West Bengal News Live: ১ লক্ষ ১০ হাজার টাকা পুজো অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর ! কটাক্ষ শুভেন্দুর
West Bengal News Live Updates : দেখুন রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
LIVE

Background
কলকাতা: ফের খুন তৃণমূল নেতা। হুগলির কোন্নগরে নিজের গ্যাসের অফিসের সামনে খুন পিন্টু চক্রবর্তী। তীব্র চাঞ্চল্য জেলার রাজনীতিতে। দিল্লি পুলিশের সাজানো তত্ত্বের পরেই মালদার পরিযায়ী পরিবারকে নিয়ে সাংবাদিক বৈঠকে তৃণমূল। ফুটেজে কারচুপি, অত্যাচারের অভিযোগে থানায় নালিশ। সিএএ ক্যাম্পে গিয়ে নাগরিকত্ব চাইলেই বাংলাদেশি। মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার। বনগাঁর তৃণমূল নেতার মুখে কার্যত হুঁশিয়ারি। ভয় দেখানোর চেষ্টা, পাল্টা বিজেপি।ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর হুমকির পরেই অন্যসুর ট্রাম্পের। দিল্লি-ওয়াশিংটন আলোচনা চলছে। চলতি সপ্তাহেই স্পষ্ট হবে ছবি, জানালেন আমেরিকার প্রেসিডেন্ট।আজ পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, অনুদান বেড়ে ১ লাখ? ২৫% কর, সঙ্গে জরিমানা,‘বন্ধু’ ট্রাম্পকে নিয়ে ফের অস্বস্তিতে কেন্দ্র।
West Bengal News : প্রায় এক সপ্তাহ হল কলকাতা মেডিক্য়াল কলেজে ভর্তি রয়েছেন ক্যানসার রোগে আক্রান্ত জাপানের বাসিন্দা মিসিহিহিরো কাতা
প্রায় এক সপ্তাহ হল কলকাতা মেডিক্য়াল কলেজে ভর্তি রয়েছেন ক্যানসার রোগে আক্রান্ত জাপানের বাসিন্দা মিসিহিহিরো কাতা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, একদিকে, খাদ্যাভাস, অন্যদিকে ভাষাগত সমস্যা নিয়ে ফাঁপড়ে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাধ্য হয়ে তাই সমাধান চেয়ে, স্বাস্থ্য ভবনে চিঠি লিখল কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। এখন, জাপানি রোগীর দায়িত্ব নেবে কে বা কারা? সেইদিকেই তাকিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ।
WB News: টানা বৃষ্টিতে জলমগ্ন বাদুড়িয়া, অসুস্থ রোগীকে ভেলায় চাপিয়ে হাসপাতালে নিয়ে গেলেন আত্মীয়রা
টানা বৃষ্টিতে জলমগ্ন বাদুড়িয়া, অসুস্থ রোগীকে ভেলায় চাপিয়ে হাসপাতালে নিয়ে গেলেন আত্মীয়রা। বাদুড়িয়ার চাতরা পঞ্চায়েতের মির্জাপুর, পাবিয়া, কোটালবেড়িয়া সহ বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন। জলের তলায় চাষের জমি থেকে রাস্তা, বাড়ি। অসুস্থ রোগীকে ভেলায় করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। ইছামতী, যমুনা, পদ্মা খালে পলি পড়ে কমেছে জলধারণ ক্ষমতা, দাবি চাতরা পঞ্চায়েতের প্রধানের.






















