West Bengal News Live: কোচবিহারের পর জলপাইগুড়ি, তৃণমূলের নবজোয়ারে ফের বিশৃঙ্খলা
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
সব নয়, শুধু প্রাথমিকের (Primary) ২টি মামলায় বিচারপতি বদল। নিয়োগ দুর্নীতির বাকি মামলা আগের মতোই শুনবেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। নির্দেশ সুপ্রিম কোর্টের।
পালিয়ে যাওয়ার লোক নই, পদত্যাগও করব না। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে বুঝিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
এজলাস বদলের প্রভাব বিচারে? মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
অভিষেকের মামলার প্রেক্ষিতে বিচারপতি বদল। ধাক্কা খেতে পারে বিচারপতিদের মনোবল, মন্তব্য সলিসিটর জেনারেলের। রায়ে হস্তক্ষেপ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
অভিষেকের মামলায় এজলাস বদলের পরেও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে অনড় বিচারপতি গঙ্গোপাধ্যায়।
জোড়া মামলার পথে এজলাস বদলের অপেক্ষায় বাকি নিয়োগ দুর্নীতির বাকি মামলাও।আশঙ্কা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
এতবড় ভবিষ্যৎদ্রষ্টা জানা ছিল না, কুণালকে প্রণাম। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
মামলা সরতেই তৃণমূলের নিশানায় বিচারপতি। বুঝলেন বিকাশ ছুঁলে কী হয়, ট্যুইট কুণালের। ঢাকি সমেত বিসর্জন, কটাক্ষ দেবাংশুর। দেখা হবে রাজনীতির ময়দানে, খোঁচা তৃণাঙ্কুরের।
রাত ১২টার মধ্যে সাক্ষাৎকারের অনুবাদের প্রতিলিপি পাঠাতে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে নির্দেশ হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। প্রশাসনিক নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের।
এবার মাত্র সাড়ে ৬ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে পুরী। সকালে হল ট্রায়াল রান (Trial Run)। দক্ষিণ-পূর্ব রেল সুত্রের খবর, সব ঠিক থাকলে, মে মাসেই শুরু হয়ে যেতে পারে পরিষেবা।
West Bengal News LIVE Updates: বদলি-তরজা
বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটে যোগ দেওয়ায় কলকাতা থেকে দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত এলাকায় বদলি। নবান্নের ৬ কর্মীকেও ডিটেলমেন্ট! এমনই অভিযোগ তুলে সরব হল সংগ্রামী যৌথ মঞ্চ। তাঁদের অভিযোগ, ৬ মে মহামিছিলের আগে মনোবল ভেঙে দিতেই এই ব্যবস্থা। যে কোনও স্তরের কর্মীকে সরকার চাইলেই বদলি করতে পারে।এটা সার্ভিস রুলেই রয়েছে। দাবি নবান্ন সূত্রে।
WB News Live Updates: হোয়াটসঅ্যাপে আরও পুর তথ্য
এখন থেকে হোয়াটসঅ্যাপেই সম্পত্তি কর, লাইসেন্স, পার্কিং, জল সরবরাহ, বিল্ডিং প্ল্যান অনুমোদনের যাবতীয় তথ্য পাবেন কলকাতার বাসিন্দারা। আগামীদিনে হোয়াটসঅ্যাপেই নেওয়া যাবে পুর আধিকারিকদের অ্যাপয়েন্টমেন্টও। শনিবার কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ চ্যাটবটে যুক্ত হল আরও বেশ কয়েকটি পরিষেবা।
West Bengal News LIVE Updates: বিচারপতির আবক্ষ ভাস্কর্য
শান্তিনিকেতনের ভাস্কর্য কর্মশালায় জায়গা করে নিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। বিচারপতিকে সম্মান জানাতে মাটির মূর্তি তৈরি করলেন শিল্পীরা। সামনে বিচারপতির ছবি রেখে শিল্পীদের হাতযশে মাটির তালে নতুন রূপে ফুটে উঠলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
WB News Live Updates: ফের করোনা আক্রান্তের মৃত্যু
রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু। আজ সকালে বেলেঘাটা আইডি-তে মৃত্যু হল করোনা আক্রান্ত এক মহিলার। ৪৮ ঘণ্টায় এই নিয়ে মোট ৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হল রাজ্যে।
West Bengal News LIVE Updates: কোচবিহারের পর জলপাইগুড়ি, তৃণমূলের নবজোয়ারে ফের বিশৃঙ্খলা
কোচবিহারের পর জলপাইগুড়ি, তৃণমূলের নবজোয়ারে ফের বিশৃঙ্খলা। জলপাইগুড়ির রাজগঞ্জে তৃণমূলের নবজোয়ারে ব্যালট নিয়ে কাড়াকাড়ি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল ছাড়তেই চূড়ান্ত বিশৃঙ্খলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল ছাড়তেই ব্যালট নিয়ে কাড়াকাড়ি