Kunal Ghosh: শীতকালে স্কিনে সমস্যা হচ্ছে, একটু ভেসলিন মাখুন শুভেন্দু: কুণাল ঘোষ
West Bengal News: শুভেন্দু অধিকারী পোস্টে উল্লেখ করেছেন, রাজীব কুমারের কাজ যাতে কোনওভাবে বিঘ্ন না হয় তাই অবৈধ পোস্টিং দেওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তীকে। এই ইস্যুতে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ
কলকাতা: নতুন স্বরাষ্ট্র সচিবের পোস্টিং অবৈধ বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার এই ইস্যুতে কটাক্ষ ছুঁড়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কুণালের (Kunal Ghosh) 'পরামর্শ' ভেসলিন মাখুন শুভেন্দু।
কী বললেন কুণাল ঘোষ?
শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্টে উল্লেখ করেছেন, অবৈধভাবে রাজ্যের ডিজিপি হয়েছেন রাজীব কুমার। আর তাঁর কাজ যাতে কোনওভাবে বিঘ্ন না হয় তাই অবৈধ পোস্টিং দেওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তীকে। এই নিয়োগ সম্পূর্ণ অবৈধ বলেও উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। আর এই ইস্যুতে পাল্টা তোপ দাগলেন কুণাল ঘোষ। তিনি বলেন, "ওঁর গা জ্বলছে। শীতকাল স্কিনে সমস্যা হচ্ছে। একটু ভেসলিন মাখুন শুভেন্দু। কে ডিজি হয়েছে, কে স্বরাষ্ট্রসচিব হয়েছে। তাও ওঁর সহ্য হচ্ছে না। শীতকালে কারও কারও ত্বকে সমস্যা হয়। ভেসলিন বা সাবান যদি মাখে, ঠিক হয়ে যাবে। স্নান করলে, সাবান মাখলে ঠিক হবে।''
To ensure that the illegally appointed acting DGP of WB; Rajeev Kumar is allowed a free run, the WB Govt has now illegally posted a junior IAS officer; Nandini Chakravorty, as Principal Secretary; Home Department superseding 13 Additional Chief Secretaries and another 5 Principal… pic.twitter.com/oGwGn1Y1EF
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 2, 2024
রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হয়েছেন নন্দিনী চক্রবর্তী। ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার নন্দিনী। বাম আমলেও রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। এই নিয়োগের কয়েকদিন আগেই রাজ্যের ডিজিপি করা হয়েছে রাজীব কুমারকে। সারদা মামলায় নাম জড়ানোর পর তাঁর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শহরের রাস্তায় ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যা নিয়ে এবার বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। পোস্টে লিখেছেন, 'অবৈধভাবে রাজ্যের ডিজিপি হয়েছেন রাজীব কুমার। রাজীব কুমার যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন সেজন্য আরও একটি অবৈধ পোস্টিং দেওয়া হল। অবৈধভাবে জুনিয়র আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তীকে স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে দায়িত্ব দেওয়া হল। তাঁর থেকে সিনিয়র ১৩ জন অতিরিক্ত মুখ্যসচিব এবং আরও ৫ জন প্রিন্সিপাল সেক্রেটারিকে ডিঙিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তীকে। ২০১৭ সালে আইএএস অফিসারদের পদ সম্পর্কিত বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে স্বরাষ্ট্র সচিবকে পদমর্যাদায় অতিরিক্ত মুখ্য সচিব হতেই হবে। এর অর্থই হল নন্দিনী চক্রবর্তীর নিয়োগ সম্পূর্ণ অবৈধ।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Recruitment Scam: প্রাথমিকে নিয়োগে দুর্নীতি মামলায় মুখবন্ধ খামে CBI-এর রিপোর্ট পেশ