West Bengal News Live : মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা, নবান্ন সভাঘরের সামনে থেকে আটক ১
WB News Live : রাজ্যের প্রতি প্রান্তের খবরের আপডেট দেখুন এখানে।
LIVE
Background
কলকাতা : আজ প্রয়াত হয়েছেন সত্যজিৎ রায়ের পথের পাঁচালির 'দুর্গা', উমা দাশগুপ্ত। সোমবার সকাল আটটা চল্লিশ নাগাদ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৫ বছর। সপ্তাহখানের ধরে অসুস্থ ছিলেন তিনি। ছোটবেলা থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। স্কুলে পড়ার সময় তাঁর অভিনয় দেখেই সত্যজিৎ রায় তাঁকে। বেছে নিয়েছিলেন পথের পাঁচালির দুর্গার চরিত্রটির জন্য। প্রথম ছবিতে অভিনয় করেই বাংলা সিনেমার ইতিহাসে জায়গা করে নেন তিনি। তবে সিনে-দুনিয়ার লাইম লাইট থেকে দূরে থাকতেই পছন্দ করতেন উমা দাশগুপ্ত।
শাসনের খড়িবাড়ি এলাকায় ভাড়া বাড়ি থেকে উদ্ধার ২২ বছরের তরুণের ঝুলন্ত দেহ। পিটিয়ে মারার অভিযোগ উঠল লিভ-ইন সঙ্গীর বিরুদ্ধে। দেহ উদ্ধারের পর গতকাল সন্ধেয় রণক্ষেত্রের চেহারা নেয় শাসনের খড়িবাড়ি মোড় এলাকা। পথ অবরোধ তুলতে গেলে স্থানীয়দের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। বিক্ষোভকারীদের একাংশ পুলিশ ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ লাঠিচার্জ করে পাল্টা পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ৫-৬ জন পুলিশ কর্মী জখম হন, শাসন থানার IC-কেও মারধর করা হয়। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে শাসন থানার পুলিশ।
৫ মাসের মধ্যে ফের কসবার অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ড। বেলা পৌনে ১১টা নাগাদ মলের চারতলায় ফুড কোর্টের একটি কাউন্টার থেকে আগুন ছড়ায়। আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে বেরোনোর চেষ্টা করেন ফুড কোর্টের কর্মীরা। মলের অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়েই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়। মলের একদিক বন্ধ করে দেওয়া হয়েছে
কলকাতার মেয়র পুলিশের ওপর ক্ষোভ উগরে দেওয়ার পর, শহরজুড়ে কলকাতা পুলিশের নাকা তল্লাশি। গার্ডেনরিচ উড়ালপুলের কাছে বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর জখম পুলিশ অফিসার। পশ্চিম বন্দর থানার সাব ইন্সপেক্টর রাজেশ মোদকের কানে আঘাত লাগে। তাঁকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। অভিযুক্ত বাইক চালক অর্জুন সিং-কে গ্রেফতার করেছে পশ্চিম বন্দর থানার পুলিশ
কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার নেপথ্যে কি রয়েছে জমি-বিবাদ? প্রশ্নটা উঠছে কারণ, গ্রেফতার হওয়ার পর মূল চক্রী আফরোজ খান ওরফে গুলজারের মুখে উঠে এসেছে ২ হাজার বর্গফুটের জমি দখলের কথা। কসবার ১০৮ নম্বর ওয়ার্ডের, গুলশন কলোনির ২ হাজার স্কোয়ারফিটের গুদামঘর ঘিরেই বিবাদের সূত্রপাত বলে অভিযোগ। লালবাজার সূত্রে খবর, বিহারের জামুইয়ে আসল বাড়ি গুলজারের। এক সময় কাজ করত দুবাইয়ে। সেখানে থেকে আয় করা টাকা দিয়ে ২০১১-১২ সালে কসবায় গোডাউন কেনে সে। অভিযোগ, সুশান্তর অনুগামীরা সেটি দখল করে নেয়। বার বার চেয়েও ফেরত না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে গুলজার। তারপরই হামলার ছক। ধরা পড়ার পর গুলজার যে জমির কথা বলেছিল, সেটি আসলে গোডাউন।
West Bengal News Live : পুরসভার অস্থায়ী কর্মীদের একাংশ বেতন না পাওয়ায় অন্ধকারে ডুবল চুঁচুড়া
পুরসভার অস্থায়ী কর্মীদের একাংশ বেতন না পাওয়ায় অন্ধকারে ডুবল চুঁচুড়া। রাস্তায় আলো জ্বালানোর দায়িত্বে থাকা অস্থায়ী কর্মীরা আলো না জ্বালানোয় অন্ধকারে চুঁচুড়া শহর। বেতনের দাবিতে চুঁচুড়া পুরসভার চেয়ারম্যানকে ঘেরাও। কাল ১ মাসের বেতন দেওয়া হবে আশ্বাস পুরসভার তরফে। বেতন না পাওয়া পর্যন্ত রাতে আলো জ্বালানোর কাজ বন্ধ থাকবে, হুঁশিয়ারি চুঁচুড়া পুরসভার তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের। আয় বাড়াতে না পারলে বেতন সমস্যা মিটবে না, দাবি পুরসভার। জরুরি পরিষেবা চালু রাখা প্রয়োজন, পুরসভার এই অবস্থার কথা তৃণমূল নেতৃত্বে জানেন, নিশ্চয়ই ব্যবস্থা নেবেন, প্রতিক্রিয়া চুঁচুড়ার তৃণমূল বিধায়কের।
