South Bengal Weather: কুয়াশার চাদরে মোড়া সকাল, দক্ষিণবঙ্গে কমতে পারে রাতের তাপমাত্রা
West Bengal Weather: আগামী ২দিনে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা আরও একটু নামতে পারে। খুব হালকা থেকে মাঝারি কুয়াশারও সম্ভাবনা রয়েছে।
কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শীতের দাপুটে ব্য়াটিং। কলকাতা ও জেলায় জেলায় অনেকটাই নেমেছে তাপমাত্রা। পারদের পতনে উত্তরবঙ্গের সঙ্গে পাল্লা দিচ্ছে দক্ষিণবঙ্গ। কলকাতাতে আগামীকালও ১৫ ডিগ্রির ঘরে থাকবে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে শীতের স্পেল চলবে। আগামী ২দিনে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা আরও একটু নামতে পারে। খুব হালকা থেকে মাঝারি কুয়াশারও সম্ভাবনা রয়েছে।
কোন জেলায় কেমন আবহাওয়া?
জেলা | তাপমাত্রা, আর্দ্রতা |
উত্তর ২৪ পরগনা | ১৪ ডিগ্রি, ৫৮% আর্দ্রতা |
দক্ষিণ ২৪ পরগনা | ১৬ ডিগ্রি, ৫৮% আর্দ্রতা |
পূর্ব মেদিনীপুর | ১৬ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা |
হাওড়া | ১৪ ডিগ্রি, ৭০% আর্দ্রতা |
কলকাতা | ১৪ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা |
হুগলি | ১৪ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা |
পুরুলিয়া | ১২ ডিগ্রি, ৭০% আর্দ্রতা |
ঝাড়গ্রাম | ১৩ডিগ্রি, ৫৮% আর্দ্রতা |
পশ্চিম মেদিনীপুর | ১৩ ডিগ্রি, ৫৭% আর্দ্রতা |
বাঁকুড়া | ১২ ডিগ্রি, ৭২% আর্দ্রতা |
পশ্চিম বর্ধমান | ১৩ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা |
পূর্ব বর্ধমান | ১৩ ডিগ্রি, ৫৭% আর্দ্রতা |
বীরভূম | ১৩ ডিগ্রি, ৫১ % আর্দ্রতা |
মুর্শিদাবাদ | ১৪ ডিগ্রি, ৫৪% আর্দ্রতা |
নদিয়া | ১৩ ডিগ্রি, ৫২% আর্দ্রতা |
উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গে বুধবারের মধ্যে দার্জিলিং জেলারর উঁচু এলাকায় তুষারপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলায়। বুধবার উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Bankura News: বেহাল বাড়ির অবস্থা, নাম নেই আবাস-তালিকায়! কেন্দ্রীয় দলকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের