ইডি। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ও তাঁর পরিবারের প্রায় ১১ কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শীঘ্রই এ নিয়ে বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে বলে ইডি সূত্রে খবর। এর আগে অনুব্রত মণ্ডলেরই ১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল সিবিআই।
গরুপাচার মামলায় BSF-এর পর এবার কাস্টমস অফিসারদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সূত্রের খবর, গত তিনদিনে শুল্ক দফতরের ২ জন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামী সপ্তাহে আরও ২ কাস্টমস অফিসারকে তলব করেছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, গরুপাচারে শুল্ক দফতরের আধিকারিকদের একাংশের প্রত্যক্ষ যোগ মিলেছে। তাদের যোগসাজশেই বাংলাদেশে গরু পাচার হত।
রবিবার সংসদের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠান। তার আগে অনুষ্ঠান বয়কটের কথা জানিয়ে একসঙ্গে বিবৃতি দিল তৃণমূল সহ ১৯ টি বিরোধী দল। গোটা বিবৃতিতে, রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর তীব্র নিন্দায় সরব হয়েছে সবকটি দল।
মোদি সরকারের সঙ্গে সংঘাত আরও তীব্র করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাচ্ছেন না দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। কেন নীতি আয়োগের বৈঠকে বঞ্চনার কথা বলছেন না? এই প্রশ্ন তুলেছে কংগ্রেস।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির একমাস উপলক্ষ্যে বিশেষ সভার আয়োজন করলেন ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী-বিধায়ক-সাংসদরা। জেলায় জেলায় নবজোয়ারের উন্মাদনাকে কলকাতায় পৌঁছে দেওয়াই লক্ষ্য, দাবি তৃণমূলের।
প্রায় ৪ দিন, ৮৪ ঘণ্টা, ৩২৭ কিলোমিটার, ১ লক্ষ ২০ হাজার টাকা খরচা করেও, বর্ধমান থেকে কলকাতা, সরকারি-বেসরকারি মিলিয়ে পাঁচ-পাঁচটি হাসপাতালের দোরে দোরে ঘুরেও কার্যত বিনা চিকিৎসায়, মৃত্যু হল মন্তেশ্বরের তরতাজা ৩৪ বছরের যুবক সুজিত বর্মনের।
WB News LIVE Updates: মানিকতলায় উপনির্বাচনের দাবিতে এবার পোস্টার পড়ল সেখানে
মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যু হয়েছে ২০২২-র ফেব্রুয়ারিতে। নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্য়ে উপনির্বাচনের নিয়ম থাকলেও, একবছর পেরিয়ে গেলেও এখনও উপনির্বাচন হয়নি মানিকতলা বিধানসভা কেন্দ্রে। উপনির্বাচনের দাবিতে এবার পোস্টার পড়ল সেখানে।
West Bengal News LIVE Updates: দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ৩ বিজেপি কর্মী, সমর্থককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ৩ বিজেপি কর্মী, সমর্থককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ডায়মন্ডহারবার মডেলে বিনা লড়াইয়ে পঞ্চায়েত দখলের ছক, ঘটনার নিন্দা করে ট্যুইট করেছেন শুভেনদু অধিকারী। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে গেরুয়া শিবির। ঘটনার সঙ্গে দলের যোগ নেই, দাবি তৃণমূলের।
WB News LIVE Updates: শনিবার মালদায় শুভেন্দুর সভায় অনুমতি দিল না হাইকোর্ট
শনিবার মালদায় শুভেন্দুর সভায় অনুমতি দিল না হাইকোর্ট। খারিজ বিজেপির আবেদন, হাইকোর্টে মিলল না অনুমতি। ১৫দিন আগে পুলিশকে না জানানোয় অনুমতি দিল না হাইকোর্ট। প্রথমে হবিবপুরের সভায় অনুমতি দিয়েও বাতিলের অভিযোগ বিজেপির। হাইকোর্টে গিয়েও মিলল না সুরাহা, মিলল না অনুমতি। মালদায় শুভেন্দুর সভার অনুমতি দিলেন না বিচারপতি বিবেক চৌধুরী।
West Bengal News LIVE Updates: ভরসন্ধেয় মানিকতলায় কুপিয়ে খুন
ভর সন্ধেয় মানিকতলায় কুপিয়ে খুন। মানিকতলার ক্ষুদিরাম পল্লিতে যুবককে কুপিয়ে খুন। 'মুদির দোকানের শাটার খোলা নিয়ে বিবাদের জেরে হামলা', হামলার অভিযোগে মুদির দোকানের মালিক গ্রেফতার।
WB News LIVE Updates: মুর্শিদাবাদের নওদায় তৃণমূলকর্মীকে পিটিয়ে খুন
মুর্শিদাবাদের নওদায় তৃণমূলকর্মীকে পিটিয়ে খুন। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মুর্শিদাবাদের নওদায় পিটিয়ে খুন। রাস্তার জন্য জমি নিয়ে বিবাদ, নওদায় পিটিয়ে খুন, আহত ৭। নওদার বিধায়ক সাহিনা মমতাজ খানের অনুগামীকে পিটিয়ে খুন। ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। খুনের ঘটনায় অনুগামী-যোগের অভিযোগ অস্বীকার ব্লক সভাপতির।