SIR West Bengal: মমতা বন্দোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বাদ পড়তে পারে প্রায় ৪৪ হাজার ভোটারের নাম! শুভেন্দুর নন্দীগ্রামে কত বাদ?
খসড়া ভোটার তালিকা প্রকাশের চারদিন আগে রাজ্যের দু'টো হেভিওয়েট বিধানসভা কেন্দ্র নিয়ে সামনে এসেছে চমকে দেওয়ার মতো পরিসংখ্যান!

কলকাতা: এ রাজ্যে দেড় কোটির বেশি ভোটারের দেওয়া তথ্যে ধরা পড়েছে অসঙ্গতি! এনুমারেশন ফর্ম ফিল আপ পর্ব শেষের ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশন সূত্রে সামনে এল এমনই তথ্য। নির্বাচন কমিশন সূত্রে খবর, মমতা বন্দোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বাদ পড়তে পারে প্রায় ৪৪ হাজার ভোটারের নাম! শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে প্রায় সাড়ে দশ হাজার নাম বাদ পড়তে পারে।
বৃহস্পতিবার এনুমারেশন ফর্ম ফিলআপের পর্ব শেষ হয়েছে। এখন সাধারণ মানুষের মুখে মুখে প্রশ্ন ঘুরছে SIR-এর 'ছাঁকনি'তে কত ভুয়ো ভোটার ধরা পড়বে? কত নাম বাদ পড়তে চলেছে? কত ভোটারের ফর্মে অসঙ্গতি ধরা পড়ল? কত ভোটার শুনানিতে ডাক পেতে চলেছেন? এই আবহে এনুমারেশন ফর্ম ফিলআপের ২৪ ঘণ্টার মধ্য়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য।
নির্বাচন কমিশন সূত্রে খবর, ১ কোটি ৬৭ লক্ষ ৪৫ হাজার ৯১১ জন ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি ধরা পড়েছে,এই ভোটারদের তথ্য যাচাই করা হবে। BLO-রা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। তারপরও সন্দেহ থাকলে শুনানির জন্য ডেকে পাঠানো হবে।
কেমন অসঙ্গতি ধরা পড়েছে এনুমারেশন ফর্মে? তা নিয়েও চোখ কপালে তোলার মতো তথ্য সামনে এসেছে! নির্বাচন কমিশন সূত্রে খবর, ৮৫ লক্ষ ভোটারের বাবার নামে গলদ রয়েছে। সাড়ে ১৩ লক্ষ ভোটারের মা-বাবা হিসেবে একই নাম এসেছে। এখানেই শেষ নয়! নির্বাচন কমিশন সূত্রে খবর, এনুমারেশন ফর্মে দেওয়া তথ্য অনুযায়ী, ১১ লক্ষ ৯৫ হাজার ২৩০ জন বাবা হয়েছেন ১৫ বছরের কম বয়সে। ৩ লক্ষ ২৯ হাজার ১৫২ জন ভোটার তো আবার ঠাকুর্দা হয়ে গেছেন ৪০ বছরের কম বয়সে। ২৪ লক্ষ ২১ হাজার ১৩৩ জনের ক্ষেত্রে দেখা গেছে, এক ব্যক্তির ৬ জন করে ছেলে-মেয়ে।
খসড়া ভোটার তালিকা প্রকাশের চারদিন আগে রাজ্যের দু'টো হেভিওয়েট বিধানসভা কেন্দ্র নিয়ে সামনে এসেছে চমকে দেওয়ার মতো পরিসংখ্যান! নির্বাচন কমিশন সূত্রে খবর, মমতা বন্দোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বাদ পড়তে পারে ৪৪ হাজার ৭৮৫ জন ভোটারের নাম।
শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে ১০ হাজার ৫৯৯ জনের নাম বাদ পড়তে পারে। পাশাপাশি আরও একগুচ্ছ হেভিওয়েট কেন্দ্র নিয়েও নির্বাচন কমিশন সূত্রে চোখ কপালে তোলার মতো পরিসংখ্যান সামনে এসেছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, নয়না বন্দোপাধ্যায়ের কেন্দ্র চৌরঙ্গিতে বাদ পড়তে পারে ৭৪ হাজার ৫৫৩ জনের নাম। বিবেক গুপ্তর কেন্দ্র জোড়াসাঁকোয় ৭২ হাজার ৯০০ জনের নাম বাদ যেতে পারে। বাবুল সুপ্রিয়র কেন্দ্র বালিগঞ্জে বাদ পড়তে পারে ৬৫ হাজার ১৭০ জনের নাম। ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দরে বাদ যেতে পারে ৬৩ হাজার ৭৩০ জনের নাম। জাভেদ খানের কেন্দ্র কসবায় বাদ পড়তে পারে ৫৮ হাজার ২২৭ জনের নাম।অতীন ঘোষের কেন্দ্র কাশীপুর বেলগাছিয়ায় বাদ পড়তে পারে ৫৩ হাজার ৩৬০ জনের নাম । রত্না চট্টোপাধ্যায়ের কেন্দ্র বেহালা পূর্বে বাদ পড়তে পারে ৫৩ হাজার ৮৪ জনের নাম। পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র বেহালা পশ্চিমে বাদ পড়তে পারে ৫২ হাজার ৪৩০ জনের নাম। মলয় ঘটকের কেন্দ্র আসানসোল উত্তরে ৪২ হাজার ৫৯৯ জনের নাম বাদ যেতে পারে। শশী পাঁজার কেন্দ্র শ্য়ামপুকুরে ৪২ হাজার ৩০৩ জনের নাম বাদ পড়তে পারে। অরূপ বিশ্বাসের কেন্দ্র টালিগঞ্জে বাদ যেতে পারে ৩৫ হাজার ৩০৯ জনের নাম। মদন মিত্রর কেন্দ্র কামারহাটিতে ৩৫ হজার ১৯১ জনের নাম বাদ যেতে পারে। চন্দ্রিমা ভট্টাচার্যর কেন্দ্র দমদম উত্তরে বাদ পড়তে পারে ৩৩ হাজার ৯১২ জনের নাম। ব্রাত্য বসুর কেন্দ্র দমদমে বাদ পড়তে পারে ৩৩ হাজার ৮৬২ জনের নাম। শঙ্কর ঘোষের কেন্দ্র শিলিগুড়িতে ৩১ হাজার ১৮১ জনের নাম বাদ পড়তে পারে। অগ্নিমিত্রা পালের কেন্দ্র আসানসোল দক্ষিণে বাদ পড়তে পারে ২৯ হাজার ২০২ জনের নাম।
শেষ অবধি খসড়া ভোটার তালিকায় কতজনের নাম থাকল, কত নাম বাদ পড়ল, তা পরিষ্কার হয়ে যাবে মঙ্গলবার, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর।






















