West Midnapore: এবার জামবনিতে পশু আতঙ্ক, গ্রামে বাঘ দেখতে পাওয়ার দাবি বাসিন্দাদের
West Midnapore News: কয়েক দিন আগেই কোনাবালির জঙ্গলে একটি ছাগলের আধখাওয়া মৃতদেহ মিলেছে। জামবনির বাসিন্দা সীতারাম মালের কথায় এই বিষয়ে ইতিমধ্যেই বনদপ্তরকে জানানো হয়েছে।
সৌমেন চক্রবর্তী, শালবনি (পশ্চিম মেদিনীপুর): কিছুতেই পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) শালবনিতে পশুর আতঙ্ক (Unknown Animal Threat) পিছু ছাড়ছে না। এবার জামবনিতে বাঘের আতঙ্ক দেখা দিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁরা একটি বাঘের (Tiger) মতো জন্তু দেখেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মেদিনীপুরের ডিএফও।
শালবনিতে কি ঘুরে বেড়াচ্ছে বাঘ? ফের নতুন করে দানা বাঁধছে আতঙ্ক! সপ্তাহ দুয়েক ধরে শালবনির বেশ কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে জন্তুর পায়ের ছাপ। যা ঘিরে রীতিমতো আতঙ্ক গ্রাস করেছে গ্রামবাসীদের। শালবনির জামবনি গ্রামের বাসিন্দাদের দাবি, গত শুক্রবার বিকেলে ফের তাঁরা বড় একটি জন্তু দেখেছেন। জন্তুটি বাঘের মতো দেখতে বলে বাসিন্দাদের দাবি।
শালবনির জামবনি গ্রামের স্থানীয় বাসিন্দা পূর্ণিমা মাল। তাঁর কথায়, 'আমি বড় একটি জন্তু দেখেছি।' পূর্ণিমা দেবীর দেখা জন্তুটি বাঘের মতো বলেই দাবি করছেন তিনি। বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়তেই বাসিন্দারা গবাদি পশু বাইরে নিয়ে যাওয়ার সাহস করছেন না।
কয়েক দিন আগেই কোনাবালির জঙ্গলে একটি ছাগলের আধখাওয়া মৃতদেহ মিলেছে। জামবনির বাসিন্দা সীতারাম মালের কথায় এই বিষয়ে ইতিমধ্যেই বনদপ্তরকে জানানো হয়েছে।
আরও পড়ুন: Bankura: বিষ্ণুপুরে রাস্তা সারাইয়ে উদ্যোগী পুরসভা, 'ভোটারদের মন জয়ের চেষ্টা' বলে কটাক্ষ বিরোধীদের
মেদিনীপুর ডিভিশনের বন আধিকারিক বলছেন, 'গ্রামবাসীরা বাঘ দেখতে পেয়েছেন বলে দাবি করছেন। এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে আগের পাওয়া পায়ের ছাপ দেখে প্রাথমিক অনুমান সেটি নেকড়ে জাতীয় প্রাণীর।'
কিছুদিন আগেই শালবনির কুমিরকাতার জঙ্গলে মেলে গবাদি পশুর দেহের অংশ। বাঘের হানার আশঙ্কা করেন গ্রামবাসীরা। তার আগের সাতদিন ধরে কুমিরকাতা ও লক্ষ্মণপুরের জঙ্গলে জন্তুর পায়ের ছাপ মেলায় আতঙ্ক ছড়ায়। পায়ের ছাপ নেকড়ের বলে অনুমান করে বন দফতর। কুমিরকাতার জঙ্গলে নতুন করে গবাদি পশুর দেহাংশ মেলায় আতঙ্কিত গ্রামবাসীরা।