West Bengal News Live : 'প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে গ্রেফতার করুন', কড়া অভিষেক
জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর একনজরে ।
LIVE
Background
- ট্রেন দুর্ঘটনায় CBI-সুপারিশ : বালেশ্বরের রেল দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করল রেলমন্ত্রক।
- 'কবচ'-তত্ত্ব-তরজা বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কবচ তত্ত্ব খারিজ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি, ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম বদলানোর ফলেই দুর্ঘটনা ঘটেছে। যাঁরা এর জন্য দায়ী তাঁদের চিহ্নিত করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে কীভাবে খারিজ করা হচ্ছে 'কবচ'-তত্ত্ব? প্রশ্ন তৃণমূলের।
- দুর্ঘটনাগ্রস্তদের সাহায্য রাজ্যের : বালেশ্বর বিপর্যয়ে বাংলায় মৃত্যুমিছিল। অনেকের দেহ এখনও শনাক্ত করা যায়নি। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা। গুরুতর আহতদের ১ লক্ষ ও অল্প আহতদের ২৫ হাজার টাকা সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। যাঁরা ট্রমায় রয়েছেন তাঁদের ১০ হাজার টাকা সাহায্য ঘোষণা।
- অডিও ক্লিপ-বিতর্ক : দুর্ঘটনার কারণ নিয়ে দুই রেল কর্তার ফোনে কথোপকথনের রেকর্ড বলে দাবি করে অডিও ক্লিপ পোস্ট করেন কুণাল ঘোষ। রেলের আধিকারিকদের ফোন ট্যাপ করে রেকর্ড করা হচ্ছে, তদন্তের আওতায় রাখা উচিত। কুণালের অডিও ক্লিপ ট্যুইট নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর। বিজেপির কাছে পেগাসাস, সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- পদত্যাগ-দাবি বিজেপিরই : মেরুদণ্ডহীন চেলাদের মন্ত্রী করায় বিখ্যাত প্রধানমন্ত্রী। পদত্যাগ করা উচিত রেলমন্ত্রীর। ট্যুইট করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। পদত্যাগ সমাধান নয়, পাল্টা সুকান্ত মজুমদার।
- 'আত্মপ্রচারেই মগ্ন মোদি' : আত্মপ্রচারেই মগ্ন মোদি, নিজস্বতা হারিয়েছেন রেলমন্ত্রী। দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর আক্রমণ করলেন অধীর চৌধুরী। কংগ্রেস আমলে কতগুলি দুর্ঘটনা ? পাল্টা সুকান্ত মজুমদার।
- সুপ্রিম কোর্টে দুর্ঘটনা-মামলা : বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষজ্ঞদের নিয়ে কমিশন গঠন করে তদন্তের দাবি-তে জনস্বার্থ মামলা দায়ের সুপ্রিম কোর্টে। মামলার আবেদনে ‘কবচ’ ব্যবহারের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশিকাও চাওয়া হয়েছে।
- অন্তর্ঘাত-তরজা : বালেশ্বরে কীভাবে ঘটল এত বড় রেল দুর্ঘটনা? নেপথ্যে ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করলেন সুকান্ত মজুমদার। দায় ঝেড়ে ফেলতে অন্তর্ঘাতের কথা। পাল্টা শান্তনু সেন।
- বুধে যাত্রা স্বাভাবিক? বুধবার সকালের মধ্য়েই দুর্ঘটনাগ্রস্ত রেলপথে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে, জানালেন রেলমন্ত্রী। ধ্বংসাবশেষ সরিয়ে, বহু জায়গায় নতুন করে পাতা হয়েছে লাইন। আজ হতে পারে ট্রায়াল রান। তার আগে রবিবার, ওভারহেড ইক্যুইপমেন্ট ইন্সপেকশন কার চালিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
- উদ্বোধনের আগেই ভাঙল ব্রিজ: উদ্বোধনের আগেই ভেঙে পড়ল ব্রিজ। বিহারের ভাগলপুরে বিপর্যয়। সুলতানগঞ্জে নদীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ কেবল ব্রিজ। এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
WB News Live :সাধারণের ব্যবহারের শৌচাগারে রাখা ছিল বোমা। আর সেই বোমা ফেটেই মৃত্যু হল ১১ বছরের বালকের।এবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় বোমার বলি হল শৈশব
সাধারণের ব্যবহারের শৌচাগারে রাখা ছিল বোমা। আর সেই বোমা ফেটেই মৃত্যু হল ১১ বছরের বালকের।এবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় বোমার বলি হল শৈশব। বোমা মজুতের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, মুর্শিদাবাদের সামশেরগঞ্জে উদ্ধার হল ২ ব্যাগ ভর্তি বোমা।
West Bengal News Live :বালেশ্বর রেল দুর্ঘটনার জেরে বাতিল দক্ষিণ ভারতগামী বহু ট্রেন
বালেশ্বর রেল দুর্ঘটনার জেরে বাতিল দক্ষিণ ভারতগামী বহু ট্রেন। আর এর মধ্যেই লাফিয়ে বাড়ছে আকাশপথে যাতায়াতের ভাড়া। হয়রানি বাড়ছে সাধারণ মানুষের।
WB News Live :খেজুরিতে কফিনবন্দি হয়ে ফিরল ৬ জনের মৃতদেহ
মাথার ওপরের ছাদটা পাকা করতে চেয়েছিলেন। প্রয়োজন ছিল টাকার। তাই কাজের সন্ধানে প্রিয়জনদের ছেড়ে ভিনরাজ্যে পাড়ি দেন। কিন্তু ইচ্ছেপূরণ হল না। বাড়ি ফিরলেন কফিনবন্দি হয়ে। ভয়ঙ্কর দুর্ঘটনা ৬ বছরের সন্তানের কাছ থেকে কেড়ে নিল তার বাবাকে। অন্য়দিকে, খেজুরিতে কফিনবন্দি হয়ে ফিরল ৬ জনের মৃতদেহ।
West Bengal News Live :'প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে গ্রেফতার করুন', কড়া অভিষেক
'প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, আমার দ্বিগুণ বয়স, রাজনৈতিকভাবে লড়াই করে পারছেন না। প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে গ্রেফতার করুন', কড়া অভিষেক।
WB News Live :'ওদের দোষ কি, ওরা আমার সন্তান?', স্ত্রীকে বিমানবন্দরে আটকানোর পর প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
'ওদের দোষ কি, ওরা আমার সন্তান?', স্ত্রীকে বিমানবন্দরে আটকানোর পর প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের