West Bengal News Live: সন্দেশখালিকাণ্ডে জিয়াউদ্দিন মোল্লা গ্রেফতার
West Bengal News Updates : জেলা থেকে জেলা, সব খবর সবার আগে।

Background
আজ সিপিএমের সন্দেশখালি অভিযান। সন্দেশখালিতে মিছিল ও সভা করবে তারা। তৃণমূলের ব্রিগেডের পাল্টা গতকালও পথে নামে সিপিএম। কৃষ্ণনগরে সভা করেন মীনাক্ষী মুখোপাধ্য়ায়। উলুবেড়িয়ায় বিমান বসু ও ভগবানগোলায় মহম্মদ সেলিম সভা করেন। রামপুরহাটে সভা করেন সুজন চক্রবর্তী।
গতকাল, রবিবারই ব্রিগেডে ৪২ আসনেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। ঘাসফুলের প্রার্থী তালিকায় চমকের পর চমক। বহরমপুরে অধীর চৌধুরীর গড়ে প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করা থেকে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী হিসেবে কীর্তি আজাদকে বেছে নেওয়া । হুগলিতে প্রার্থী হলেন রচনা বন্দ্য়োপাধ্য়ায়। মালদা উত্তরে প্রার্থী করা হল প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্য়োপাধ্য়ায়কে।
অন্যদিকে, ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার পাল্টা সন্দেশখালিতে সভা করল বিজেপি। হাইকোর্টের অনুমতিতে রবিবার ন্য়াজাটে সভা করেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। ব্রিগেড সমাবেশ থেকে ভোটে বিজেপিকে ধরাশায়ী করার হুঙ্কার দেন অভিষেক। পাল্টা ন্য়াজাটের সভা থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দেন শুভেন্দু। তৃণমূল সরকারকে উৎখাতের মধ্য়ে দিয়ে ছাব্বিশে লড়াই শেষ হবে বলে মন্তব্য় করেন সুকান্ত মজুমদার।
WB News Live: লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হতেই জেলায় জেলায় শুরু হল প্রচার
লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হতেই জেলায় জেলায় শুরু হল প্রচার। নিজের লোকসভা কেন্দ্রে বাইক র্যালি করলেন সুকান্ত মজুমদার। মথুরাপুরে কপিল মুনির আশ্রমে পুজো দিলেন তৃণমূল প্রার্থী বাপি হালদার। অন্য়দিকে মেদিনীপুরে জুন মালিয়ার নামে শুরু হল দেওয়াল লিখন।
WB News Live Updates: সন্দেশখালিকাণ্ডে শাহজাহানের পর ডানহাত গ্রেফতার
সন্দেশখালিকাণ্ডে শাহজাহানের পর ডানহাত গ্রেফতার। তৃণমূলের পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন-সহ ৩জন জালে। দফায় দফায় জেরার পরে গ্রেফতার করল সিবিআই।





















