West Bengal News Live: কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতির তদন্তে সিবিআই, জামিন পেয়েই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযুক্ত
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন দিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট
LIVE
Background
ওড়িশার কালাহান্ডির লজ্জা এবার জলপাইগুড়িতে (Jalpaiguri)। হাসপাতালের সামনেই অ্যামবুল্যান্সের সারি, টাকা দিতে না পারায় কাঁধে মায়ের দেহ নিয়েই হাঁটল ছেলে!
আছে সরকারি প্রকল্প। তাও ফেরাল হাসপাতাল। জলপাইগুড়িতে মায়ের দেহ নিয়েই হাঁটল ছেলে! বিতর্কের মুখে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস সুপারের।
দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া শিলিগুড়িতে (Siliguri)। স্ত্রীকে খুন করে দেহ টুকরো টুকরো খালে ফেলে নিখোঁজ ডায়েরি করল স্বামী। জেরায় অপরাধ কবুল, দাবি পুলিশের।
আবাস-দুর্নীতির (Awas Yojana Scam) শিকড় খুঁজতে এসে ভগবানপুরে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় দল। ১০০ দিনের টাকা বকেয়া থাকার অভিযোগ। চুরিতে বাধা, তাই আপত্তি, খোঁচা শুভেন্দুর।
আবাস-তদন্তে মালদা-পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) কেন্দ্রীয় দল। নেপথ্যে রাজনীতি, বাড়ি নিয়েছে বিজেপি নেতারাও, আক্রমণে মমতা। চুরি ধরা পড়ার ভয়, খোঁচা বিজেপির।
গরুপাচারের তদন্তে সিউড়ির সমবায় ব্যাঙ্কে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি। বেনামি সন্দেহে ১৭৭টি অ্যাকাউন্ট, কোটি কোটি টাকার হদিশ। সমবায় ব্যাঙ্কে একের পর এক বেনামি অ্যাকাউন্ট খুলে কি গরুপাচারের কালো টাকা সাদা? অ্যাকাউন্টের সঙ্গে খাদ্য দফতরের কী যোগ? তদন্তে সিবিআই।
গরুপাচার মামলায় (Cow Smuggling Case) ফের জেল। হাইকোর্টে (High Court) ধাক্কা খাওয়ার পরে জামিনের আবেদনই করলেন না অনুব্রত। আসানসোল কোর্টে উধাও অনুগামীদের ভিড়।
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ, সুবীরেশ, কল্যাণময়-সহ ৭জনের ফের জেল। কোন এজেন্ট মারফত অযোগ্যদের চাকরি? প্রকাশ্যে আনতে বলল হাইকোর্ট।
নম্বর-বিভ্রাটে চাকরি চেয়ে অনামিকার মামলা। অঙ্কিতার কাছ থেকে পাওয়া প্রায় ১৬ লক্ষ টাকা এফডি করতে ববিতাকে নির্দেশ হাইকোর্টের। সোমবার শুনানি।
চাকরির বৈধতা প্রমাণে ব্যর্থ। প্রাথমিকে আরও ৫৯ শিক্ষকের চাকরি বাতিল, বেতন বন্ধের নির্দেশ বহাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
চাকরিপ্রার্থীকে রহস্যজনক ফোন সম্ভবত নদিয়ার প্রাথমিক সংসদের চেয়ারম্যানের। কোর্টে দাবি সিবিআইয়ের (CBI)। জিজ্ঞাসাবাদের নির্দেশ বিচারপতির। ইতিমধ্যেই অপসারিত, জানাল রাজ্য।
আরও বাড়ল ডিএলএডে (DLed) ভর্তি প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ। এনসিটিই-র গাইডলাইন অমান্য করে কীভাবে ভর্তি, পিছনের দরজা দিয়ে ভর্তি নিচ্ছেন? পর্ষদকে ভর্তসনা, বিচারপতির।
প্রকাশিত হল ২০২৩-র চূড়ান্ত ভোটার তালিকা। বাংলায় নতুন ভোটার সাড়ে ১৩ লক্ষ। ১৮ থেকে ১৯ বছরের ভোটার ২ শতাংশেরও বেশি। ৪লক্ষের নাম বাদ।
West Bengal News Live: ফাঁসিদেওয়ায় ক্যানাল থেকে উদ্ধার নিহত রেণুকা খাতুনের দু'টুকরো দেহ
শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় ক্যানাল থেকে উদ্ধার হল নিহত রেণুকা খাতুনের দু'টুকরো দেহ। বস্তাবন্দি মুণ্ডহীন দেহ ভেসে উঠতেই তা উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ফুলবাড়ি তিস্তা ক্যানাল থেকে উদ্ধার হয় রেণুকার কাটা মাথা।
WB News Live: কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতির তদন্তে সিবিআই, জামিন পেয়েই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযুক্ত
কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতির তদন্তে সিবিআই, জামিন পেয়েই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযুক্ত। হাইকোর্টে জামিন পেয়েই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক কাঁথি পুরসভার ঠিকাদার। গ্রেফতারের পরে শুভেন্দুর বিরুদ্ধে বয়ান দিতে হুমকি দেওয়ার অভিযোগ। শুভেন্দুর টাকা কোথায়? শুভেন্দুর নামে বাজে কথা বলতে চাপ তৈরির অভিযোগ। কাঁথি শ্মশান দুর্নীতিতে গ্রেফতারের পরে জামিন পেয়েই বিস্ফোরক পুরসভার ঠিকাদার।
টেবিলে রিভলভার রেখে শুভেন্দুর বিরুদ্ধে বয়ান দিতে হুমকি দেওয়ার অভিযোগ। কিছু না বললে পুলিশের বিরুদ্ধে পরপর মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকির অভিযোগ। এরকম কিছু ঘটেনি, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি কাঁথির এসডিপিওর। কাঁথি কোর্টে এফআইআর দায়ের করেছে সিবিআই, দাবি ঠিকাদারের আইনজীবীর।
West Bengal News Live: শোভন-রত্না বিবাহ বিচ্ছেদ মামলায় সাক্ষ্যদান করলেন বৈশাখী
শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলায় সাক্ষ্যদান করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ করেছেন তিনি। সূত্রের খবর, বৈশাখী আদালতে দাবি করেন, শোভনের চরিত্র হননের চেষ্টা করেছিলেন রত্না। এই ইস্যুতে পাল্টা সুর চড়িয়েছেন তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়।
WB News Live: মেঘালয়ে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল
মেঘালয়ে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। বিধানসভার ৬০টি আসনের মধ্যে ৫২টিতে প্রার্থীদের নাম জানানো হল আজ। তাঁদের মধ্যে রয়েছেন ৮ জন বিধায়ক। খুব শীঘ্রই বাকি ৮টি আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মুকুল সাংমা। গত ডিসেম্বরে মেঘালয় সফরে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসেও ফের মেঘালয়ে যাওয়ার কথা রয়েছে তৃণমূল নেত্রীর। তুরায় একটি জনসভা করার কথা রয়েছে তাঁর।
West Bengal News Live: 'আঠেরোর পঞ্চায়েত ভোটে বিরোধীশূন্য করতে বলেছিলেন শুভেন্দুই', দায় ঠেললেন তৃণমূল বিধায়ক
'আঠেরোর পঞ্চায়েত ভোটে বিরোধীশূন্য করতে বলেছিলেন শুভেন্দুই'। ভোট লুঠের অভিযোগ কার্যত মেনে শুভেন্দুর ঘাড়েই দায় ঠেললেন তৃণমূল বিধায়ক। 'মনোনয়ন দিতে দেওয়া হয়নি, ভোট লুঠ, এজেন্টও বসতে দেওয়া হয়নি'। পাঁচলার সভা থেকে গতকাল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু। বিরোধীশূন্য ভোট নিয়ে শুভেন্দুকে পাল্টা আক্রমণে পাঁচলার তৃণমূল বিধায়ক। 'আগে শুভেন্দু যা বলেছিলেন, তাই করেছি, এখন অভিষেক বলছেন ভোট করতে দিতে হবে'। 'এখন আমরা ভোট করতে দেব, প্রার্থী দিতে দেব, সংগঠনের জোরেই ভোটে লড়ব'।
কীভাবে বিরোধীশূ্ন্য করতে বলেছিলেন শুভেন্দু, বুঝে নিন, ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল বিধায়ক গুলশন মল্লিকের।