West Midnapore: পশ্চিম মেদিনীপুরে শালবনিতে বজ্রপাতে মৃত্যু ২ জনের
West Midnapore News: খাঁদুর বাড়ি কর্ণগড়ের বালিজুড়িতে। পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে। অন্যদিকে, আমেনার বাড়ি সাতপাটির কলসীভাঙ্গায়। এই দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
![West Midnapore: পশ্চিম মেদিনীপুরে শালবনিতে বজ্রপাতে মৃত্যু ২ জনের West Midnapore: two people were killed in a lightning strike at Shalbani West Midnapore: পশ্চিম মেদিনীপুরে শালবনিতে বজ্রপাতে মৃত্যু ২ জনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/02/f7a68437268d25f88b002df3837f09dd_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: বজ্রপাতে মৃত্যু হল আরও ২ জনের। পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) শালবনির ঘটনা। শুক্রবার দুপুরে এক সময়ে প্রবল বৃষ্টি হয়, সঙ্গে বজ্রপাত। সে সময় এই ঘটনা ঘটে। মৃতদের নাম খাঁদু হাঁসদা (১১) এবং আমেনা বিবি (৪২)। খাঁদুর বাড়ি কর্ণগড়ের বালিজুড়িতে। পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে। অন্যদিকে, আমেনার বাড়ি সাতপাটির কলসীভাঙ্গায়। এই দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুরুলিয়া জেলায় বজ্রপাতে মৃত্যু হল বেশ কয়েকজনের। শুক্রবার পুরুলিয়ার ভিন্ন ভিন্ন থানা এলাকায় এদিন বারবার বজ্রপাত হয়। সেই বজ্রপাতেই ৩ জন মহিলার মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন ১ কিশোরী সহ আরও ৩ জন মহিলা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
দুপুরে প্রবল বজ্রপাত হয় পুরুলিয়ার বিভিন্ন এলাকায়
শুক্রবার দুপুরের দিকে পুরুলিয়া জেলা জুড়ে ধেয়ে আসে বৃষ্টি। সঙ্গে প্রবল বজ্রাঘাতের ঘটনাও ঘটে। আর এই বজ্রাঘাতেই ভিন্ন ভিন্ন থানা এলাকায় ৩ জন মহিলার মৃত্যু হয় এবং ১ কিশোরী সহ ৩ জন মহিলা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া জেলা জুড়ে।
এদিন দুপুরে বরাবাজার থানার টকরিয়া মোড়ে বাস ধরতে আসার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় ১ জনের এবং আহত হন দু জন। মৃত মহিলার নাম মঙ্গলি মুর্মু (৬২) এবং আহত দুই মহিলার নাম ভারতী টুডু (৫২) ও সুন্দরী সরেন (৫৫)। আহত দুজন মহিলা বর্তমানে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। এদের সবারই বাড়ি বরাবাজার থানার কুটনি গ্রামে।
সমুদ্রে স্নান করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু
দিঘায় সমুদ্রে স্নান করতে গিয়ে মৃত্য়ু। জানা গিয়েছে যে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ২ পর্যটকের। তাঁদের মধ্যে একজনের নাম সুগম পাল। তাঁর বয়স ২৪ বছর। তিনি হালিশহর পৌরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দ্বিতীয় ব্যক্তির নাম শুভজিৎ পাল। তাঁর বয়স ২৫ বছর। তিনি কল্যাণীর বাসিন্দা। এই দু জনের সঙ্গে ছিলেন সুগম পালের স্ত্রী তিয়াসা পালও। যদিও তিনি গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)