West Midnapore News: ৩ দিন পার, নেপুরার নিখোঁজ শিশুর তদন্তে সিআইডি
CID on Nepura's Child: পশ্চিম মেদিনীপুর জেলার নেপুরায় নিখোঁজ শিশু , রাজ্য সড়ক অবরোধ করে এলাকাবাসীরা, তদন্তে সিআইডি টিম।

সৌমেন চক্রবর্তী,পশ্চিম মেদিনীপুর: নেপুরার নিখোঁজ শিশুর তদন্তে সিআইডি টিম (CID)। গত বুধবার দুপুর থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় পশ্চিম মেদিনীপুর জেলার (West Midnapore) নেপুরা এলাকার পাঁচ বছর বয়সী এক শিশু। ঘটনা নিয়ে গুড়গুড়িপাল থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। কিন্তু তারপর থেকে কোনও সন্ধান না মেলায় ৩ দিন পর মেদিনীপুর থেকে ধেড়ুয়া যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করে এলাকাবাসীরা। চাপে পড়ে সেদিন স্নিফার ডগ নিয়ে ও ড্রোন নিয়ে এলাকায় শিশুর খোঁজ করে পুলিশ (Police)। কিন্তু তাতেও সন্ধান মেলেনি শিশুটির। অবশেষে আজ নেপুরা গ্রামে পৌছায় সিআইডি-র এক প্রতিনিধিদল।
প্রসঙ্গত, চলতি বছরে নবমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে উদ্ধার হয় নিখোঁজ নাবালিকার দেহ দশমীর সকালে। রেল লাইন থেকে উদ্ধার হয় মৃতদেহ। খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করে পুলিশ। মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যায় জাতীয় শিশু সুরক্ষা কমিশনের (National Commission for Protection of Child Rights) চেয়ারপার্সন। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের (National Commission for Protection of Child Rights) চেয়ারপার্সনকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। রাজনীতি চাই না, দাবি শেওড়াফুলির (Sheoraphuli) ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্পা সরকারের। রাজনীতি নয়, আইনজীবী হিসেবে এসেছি। পাল্টা দাবি প্রিয়ঙ্কা টিবরেওয়ালের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। জাঙ্গিপাড়া এবং শেওড়াফুলি দুই নাবালিকার মৃত্যুর ক্ষেত্রেই পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগ করলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। ওঠে পুলিশি অসহযোগিতার অভিযোগ। হাতে কালো পতাকা, মুখে গো ব্যাক স্লোগান। বিক্ষোভ, ধাক্কাধাক্কি, উত্তেজনা। শেওড়াফুলিতে মৃত নাবালিকার বাড়িতে যাওয়ার পথে প্রবল বাধার মুখে পড়ল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে গ্রামে ঢুকতে পারলেন কমিশনের সদস্যরা।
আরও পড়ুন, 'একসঙ্গে অনেক খেয়ে ফেলেছে', কাদেরকে বললেন মীনাক্ষী ?
স্থানীয় সূত্রে খবর, নবমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় শেওড়াফুলির নাবালিকা। দশমীতে শেওড়াফুলি স্টেশনের কাছে রেললাইন থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। দেহ উদ্ধারের ৬ দিনের মাথায় নাবালিকাকে খুনের অভিযোগে এলাকার এক যুবককে গ্রেফতার করে পুলিশ।মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে গেলে স্থানীয়দের প্রবল বিক্ষোভের সামনে পড়তে হয় জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনকে। বাধার মুখে পড়েন বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালও। পুলিশি হস্তক্ষেপে প্রায় ৪৫ মিনিট পর গ্রামে ঢুকতে পারেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল-সহ জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যরা। কথা বলেন মৃত নাবালিকার পরিবারের সঙ্গে।






















