Anubrata Mandal: জেলেই অনুব্রত, পিছিয়ে গেল জামিনের আবেদনের শুনানি
Anubrata on Cattle Scam : গরুপাচার মামলায় জেলেই রয়েছেন অনুব্রত মণ্ডল। কোথায় দাঁড়িয়ে তার জামিনের আবেদনের শুনানি ?
পশ্চিম বর্ধমান: জেলেই অনুব্রত, (Anubrata Mandal) পিছিয়ে গেল জামিনের আবেদনের শুনানি। উল্লেখ্য, ইতিমধ্যেই গরুপাচার মামলায় (Cattle Scam) ফের জেল হেফাজত হয়েছে অনুব্রত মন্ডলের (Anubrata Mandal)। ২২ ডিসেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে বীরভূমের তৃণমূল সভাপতিকে।
গরুপাচার মামলায় জেলেই রয়েছেন অনুব্রত মণ্ডল
সম্প্রতি, অনুব্রতর মোবাইল ফোন দুটি ফেরত পাওয়া যাবে কিনা, জানতে চান তাঁর আইনজীবী। বিচারক সিবিআইয়ের তদন্তকারী অফিসারের কাছে জানতে চান, মোবাইল ফোনগুলি কী অবস্থায় আছে। সিবিআইয়ের আইনজীবী জানান, সেগুলির পরীক্ষা চলছে। এখনই ফেরত দেওয়া সম্ভব নয়। অনুব্রত এজলাসে থাকাকালীন দিল্লির তিহাড় জেল থেকে ভার্চুয়ালি আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয় অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে। ২২ ডিসেম্বর সায়গলকে ফের ভার্চুয়ালি পেশ করার নির্দেশ দেন বিচারক। গরুপাচার মামলার তদন্তে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়েছে সিবিআই। সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বোলপুরের বাড়িতে যান সিবিআই অফিসাররা। সিবিআইয়ের টিমে ছিলেন এক মহিলা অফিসারও। বাড়িতে উপস্থিত এক পুলিশ কর্মী সাংবাদিকের প্রশ্নে জানান, বাড়িতে সুকন্যা মণ্ডল রয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অনুব্রত কন্যার নামে বেনামে কত সম্পত্তি রয়েছে? রাইস মিল কেনার জন্য যে আর্থিক লেনদেন হয়েছে, সে সম্পর্কে তিনি কিছু জানেন কি না, এ সব নিয়েই বীরভূমের তৃণমূল জেলা সভাপতির মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়।
আরও পড়ুন, পূর্ব নির্ধারিত কর্মসূচি কাটছাঁট, আজই রাজ্যে অমিত শাহ
সিবিআই গোয়েন্দাদের কাছে কী দাবি অনুব্রত কন্যার ?
গরুপাচার মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদে হ্যাঁ অথবা না-য়ে উত্তর। সব জানেন হিসাবরক্ষক মণীশ কোঠারি, সিবিআই গোয়েন্দাদের কাছে দাবি অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের। খবর সূত্রের। গতকাল সুকন্যাকে ১ ঘণ্টা ১০ মিনিট জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর, ভোলে ব্যোম রাইস মিল ও অনুব্রত কন্যা সুকন্যা যে দুটি সংস্থার ডিরেক্টর, সেই সংক্রান্ত সমস্ত নথি চেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই সূত্রে খবর, জানতে চাওয়া হয় অনুব্রত কন্যার নামে-বেনামে কত সম্পত্তি রয়েছে? রাইস মিল কেনার জন্য যে আর্থিক লেনদেন হয়েছে, সে সম্পর্কে তিনি কিছু জানেন কি না। তবে গরুপাচার মামলায় গ্রেফতারের পর অনুব্রত দলকে পাশে পেলেও, রাজ্যের এই একাধিক হেভিওয়েটি নেতা-মন্ত্রীর গ্রেফতারের ঘটনায় সরব বিরোধী দল।