Suvendu Adhikari : 'লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে দিলীপের কুমন্তব্য'. তমলুকে বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী
তৃণমূলের স্থানীয় নেতৃত্ব জানিয়েছে, দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিজেপি রাজ্য সভাপতির অপমানজনক মন্তব্যের প্রতিবাদেই বিক্ষোভ দেখানো হয়েছে।
বিটন চক্রবর্তী, তমলুক : দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে, ফের তৃণমূলের (TMC) বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গতকাল রাতে তমলুকের (Tamluk) ২০ নম্বর ওয়ার্ডে দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে, শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। পাল্টা বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় উত্তেজনা ছড়ায়।
পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। ফেরার সময় ফের তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব জানিয়েছে, দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিজেপি রাজ্য সভাপতির অপমানজনক মন্তব্যের প্রতিবাদেই বিক্ষোভ দেখানো হয়েছে। বিজেপির কটাক্ষ, বিরোধীদের সব কাজেই তৃণমূল বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে।
রাজ্যে ভ্যাকসিন নিয়ে কালোবাজারি হচ্ছে, অভিযোগ দিলীপের
গত ২৪ আগস্ট বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) সাংবাদিক সম্মেলনে, রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য যে সমস্ত মহিলারা লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিচ্ছিলেন, তাদেরকে ভিখারি বলে আখ্যা দেন দিলীপ ঘোষ। তাঁর এই কটূক্তির জন্য অপমানিত বোধ করে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে নদিয়ার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক রিয়াঙ্কা ঘোষ।
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বারবার কটাক্ষ শোনা গেছে দিলীপ ঘোষের মুখে। গত ২৬ অগাস্ট বিকাশ ভবনের সামনে ৫ শিক্ষিকার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির মতে, কেউ দাবি আদায়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করছেন, এটা দুর্ভাগ্যজনক। তিনি বলেন, একদিকে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার করছেন মুখ্যমন্ত্রী। অথচ বাড়ির লক্ষ্মীদের রাস্তায় বার করে দেওয়া হচ্ছে। দিলীপ বলেন, ' পশ্চিমবঙ্গ শিক্ষার জন্য সারা দুনিয়ায় বিখ্যাত। এখানে শিক্ষকদের এমন দুরবস্থা যে বিষ খেতে হচ্ছে। বেতন পাচ্ছে না বলে যেহেতু সরকারের বিরোধিতা করছে সেই জন্য তাদের ট্রান্সফার করা হচ্ছে। যে অমানবিক ঘটনা ঘটেছে কমপক্ষে একটু সহমর্মিতা দেখানো উচিত।'