WB News Live Updates: ট্যাব কেলেঙ্কারিতে শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকা থেকে গ্রেফতার ৩
ট্যাব কেলেঙ্কারিতে শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকা থেকে গ্রেফতার ৩। ৩ জনকে গ্রেফতার করল কলকাতা গোয়েন্দা পুলিশ। ধৃতরা উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা। ধৃতদের মধ্যে একজন প্রাথমিক স্কুলের শিক্ষক। ট্যাব কেলেঙ্কারিতে বিধাননগর থেকে ঝাড়গ্রাম পুলিশের হাতে গ্রেফতার আরও ১। এর আগে ট্যাব প্রতারণাকাণ্ডে দিনহাটা থেকে গ্রেফতার হন সিতাইয়ের এক প্রাথমিক স্কুলের শিক্ষক। পূর্ব বর্ধমানে ট্যাব কেলেঙ্কারিতে মালদার বৈষ্ণবনগর থেকে এক চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকও এর আগে গ্রেফতার হন।
West Bengal News Live : মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা, নবান্ন সভাঘরের সামনে থেকে আটক ১
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা, নবান্ন সভাঘরের সামনে থেকে আটক ১। নবান্ন সভাঘরে বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর। বিকেলে নবান্নের চারপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় বাঁকড়ার বাসিন্দা শেখ সমীরুলকে, পুলিশ সূত্রে খবর। কী কারণে ঘোরাফেরা করছেন, সদুত্তর না পাওয়ায় আটক, পুলিশ সূত্রে খবর। লকডাউনের পর ব্যবসায় মন্দা চলছিল কাপড়ের ব্যবসায়ী শেখ সমীরুলের, পুলিশ সূত্রে খবর। ডিপ্রেশনে ভুগছিলেন, চলছে জিজ্ঞাসাবাদ, দাবি পুলিশের।
WB News Live Updates: মথুরাপুরে আবাস-দুর্নীতির অভিযোগে শাসক নেতাদের বিরুদ্ধে অভিযোগ খোদ বিডিও-র
মথুরাপুরে আবাস-দুর্নীতির অভিযোগে শাসক নেতাদের বিরুদ্ধে অভিযোগ খোদ বিডিও-র। আবাসের টাকা আত্মসাতের অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে FIR। মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও-র অভিযোগের ভিত্তিতে FIR। তালিকায় নাম তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী, শ্বশুর ও বুথ সভাপতির। ২০১৯-২৩: মথুরাপুরের নগেন্দ্রপুর পঞ্চায়েতে আবাসে ব্যাপক দুর্নীতির অভিযোগ। দোষীদের শাস্তির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি কর্মী দীপু বর। মামলার প্রেক্ষিতে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। তদন্তে ২৭ জনের বিরুদ্ধে আবাসের টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়। ২৭ জনকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে ফেরতের নির্দেশ দেয় প্রশাসন। কিন্তু ১ বছর পরেও ৩০ লক্ষের মধ্যে মাত্র সাড়ে ৩ লক্ষ টাকা ফেরত দেন অভিযুক্তরা। তারপরই ২৫ জনের বিরুদ্ধে সরকারি টাকা তছরুপের অভিযোগ করেন বিডিও। দল কাউকে আড়াল করবে না, সরকারি কর্মীদের ভূমিকাও খতিয়ে দেখতে হবে। প্রতিক্রিয়া রায়দিঘির তৃণমূল বিধায়কের।
West Bengal News Live : ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক সাউ খুনে মূল অভিযুক্ত সুজল প্রসাদ গ্রেফতার
ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক সাউ খুনে মূল অভিযুক্ত সুজল প্রসাদ গ্রেফতার। বিহার থেকে সুজল প্রসাদ ও সানি নামে দুই অভিযুক্ত পাকড়াও। গ্রেফতার করল ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। তৃণমূল নেতা অশোক সাউ খুনে ধৃতের সংখ্যা বেড়ে ৪। অশোক খুনে উঠে আসে ২০২০ সালে নিহত আকাশ প্রসাদের ছোট ভাই সুজলের নাম। খুনের মূল অভিযুক্ত সুজল, অভিযোগ করে অশোক সাউয়ের পরিবার।