West Midnapore: টানা বৃষ্টির জের, পশ্চিম মেদিনীপুর জুড়ে জলযন্ত্রণা, বিপর্যস্ত জনজীবন
কোথাও সেতুর ওপর দিয়ে বইছে নদীর জল। কোথাও, হাসপাতাল চত্বর জল থৈ থৈ। কোথাও আবার জলের তোড়ে ডুবেছে গাড়ি।
বিশ্বজিৎ দাস, সোমনাথ দাস, অলোক সাঁতরা: নিম্নচাপের জেরে রাতভর বৃষ্টি। আর টানা বৃষ্টিতে জলমগ্ন খড়গপুর শহরের কৌশল্যা মোড়-সহ বিভিন্ন এলাকা। জলের তলায় খড়গপুর স্টেশনে রেললাইনের একাংশ। আইআইটি বাইপাসে উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। টানা বৃষ্টির জেরে খড়গপুর লোকাল থানার পশ্চিম পাতরি গ্রামে বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের।
কোথাও সেতুর ওপর দিয়ে বইছে নদীর জল। কোথাও, হাসপাতাল চত্বর জল থৈ থৈ। কোথাও আবার জলের তোড়ে ডুবেছে গাড়ি। টানা বৃষ্টিতে, পশ্চিম মেদিনীপুর জুড়ে শুধুই জলযন্ত্রণার ছবি। এরইমধ্যে, খড়গপুর লোকাল থানার, পশ্চিম পাতরি গ্রামে, দুর্যোগের জেরে ভেঙে পড়ে একটি মাটির বাড়ি। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় এক যুবকের। নিম্নচাপের বৃষ্টিতে জল জমে যায় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে। জমা জলে দুর্ভোগে পড়েন রোগীর আত্মীয়রা। ন্যায্য মূল্যের ওষুধের দোকানেও জল ঢুকে যায়।
আরও পড়ুন: Local Train : রাজ্যে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহাল বিধিনিষেধ, এই মাসেও গড়াবে না লোকাল ট্রেনের চাকা
বৃষ্টিতে, মঙ্গলবার থেকেই জলমগ্ন খড়গপুর শহরের কৌশল্যা মোড়-সহ বিভিন্ন এলাকা। একাধিক বাড়িতে জল ঢুকে যায়। জলের তলায় খড়গপুর স্টেশনে রেললাইনের একাংশ। IIT বাইপাসে উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটি। জল জমে যায় মেদিনীপুর পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে। মেদিনীপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার কথায়, “ঘুম থেকে উঠে দেখি এক কোমড় জল।’’ ওই এলাকার আরেক বাসিন্দার বক্তব্য, নিকাশি ব্যবস্থা না হলে থাকা সম্ভব নয়।
এরই মধ্যে জমা জলে, মাছ ধরায় মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা। মেদিনীপুরের নারায়ণগড়ের পোক্তা পোলের কাছে, কেলেঘাই নদীর জলে, ডুবে যায়, জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি। জলমগ্ন হয়ে পড়ে নারায়ণগড় ব্লকের ১২-১৩টি গ্রাম। বাড়িতে জল উঠে যাওয়ায়, জাতীয় সড়কের ওপর আশ্রয় নেন অসহায় গ্রামবাসীরা।
আরও পড়ুন: Durgapur: দুর্গাপুরেও জ্বরের প্রকোপ, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ৪২ শিশু