South Bengal Weather: আগামী ৪৮ ঘণ্টায় দুর্যোগের আশঙ্কা, সপ্তাহান্তে কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?
South Bengal Weather Update: আগামীকাল কেমন থাকবে আবহাওয়া দক্ষিণবঙ্গে ? জানাল হাওয়া অফিস ..
কলকাতা: ঝরা পাতা ঝোড়ো হাওয়ায় উড়ে এসে পড়বে বারান্দায়। দরজা বন্ধ করতে যেতেই হাত ভিজবে বৃষ্টিতে। সত্যিই এমন হবে বুঝি ? মূলত ভোরের বাতাসে যখন স্নিগ্ধতার ছোঁওয়া, বেলা বাড়তেই চড়া রোদ, ঠিক তখনই স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়।দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।
দক্ষিণবঙ্গের আবহাওয়া :
দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। রবিবার ফের বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। ঝড়-বৃষ্টির আশঙ্কা আগামী সপ্তাহের শুরুতেও রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে কয়েকটি জেলায়। শনিবার পরিষ্কার আকাশ থাকলেও রবিবার বদলাবে আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে, সেই সঙ্গে হবে বৃষ্টিও ।
কোন জেলায় কেমন আবহাওয়া?
জেলা | তাপমাত্রা, আর্দ্রতা |
উত্তর ২৪ পরগনা | ১৯ ডিগ্রি, ৭৬ % আর্দ্রতা |
দক্ষিণ ২৪ পরগনা | ২১ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা |
পূর্ব মেদিনীপুর | ১৯ ডিগ্রি, ৮২% আর্দ্রতা |
হাওড়া | ১৯ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা |
কলকাতা | ২০ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা |
হুগলি | ১৯ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা |
পুরুলিয়া | ১৭ ডিগ্রি, ৫৮% আর্দ্রতা |
ঝাড়গ্রাম | ১৮ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা |
পশ্চিম মেদিনীপুর | ২১ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা |
বাঁকুড়া | ১৬ ডিগ্রি, ৬০% আর্দ্রতা |
পশ্চিম বর্ধমান | ১৭ ডিগ্রি, ৬৩% আর্দ্রতা |
পূর্ব বর্ধমান | ১৭ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা |
বীরভূম | ১৮ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা |
মুর্শিদাবাদ | ১৫ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা |
নদিয়া | ১৯ ডিগ্রি, ৬০% আর্দ্রতা |
আরও পড়ুন, 'আমার সাথে রাজনীতির কথা কম হয়, গল্প বেশি হয়..', মোদি সাক্ষাৎ সেরে মন্তব্য মমতার
আবহাওয়ার আপডেট:
সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে দুর্যোগের ইঙ্গিতের কথাই জানান দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে শনিবার পর্যন্ত। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, সপ্তাহান্তে ভিজতে পারে উত্তরবঙ্গও।আপাতত উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়াই থাকবে । সপ্তাহের শেষ দিকে দার্জিলিং ও কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অপরদিকে, কলকাতায় আপাতত পরিস্কার আকাশ। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। রবিবার থেকে ফের মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।