Guwahati-Kolkata Express : হঠাৎ ধোঁয়া, গুয়াহাটি-কলকাতা স্পেশাল এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, অসুস্থ বেশ কয়েকজন যাত্রী
Train Sevice interrupted : যাত্রীদের ঘণ্টাখানেকের হয়রানির পর সমস্যা মিটিয়ে ফের কলকাতার দিকে রওনা দেয় ট্রেনটি।

রাণা দাস, কাটোয়া : গুয়াহাটি-কলকাতা স্পেশাল এক্সপ্রেসে (Guwahati-Kolkata Special Express) আগুন-আতঙ্ক। গুয়াহাটি থেকে কলকাতামুখী ট্রেনের বাতানুকুল কামরায় ধোঁয়া। কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে যায় গুয়াহাটি-কলকাতা স্পেশাল এক্সপ্রেস। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন যাত্রী। শেষপর্যন্ত জানা যায় একটি এসি রেকে শট সার্কিট হওয়াতেই এই বিপত্তি। যাত্রীদের ঘণ্টাখানেকের হয়রানির পর সমস্যা মিটিয়ে ফের কলকাতার দিকে রওনা দেয় ট্রেনটি।
গুয়াহাটি থেকে কলকাতামুখী ট্রেনটি কাটোয়া স্টেশনে এসে দাঁড়ানোর পরই একটি কামরার নিচে থেকে ধোঁয়া দেখা যায়। সকাল ১২ টা ১৬ নাগাদ কাটোয়া স্টেশনে এসে পৌঁছয় ট্রেনটি। যারপরই ট্রেন থেকে ধোঁয়া দেখা যাওয়াতে প্রবল আতঙ্ক ছড়ায়। এসি কামরায় ধোঁয়া ছড়িয়ে পড়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কিছু যাত্রী।
যে ঘটনার পরই দ্রুত সেখানে পৌঁছন বিভিন্ন মেরামতিকর্মী। বি ওয়ান এসি রেক নিচে থেকে ধোঁয়া দেখা যাওয়ায় প্রথমে সেই কামরার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কিছুক্ষণের পরীক্ষা-নিরীক্ষার মধ্যেই জানা যায়, এসি রেকের অলটারনেট মোটরে শট সার্কিটের জেরে ঘটে বিপত্তি। প্রথমে মনে করা হয়েছিল ট্রেনের ব্রেক থেকে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল, পরে যদিও ধরা পরে সমস্যা শুধুমাত্র এসি রেকের অলটারনেট মোটরেই।
স্টেশনের কর্মীরাও জানান, ধোঁয়া দেখে প্রথমে মনে করা হয়েছিল, ব্রেকে হয়তো কোনও সমস্যা হয়েছে। যদিও পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় একটি এসি রেকের অলটারনেট মোটরে শট সার্কিট হয়েছে। ঘণ্টাখানেকের চেষ্টায় তা ঠিক করা হয়। যার পর দেড়টা নাগাদ ট্রেনটি ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়।






















