এক্সপ্লোর
West Bengal Winter Update : কালিম্পঙের থেকে বেশি ঠান্ডা পড়েছে পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ে
১১ দশমিক ৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা।কালিম্পঙে তাপমাত্রা এখন ১২ দশমিক ৮ ডিগ্রি।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : নভেম্বরেই শীতের কাঁপুনি শুরু। কলকাতাতেও তাপমাত্রা নামল ১৮র নিচে। জেলায় জেলায় ঠান্ডার কাঁপুনি। আগামী কয়েকদিনে আরও জমিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
কালিম্পঙের থেকে বেশি ঠান্ডা পড়েছে পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ে। ১১ দশমিক ৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। কাঁপছে পানাগড়। অন্যদিকে, কালিম্পঙে তাপমাত্রা এখন ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার, ঝাড়খণ্ড থেকে অবাধে ঢুকছে পশ্চিমা বাতাস। তার হিমেল ছোঁয়ায় রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হু-হু করে নামছে তাপমাত্রা। কলকাতাতেও পারদ পতন অব্যাহত।
- মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
- স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
- আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন এমনই থাকবে তাপমাত্রা।
- সকাল-সন্ধে বাতাসে হিমেল ভাব বজায় থাকবে। জেলায় জেলায় আরও নামতে পারে পারদ।
View this post on Instagram
উত্তরবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বুধবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিম সংলগ্ন উঁচু এলাকায় সামান্য তুষারপাত হতে পারে। তবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বাকি জেলায় কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
এরই মধ্যে আবহাওয়া দফতর জানাচ্ছে, নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। বুধবার নাগাদ এর অবস্থান থাকবে আন্দামান সাগরে। এই নিম্নচাপের অভিমুখ কোনদিকে, এখন তার ওপরেই নজর রাখছে আবহাওয়া দফতর।
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
খবর
Advertisement