West Bengal News LIVE Updates: শারীরিক অবস্থার অবনতির জের, অনিকেত মাহাতোকে নিয়ে যাওয়া হল আরজি কর হাসপাতালে
RG Kar News LIVE Updates: ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা।
LIVE
Background
শারীরিক অবস্থার অবনতির জের, অনশন মঞ্চ থেকে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোকে নিয়ে যাওয়া হল আরজি কর হাসাপাতালে।
ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপে গিয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়ার জন্য সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। এই নির্দেশের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "আসলে মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস স্লোগানটি শুনতে চান না। তার জন্য জেলে যেতে হয়েছে প্রতিবাদকারীদের।"
অনশনের পঞ্চম দিনে স্বাস্থ্যের অবনতি অনশনকারী চিকিৎসদের। ঘটনাস্থলে স্বাস্থ্য দফতরের চার সদস্যদের দল।
ধর্মীয় অনুষ্ঠানে অশান্তি ছড়ানোর অভিযোগ। ত্রিধারা সম্মিলনীর মণ্ডপে স্লোগান দেওয়ার অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলায় ৯ জনকে ১৭ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। এই নির্দেশের কথা জানাজানি হতেই আলিপুর আদালতের বাইরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি কান্নায় ভেঙে পড়েন আন্দোলনকারীরা।
বুধবার ত্রিধারা সম্মিলনীতে মণ্ডপে গিয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দেওয়ার জন্য গ্রেফতার হয়েছিলেন ৯ জন। আজ আলিপুর আদালতে তোলা হলে তাঁদের ১৭ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন আলিপুর আদালতের বিচারক।
ধর্মতলা, চাঁদনি চক ও সেন্ট্রাল অ্যাভিনিউতে একের পর এক ব্যারিকেড সরিয়ে এগিয়ে চলেছে অভয় পরিক্রমা।
পুলিশ ও কলেজ স্কোয়ার পুজো কমিটির উদ্যোক্তাদের বাধায় পুজো মণ্ডপে ঢুকতে পারলেন না অভয়া পরিক্রমায় অংশগ্রহণ কারীরা।
ধর্মতলার পর কলেজ স্কোয়ারে আন্দোলনকারীদের মিছিল রুখল পুলিশ। ব্যারিকেড করে অভয়া পরিক্রমায় বাধা। পুলিশের সঙ্গে তুমুল বচসা আন্দোলনকারীদের।
অভয়া পরিক্রমাকে কেন্দ্র করে ধুন্ধুমার ধর্মতলায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের। মিছিল থেকে ধিক্কার পুলিশকে। ধর্মতলা ও চাঁদনিকে ব্যারিকেড সরালেন আন্দোলনকারীরা।
আজও অভয়া পরিক্রমায় বাধা পুলিশের, তাকে অগ্রাহ্য করেই উত্তর কলকাতার দিয়ে এগিয়ে চলেছে আন্দোলনকারীদের মিছিল। অন্যদিকে ব্যারিকেড দিয়ে পরিক্রমা আটকানোর চেষ্টা করছে পুলিশ।
বিচার চেয়ে স্লোগান দিয়ে স্লোগান দিয়ে গ্রেফতার ৯ জন, প্রতিবাদে রাতভর ধর্না। বেন্টিঙ্ক স্ট্রিটে রাতভর ধর্নার পর আলিপুর কোর্টের সামনেও প্রতিবাদ। ধৃত ৯ জনকে তোলা হবে আদালতে। ধর্নামঞ্চ থেকে ৫ জন জুনিয়র ডাক্তার যাচ্ছেন আলিপুর কোর্টে।
রাজ্য় সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকে মিলল না কোনও রফাসূত্র। দু-ঘণ্টার বেশি সময় পর, বৈঠক থেকে বেরিয়ে, রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। জুনিয়র ডাক্তারদের কাছে অনশন তোলার আহ্বান জানালেন মুখ্যসচিব।
West Bengal News LIVE Updates: শারীরিক অবস্থার অবনতির জের, অনিকেত মাহাতোকে নিয়ে যাওয়া হল আরজি কর হাসপাতালে
শারীরিক অবস্থার অবনতির জের, অনশন মঞ্চ থেকে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোকে নিয়ে যাওয়া হল আরজি কর হাসাপাতালে।
WB News LIVE Updates: পুলিশি অসযোগিতার প্রতিবাদে নিষ্প্রদীপ করে দেওয়া হল সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ
মূল দুটি রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। এর প্রতিবাদে নিষ্প্রদীপ করে দেওয়া হল সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ।
West Bengal News LIVE Updates: "মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস শুনতে চান না" কটাক্ষ শুভেন্দুর
ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপে গিয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়ার জন্য সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। এই নির্দেশের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "আসলে মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস স্লোগানটি শুনতে চান না। তার জন্য জেলে যেতে হয়েছে প্রতিবাদকারীদের।"
WB News LIVE Updates:ধর্মতলায় অনশনকারী চিকিৎসকদের স্বাস্থ্যের অবনতি, ঘটনাস্থলে স্বাস্থ্য দফতরের চার সদস্যের দল
অনশনের পঞ্চম দিনে স্বাস্থ্যের অবনতি অনশনকারী চিকিৎসদের। ঘটনাস্থলে স্বাস্থ্য দফতরের চার সদস্যদের দল।
West Bengal News LIVE Updates: পুজোমণ্ডপে স্লোগান দিয়ে ঠাঁই হল গারদে
পুজোমণ্ডপে স্লোগান দিয়ে ঠাঁই হল গারদে। গ্রেফতার না করলেই ভালো হত বলছেন বিশিষ্ট মানুষরা। ধৃতদের বিরুদ্ধ ৩টি জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।