West Bengal News Live : রতুয়ার সভা থেকে ফেরার সময় হামলা, আক্রান্ত একাধিক বিজেপি নেতা
Loksabha Election 2024 : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর।

Background
শুরু হয়ে গেল ২৪ এর ভোট-যুদ্ধ। আর প্রথম দফাতেই বঙ্গ দেখল একের পর এক অশান্তি। ভোর থেকে রাত, ভোটের পরেও অশান্তি। শীতলকুচিতে স্কুলের সামনে হল বোমাবাজি, ইভিএম লুঠের চেষ্টার অভিযোগ উঠল । গীতালদহ-তুফানগঞ্জ-শিলিগুড়িতে আক্রান্ত হল বিজেপি। অন্যদিকে বিজেপি বিধায়ককে পুলিশের গ্রেফতারির চেষ্টা ঘিরে শিলিগুড়িতে তুলকালাম বেঁধে গেল। ছাপ্পাভোটের অভিযোগ পেয়ে শিলিগুড়ির বুথে গিয়েছিলেন বিজেপি বিধায়ক। তৃণমূলের বাধা পেয়ে বসলেন বুথের বাইরেই। অন্যদিকে শীতলকুচিতেও ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে এলাকায় গেলেন বিজেপি বিধায়ক। তাড়া করে বের করল তৃণমূল। সব মিলিয়ে প্রথম দফা ভরা রইল বিক্ষিপ্ত অশান্তিতে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
West Bengal News Live : এবার অভিষেকের মুখে 'সার্জিক্যাল স্ট্রাইক' '
এবার অভিষেকের মুখে 'সার্জিক্যাল স্ট্রাইক'। 'বাংলা-বিরোধীদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করেছেন মহিলারা' । প্রথম দফায় ৩ কেন্দ্রে ভোট হতেই বিজেপিকে আক্রমণে অভিষেক।
WB News Live :ফের সিএএ, এনআরসি ইস্য়ুতে সুর চড়ালেন মমতা
মালদার নির্বাচনী প্রচার সভা থেকে ফের সিএএ, এনআরসি ইস্য়ুতে সুর চড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। নিজেকে রয়্য়াল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করে সিএএ, এনআরসি করতে দেবেন না বলে ফের হুঙ্কার দেন তিনি। পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল নেত্রীকে কটাক্ষ করেছে সিপিএমও।






















