Weather Today: আজ সন্ধ্যের পরই আবহাওয়ায় বদল! তুমুল বৃষ্টি সতর্কতা এই জেলাগুলিতে
Weather Forecast: দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদি য়া এবং মুর্শিদাবাদ জেলাতে।
কলকাতা: বিশ্বকর্মার পুজোর আগে ফের দুর্যোগ বাংলায়। বৃহস্পতিবারও মেঘলা আকাশ, রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। এও জানান হয়েছে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে রাজ্যে। দক্ষিণবঙ্গের উপকূল সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও।
মৌসম ভবনের তরফে জানান হয়েছে, বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ ওড়িশার পুরীর কাছাকাছি স্থল ভাগে প্রবেশ করে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ছত্রিশগড় সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আজ বিকেলের পর বিলীন হয়ে যাবে। মৌসুমী অক্ষরেখা বিকানির গোটা গুনাহ সাগর পেনরা রোড হয়ে ওড়িশার গভীর নিম্নচাপ এলাকায় এবং তারপর পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদি য়া এবং মুর্শিদাবাদ জেলাতে। জেলাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।
অন্যদিকে আজ উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা থাকবে। শুক্রবারেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে।
আরও পড়ুন, 'একজনও জুনিয়র সাসপেন্ড হলেও আমরা ওপিডি ওয়ার্ক তুলে নেব', কড়া বার্তা সিনিয়র চিকিৎসকদের
কলকাতায় মাঝে মাঝে মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত।
এ রাজ্যের পাশাপাশি প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায়। অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরপ্রদেশের কিছু অংশে মধ্যপ্রদেশের কিছু অংশ এবং বিদর্ভ ওড়িশা রাজ্যে। আজ ভারী বৃষ্টি হবে উত্তরাখন্ড রাজস্থান ছত্রিশগড় ঝাড়খন্ড অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, কঙ্কন ও গোয়া, মধ্য মহারাষ্ট্র, গুজরাট, কেরল, অন্ধ্রপ্রদেশ, এবং কর্ণাটক রাজ্যে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে