West Bengal News Live: সপ্তাহান্তেও বৃষ্টির স্বস্তি! শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ এক নজরে
LIVE
Background
ফের মৃত্যু। কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। এবার রাধিকাপুুরে (Radhikapur) কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্যের খুড়তুতো ভাইকে গুলি করে খুন, অভিযুক্ত পুলিশ।
কালিয়াগঞ্জে (Kaliaganj) থানায় তাণ্ডব, মাঝরাতে বিজেপির (BJP) পঞ্চায়েত সদস্যের বাড়িতে হানা পুলিশের। বিষণুর বাবাকে নিয়ে যেতে বাধা দেওয়ায় পুলিশের গুলি, দাবি স্থানীয়দের। উদ্ধার গুলির খোল।
কালিয়াগঞ্জকাণ্ডের প্রতিবাদে আজ উত্তরবঙ্গজুড়ে ১২ ঘণ্টা বনধের ডাক বিজেপির। বাংলার মানুষ বনধের রাজনীতি চায় না, পাল্টা ফিরহাদ।
কালিয়াগঞ্জে নাবালিকা-মৃত্যুতে অসহযোগিতার অভিযোগ। নোটিস আইজি উত্তরবঙ্গ, উত্তর দিনাজপুরের জেলাশাসক, পুলিশ সুপারকে। হাজিরা না দিলে গ্রেফতার, হুঁশিয়ারি এসসি কমিশনের।
কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে রাজ্যের রিপোর্ট তলব। সহযোগিতা করতে হবে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনকে, নির্দেশ হাইকোর্টের।
রামনবমীর (Ram Navami) মিছিলে হামলায় চুপ, খুনের প্রতিবাদে গুলি পুলিশের। মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে মহিলারা বিচার পায় না। আক্রমণ অনুরাগ ঠাকুরের। গুলি মারো শালো কো, কে বলেছিল, পাল্টা তৃণমূল।
রামনবমীতে হাওড়া (Howrah), হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনার তদন্ত করবে এনআইএ। নির্দেশ হাইকোর্টের। ২ সপ্তাহের মধ্যে নথি হস্তান্তর করবে রাজ্য।
খারিজ জামিনের আর্জি। গরুপাচার মামলায় (Cow Smuggling Case) ৩ দিনের ইডি (ED) হেফাজতে কেষ্ট-কন্যা। কোটি কোটি টাকার সম্পত্তির উৎস কী? অনুব্রতর সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা প্রয়োজন, সওয়াল ইডির।
গরুপাচারের (Cow Smuggling Case) ফলস কেস দিয়েছে সিবিআই। শরীর ভাল নেই, জামিন দিন, মেয়ে গ্রেফতারের পরদিনই কাতর আর্জি অনুব্রতর। নথিই শেষকথা, বললেন বিচারক।
অসহ্য গরমে স্বস্তি (weather update)। বিকেলেই ঘনাল সন্ধে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে মুষলধারে বৃষ্টি, সঙ্গে ঝোড়া হাওয়া। দক্ষিণবঙ্গের কিছু জেলায় শিলাবৃষ্টি। বাজ পড়ে ৬ জেলার মৃত ১৫ জন।
West Bengal News Live: কালিয়াগঞ্জকাণ্ডের প্রতিবাদে বিজেপির ডাকা উত্তরবঙ্গ বন্ধ ঘিরে অশান্তির ছবি
কালিয়াগঞ্জকাণ্ডের প্রতিবাদে বিজেপির ডাকা উত্তরবঙ্গ বন্ধ ঘিরে, অশান্তির ছবি ধরা পড়ল জেলায় জেলায়। কোচবিহারে ভাঙচুর করা হল একের পর এক বাস। জুলুমবাজির ছবি ধরা পড়ল অন্যান্য জেলাতেও। বিজেপি বন্ধ সফলের দাবি করলেও, তা মানতে নারাজ তৃণমূল। সরকারি সম্পত্তি নষ্ট করায়, সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত। বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
West Bengal Live Updates: সপ্তাহান্তেও বৃষ্টির স্বস্তি! শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে
সপ্তাহান্তেও বৃষ্টির স্বস্তি! আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কমলেও, শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। রবিবার ঝড়-বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে।
West Bengal News Live: জাতীয় শিক্ষা নীতির প্রতিবাদে রাজ্যপালের সামনে সরব হয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একাংশ
মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য করার দাবিতে ও জাতীয় শিক্ষা নীতির প্রতিবাদে রাজ্যপালের সামনে সরব হয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একাংশ। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিংয়ে যোগ দেন সিভি আনন্দ বোস। রাজ্যপাল ঢোকার সময় বিশ্ববিদ্যালয়ের গেটে বাইরে তাঁকে স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখায় ছাত্র-ছাত্রীদের একাংশ। যা নিয়ে শুরু হয়েছে তরজা।
West Bengal Live Updates: কী প্রতিক্রিয়া দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
চাকরিহারাদের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন এরপরের বিচারপ্রক্রিয়া নিয়ে। সেই প্রসঙ্গে তিনি বলেন, 'আপনারা অপেক্ষা করুন। মামলা তো শেষ হয়ে যাইনি। মামলা চলেছে। হাইকোর্টের অন্য কোনও জজ তো দেখবেন সেটা।' তিনি আরও বলেন, 'একেবারেই পদত্যাগ করছি না। আমি পালিয়ে যাওয়ার লোক নই।'
West Bengal News Live: 'একটা ডিসিপ্লিন আছে, সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত, সেটা মেনে চলতে হবে'
সুপ্রিম কোর্টের নির্দেশের পরে প্রথমবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তিনি বলেন, 'আমি তো নিজে সরাচ্ছি না। সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে। একটা ডিসিপ্লিন আছে। সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত। সেটা মেনে চলতে হবে।'