Weather Update: ফের নিম্নচাপের ভ্রূকুটি, এখনই কমছে না দুর্যোগ, আগামী কয়েকদিনে বাড়বে দুর্ভোগ
Weather Forecast: মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলার দু-এক জায়গায়।

Weather Update: ফের নিম্নচাপের ভ্রূকুটি। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর নিম্নচাপের প্রভাব রয়েছে। এই নিম্নচাপ ক্রমশ অগ্রসর হচ্ছে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে। বিগত ৬ ঘণ্টা ধরে ৮ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে এই নিম্নচাপ। আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কেন্দ্রীভূত হয়েছিল এই নিম্নচাপ ওই একই অঞ্চলে। নিম্নচাপ কেন্দ্রীভূত হওয়া অঞ্চলের অবস্থা ২৩.৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮.৪ পূর্ব দ্রাঘিমাংশ, কলকাতার উত্তর দিক থেকে ৯০ কিলোমিটার এবং বর্ধমান থেকে ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত ওই এলাকা।
(A) Depression over southeast Gangetic West Bengal and adjoining Bangladesh:
— India Meteorological Department (@Indiametdept) July 14, 2025
The depression over Southeast Gangetic West Bengal and adjoining Bangladesh moved west-northwestwards with speed of 8 kmph during past 6 hours and lay centred at 1730 hrs IST of today, the 14th July 2025… pic.twitter.com/Xu12yoC2xa
আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বরাবর আরও পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এই নিম্নচাপ। আর এই নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মূলত উপকূলবর্তী এলাকায় যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এমনিতেও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেও বৃষ্টি হতে পারে। অল্প কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিই হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
The well marked low pressure area over Southeast Gangetic West Bengal and adjoining Bangladesh concentrated into a Depression over the same region. It is likely to move west–northwestwards across Gangetic West Bengal during next 24 hours. pic.twitter.com/jdcXfoJ11v
— IMD Kolkata (@ImdKolkata) July 14, 2025
অন্যদিকে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে উত্তর-পূর্ব রাজস্থান এবং সংলগ্ন উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশের উপর। এটি অগ্রসর হচ্ছে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে। আজ ১৪ জুলাই বিকেল ৫টা ৩০মিনিট নাগাদ এই নিম্নচাপের অবস্থান ছিল উত্তর-পূর্ব রাজস্থানের উপর। আগামী ২ দিন এই নিম্নচাপ ক্রমশ অগ্রসর হবে রাজস্থান বরাবর পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলার দু-এক জায়গায়। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে মঙ্গলবার। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান - এই জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গে নয়, আগামী কয়েকদিন বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার- উত্তরবঙ্গের উপর দিকের এই ৫ জেলাতেই মূলত চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত।






















