West Midnapore: ঘরময় ছুটে বেড়াচ্ছে ট্যারান্টুলা, আতঙ্কে দাঁতনের পরিবার
West Bengal News: বুধবার রাতে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলে দাঁতনের এক পরিবার। হঠাৎই নজরে আসে বাড়ির মেঝেতে ট্যারান্টুলা ঘুরে বেড়াচ্ছে।
অমিত জানা, দাঁতন: পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) দাঁতনে ট্যারান্টুলা আতঙ্ক। গভীর রাতে ট্যারান্টুলা হেঁটে বেড়াচ্ছে ঘরের মেঝেতে। যা দেখে ঘুম উড়ল পরিবারের। অভিযোগ বন দফতরে যোগাযোগ করলেও কোনও সদুত্তর মেলেনি।
ট্যারান্টুলা আতঙ্ক: ঘরময় ছুটে বেড়াচ্ছে আট পেয়ে। যা দেখে রীতিমতো শিউরে ওঠার মতো পরিস্থিতি। বুধবার রাতে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলে দাঁতনের এক পরিবার। হঠাৎই নজরে আসে বাড়ির মেঝেতে ট্যারান্টুলা ঘুরে বেড়াচ্ছে। রাতবিরেতে এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়েছে পরে দাঁতনের কামিল্যা পরিবার। দীর্ঘক্ষণের চেষ্টায় কৌটোতে ঢোকানো হয় তাকে। অভিযোগ একাধিকবার বন দফতরের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও সহযোগিতা মেলেনি। দীপক কামিল্যা বলেন, গতকাল রাত সাড়ে দশটা নাগাদ ঘুমাতে যাওয়ার সময় ঘরের মেঝেতে দেখি ট্যারান্টুলা ঘোরাফেরা করছে। খুব আতঙ্কিত হই। কীভাবে ধরব বুঝে উঠতে পারছিলাম না। একটা বাক্সের মধ্যে রেখে দিয়েছিলাম। সকালে বন দফতরকে ফোন করলেও কোনও সহযোগিতা পাইনি। আরও দু একটা থাকতে এই ভেবেই দুশ্চিন্তায় রাত কেটেছে।
যদিও ট্যারান্টুলার আতঙ্ক এই প্রথম নয়। এর আগে জঙ্গলমহলের আরেক জেলাতেও একইভাবে আতঙ্ক তৈরি হয়। পুরুলিয়ার (Purulia) রঘুনাথপুর এলাকার ঘটনা। ২০২২ সালে ট্যারেন্টুলা মাকড়সা (Tarantula Spider) ঘিরে চাঞ্চল্য় ছড়ায় ওই এলাকায়। গ্রামবাসীরা সেসময় দাবি করেন, রঘুনাথপুর ব্লক একের অন্তর্গত জিয়ারা গ্রামে বেশ কয়েকদিন ধরে বড়সড় মাকড়সা দেখতে পাওয়া যাচ্ছে । এরপর মাকড়সা আতঙ্কে খবর দেওয়া হয় রঘুনাথপুরের বন দফতরে। বন দফতরের কর্মীরা গ্রামে পৌঁছে মাকড়সাটিকে উদ্ধার করে। গ্রামবাসীরা জানান, ওই এলাকায় কয়েকদিন ধরেই বিভিন্ন বাড়িতে একরকম লোমশ বড় মাকড়সা দেখতে পাওয়া যাচ্ছে। মাকড়সা দেখে আতঙ্কিত হয়ে পড়ছেন বলেও জানান তাঁরা। এরপর একটি মাকড়সাকে গ্রামবাসীরা ধরে বন দফতরের হাতে তুলে দেন। রঘুনাথপুর রেঞ্জের আধিকারিক জানিয়েছিলেন উদ্ধার হওয়া ওই মাকড়সা ট্যারেন্টুলা। আর প্রায় দুবছর পর এবার ঘটনা পশ্চিম মেদিনীপুরে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: CPM কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মার, সমর্থককে হুমকি দেওয়ার অভিযোগ যাদবপুরে