West Midnapore: কাগজে লেখা 'বেইমানির শাস্তি', উদ্ধার বৃদ্ধের অর্ধদগ্ধ দেহ
West Midnapore News: এমন শতায়ু এক বৃদ্ধের হঠাৎ এমন পরিণতি কেন হল তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে যে মৃতদেহের পাশে একটি কাগজ পড়েছিল। সেখানে লেখা ছিল যে বেইমানির শাস্তি।
সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: এক শতায়ু বৃদ্ধের রহস্যমৃত্যু। আর সেই ঘটনা ঘিরেই চাঞ্চল্য ছড়াল এলাকায়। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের রানিচকে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে যে, সেই বৃদ্ধের নাম নন্দলাল মণ্ডল। সেই বৃদ্ধের পরিবারের দাবি তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। এদিন সকালে নিজের বাড়ির গ্যারাজ থেকে উদ্ধার হয় সেই বৃদ্ধের মৃতদেহ।
খুনের সন্দেহ
এমন শতায়ু এক বৃদ্ধের হঠাৎ এমন পরিণতি কেন হল তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে যে মৃতদেহের পাশে একটি কাগজ পড়েছিল। সেখানে লেখা ছিল যে বেইমানির শাস্তি। এর থেকে অনেকেই অনুমান করছেন যে হয়ত খুন হতে পারেন সেই বৃদ্ধ। তবে পুলিশকে সবচেয়ে বেশি অবাক করেছে যেই বিষয়টি তা হল সেই বৃদ্ধের মৃতদেহ অর্ধদগ্ধ অবস্থায় পড়ে ছিল। কিন্তু এমন নির্মমভাবে কেন কেউ মারতে যাবে সেই বৃদ্ধকে, এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। আবার আত্মহত্যার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কিছুদিন আগে কলকাতায় এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু হয়
কিছুদিন আগেই নেতাজিনগরে অবসরপ্রাপ্ত এক ব্যাঙ্ক কর্মীর মৃত্যু ঘিরে দানা বেঁধেছিল রহস্য। বহুতলের নীচে রক্তাক্ত অবস্থায় পড়েছিল মৃতদেহ। প্রতিবেশীদের অনুমান, ঝাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী (Suicide) হন ষাটোর্ধ্ব ব্যক্তি। আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ।
স্ত্রীর মৃত্যুবার্ষিকীর একদিন পর স্বামীর রহস্যমৃত্যু। বহুতলের নীচ থেকে উদ্ধার হয়েছিল রক্তাক্ত মৃতদেহ। নেতাজিনগরের খানপুর মোড়ের কাছে এই বহুতলের নীচ থেকে উদ্ধার হয়, অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী সত্যেন্দু সরখেলের মৃতদেহ । ৬২ বছরের ওই ব্যক্তি একাই থাকতেন বহুতলের চারতলার ফ্ল্যাটে ।
উল্লেখ্য, ঘটনার দিন সকাল পৌনে নটা নাগাদ, ওপর থেকে ভারী কিছু পড়ার আওয়াজ পান আবাসনের বাসিন্দারা। প্রতিবেশীরা বহুতলের নীচে গিয়ে দেখেন, উপুড় হয়ে পড়ে আছেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। এম আর বাঙুর হাসপাতালে (Bangur Hospital) তাঁকে নিয়ে যাওয়া হলে, মৃত বলে ঘোষণা করা হয়।