West Bengal News Live : অবশেষে রাজ্যে শুরু হতে চলেছে এমবিবিএস ও ডেন্টালের ভর্তি-প্রক্রিয়া
WB News : ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এসে পরিবর্তনের ডাক দিয়ে নতুন স্লোগান প্রধানমন্ত্রীর।
LIVE

Background
কলকাতা : কলকাতায় এসে একই দিনে তিন তিনটে সম্প্রসারিত মেট্রো রুটের উদ্বোধন করে গেলেন নরেন্দ্র মোদি। উদ্বোধনী অনুষ্ঠানে না থেকেও, সোশাল মিডিয়া পোস্টে নস্ট্যালজিয়া তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। পোস্ট করলেন, আজ আমাকে কিছুটা নস্ট্যালজিক হতে দিন। এদিকে মেট্রো রেলের সম্প্রসারণের কৃতিত্ব নিয়ে জোর টানাপোড়েন শুরু হল রাজ্য রাজনীতিতে।
আজ জি কর-কাণ্ডের আবহে নারী সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজে রাত্রি সাথী প্রকল্প ঘোষণা করে স্বাস্থ্য দফতর। একবছর পরে প্রকল্পের কাজে কতটা অগ্রগতি হয়েছে জানতে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও অধিকর্তাদের কাছ থেকে স্টেটাস রিপোর্ট চাইলেন স্বাস্থ্য শিক্ষা দফতরের বিশেষ সচিব।
ভাষা নিয়ে কোনও বিরোধ তারা সমর্থন করে না। বরং সকলের মিলেমিশে থাকাকেই তারা সমর্থন করে। অনুপ্রবেশ ও বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ ঘিরে তৃণমূল-বিজেপি সংঘাতে রাজ্য রাজনীতির পারদ যখন চড়ছে, তার মধ্যেই সামনে এল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের এই অবস্থান। এবার বিজয়া দশমীতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ১০০ বছর পূর্ণ হচ্ছে। শতবর্ষ উদযাপন ঘিরে দেশব্যাপী কর্মসূচি নিয়েছে সঙ্ঘ পরিবার।
Kolkata News : এয়ারপোর্ট থেকে গড়িয়া মেট্রোর কাজ বন্ধ, 'রাজ্য সরকারের উদাসীনতা', BJPর বিক্ষোভ
রাজ্য সরকারের উদাসীনতা ও অসহযোগিতায় এয়ারপোর্ট থেকে গড়িয়া মেট্রোর কাজ বন্ধ রয়েছে বলে অভিযোগ। এ নিয়ে চিংড়িঘাটা মোড়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী, সমর্থকরা। বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী মেট্রোর ৩টি নতুন রুটের রূপায়ণের কৃতিত্ব নিচ্ছেন, অথচ মেট্রো রেল বিকল্প রাস্তা করে দেওয়ার পরেও রাজ্য সরকারের অসহযোগিতায় চিংড়িঘাটা মোড়ে ৩৬৬ মিটার অংশে মেট্রো সম্প্রসারণের কাজ থমকে রয়েছে। এর প্রতিবাদে এদিন চিংড়িঘাটা মোড়ে বিক্ষোভ দেখানো হয়।
WB News : মদ্যপানের প্রতিবাদ করায় মারধরে রক্তাক্ত আঁকার শিক্ষক
বেলঘরিয়ার নন্দননগরে মদ্যপানের প্রতিবাদ করায় মারধরে রক্তাক্ত আঁকার শিক্ষক। আজ ভোরে কামারহাটি পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের নন্দননগরে এই ঘটনা ঘটে। CC ক্যামেরাবন্দি গোটা ঘটনা। আঁকার শিক্ষক নিরুপম পাল বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন।অভিযোগ, বেলঘরিয়ার নন্দননগর নেতাজি পল্লি A ব্লকে ঝিল পাড়ে বসে মদ খাচ্ছিলেন ৫ যুবক ও এক যুবতী। পাড়ার মধ্যে এভাবে রাস্তায় বসে মদ খাওয়ার প্রতিবাদ করেন ওই শিক্ষক। তখন মত্ত যুবকরা শিক্ষককে মারধর করেন। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা অধরা।






















