West Bengal News LIVE: রাজ্যে চাকরিহারা শিক্ষকের মৃত্যু ! কাল 'অর্ধনগ্ন' মিছিলের ডাক
News LIVE : রাজ্য তথা দেশের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

Background
কলকাতা: বাংলায় শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি। গরিব পরিবারের ছেলেমেয়েদের অন্ধকারে ঠেলে দিয়েছে তৃণমূল। ধ্বংস করা হয়েছে বাংলার শিক্ষাব্যবস্থা, আলিপুরদুয়ারে হুঙ্কার মোদির।কলকাতা মেট্রোর অভূতপূর্ব সম্প্রসারণ গত ১০ বছরে। উত্তর ভারতের সঙ্গে বাংলাকে জুড়তে হয়েছে ফ্রেট করিডর। NJP, নিউ আলিপুরদুয়ার স্টেশনের উন্নয়ন লক্ষ্য, ঘোষণা মোদির। পাল্টা মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে কালীঘাটে চাকরিহারারা। অ্যাপয়েন্টমেন্ট নেই বলে পুলিশের বাধা। থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ, সাক্ষাতের বদলে নেওয়া হল লিখিত বার্তা।
BJP Attacks TMC: পহেলগাঁওকাণ্ড এবং মুর্শিদাবাদের দাঙ্গাকে এক সারিতে রেখে, তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হল বিজেপি
পহেলগাঁওকাণ্ড এবং মুর্শিদাবাদের দাঙ্গাকে এক সারিতে রেখে, তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হল বিজেপি। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। পাশাপাশি, বিজেপি রাজ্য সভাপতির মুখে উঠে আসে 'অপারেশন পশ্চিমবঙ্গ'র প্রসঙ্গ। যা নিয়ে পাল্টা সরব হয়েছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
PM Modi: আলিপুরদুয়ারের জনসভা থেকে হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
'মুর্শিদাবাদ, মালদায় যা হয়েছে, তা এই সরকারের নির্মমতা প্রকাশ পেয়েছে। দাঙ্গায় মা-বোনেদের সারাজীবনের পুঁজি শেষ হয়ে গেছে। গুন্ডাদের ছেড়ে দেওয়া হয়েছে, লোকেদের ঘর বেছে বেছে পোড়ানো হয়েছে। এভাবে সরকার চলে নাকি ?' , আলিপুরদুয়ারের জনসভা থেকে হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির






















