Weather Today: আজও তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে? লু সতর্কতা জারি কোন কোন জেলায়?
Weather Alert: কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ।
কলকাতা: এপ্রিলের প্রথম সপ্তাহেই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। তার ফলে অস্বস্তি বাড়বে। কলকাতাতে ইতিমধ্যেই ৩৭ ডিগ্রি পেরিয়েছে পারদ। আজও বইবে লু, পূর্বাভাসে এমনটাই জানান হয়েছে।
শুক্রবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, এই পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম বাড়বে। দিনের বেলায় স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি ওপরে থাকবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার তাপমাত্রা। ৪০-৪২ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে পারদ।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। জলীয় বাষ্প বেশি থাকায় গরমের পাশাপাশি থাকবে অস্বস্তি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় আরও বাড়বে গরম। বৃহস্পতি তাপমাত্রা পৌঁছল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি ছিল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। পশ্চিমের জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ।
প্রসঙ্গত, মার্চের শেষেই চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর সতর্কতা, এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই তাপপাত্রার পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে জানানো হয়েছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে অস্বস্তি বাড়বে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, 'দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২-৩ দিন বাড়বে। এপ্রিলের শুরুতে বাঁকুড়া পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। তাপমাত্রা ৩৫-৩৬ থাকলেও প্রভাব অনেক বেশি হবে।'
গরমের সতর্কতার মধ্যেই বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতে হালকা বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং ও দার্জিলিঙে বৃষ্টি হতে পারে।