West Midnapur News: বালির পর এবার পিংলায় ছেলেকে টিউশনে দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ
West Midnapur Housewife Missing: বাড়ির লোকজন প্রচুর খোঁজ খবর করেও কোথাও সন্ধান পাননি।মা ও ছেলে দুজনেই খুঁজে পাওয়া যায়নি। গৃহবধূর শ্বশুর বাড়ির পক্ষ থেকে পিংলা থানায় অভিযোগ দায়ের করা হয়।
বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: বালির পর এবার পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) পিংলায় (Pngla) গৃহবধূ (Housewife) নিখোঁজে (Missing) রহস্য। গতকাল সকাল থেকেই খোঁজ নেই ওই গৃহবধূ ও তাঁর ছেলের । পিংলা থানায় নিখোঁজ ডায়েরি পরিবারের । এর আগেও বছর দুই আগে একবার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন ওই গৃহবধূ, দাবি শ্বশুরবাড়ির। পরে নিজে থেকেই বাড়ি ফিরে এসেছিলেন। এবার পাঁচ বছরের ছেলেকে টিউশন ছাড়তে গিয়ে নিখোঁজ হয়েছেন তিনি। ছেলেকে টিউশন পড়ানোর নাম করে বেরিয়ে যান ওই মহিলা। বাড়ি থেকে সোনা ও নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার গোবর্ধনপুর অঞ্চলের দনীচক গ্রামে।
গৃহবধূর এক আত্মীয়র দাবি, অন্য একজনকে বিয়ে করেছেন তিনি। ওই আত্মীয় বলেছেন, মেদিনীপুরের একটি ছেলেকে বিয়ে করেছেন ওই গৃহবধূ। পিংলা থানার ওসি বলেছেন, ওই নিখোঁজ ডায়েরি সম্পর্কে তিনি জানেন। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই গৃহবধূ বিয়ে করেছেন বলে তিনি কিছু শোনেনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে,পিংলা থানার দনীচক গ্রামীণ এলাকার বাসিন্দা ওই গৃহবধূর স্বামী স্বামী কর্মসূত্রে হাওড়াতে থাকেন। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূ তাঁঁর পাঁচ বছরের ছেলেকে নিয়ে টিউশন পড়াতে নিয়ে যাবেন বলে বাড়ি থেকে বেরোন। বাড়ির লোকজন প্রচুর খোঁজ খবর করেও কোথাও সন্ধান পাননি।মা ও ছেলে দুজনেই খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনায় নিখোঁজ ওই গৃহবধূর শ্বশুর বাড়ির পক্ষ থেকে পিংলা থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় দিশেহারা বোধ করছেন উদ্বিগ্ন পরিবার।
উল্লেখ্য এর আগে, শীতের পোশাক কেনার জন্য গত ১৫ ডিসেম্বর হুগলির শ্রীরামপুরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন হাওড়ার বালির নিশ্চিন্দার (Howrah-Nischinda) দুই গৃহবধূ। সঙ্গে ছিল ছোট জায়ের সাত বছরের সন্তান। তদন্তে নেমে গত সোমবার পুলিশের তরফে জানানো হয়, মুর্শিদাবাদের সুতির বাসিন্দা দুই রাজমিস্ত্রির সঙ্গে বিবাহবহির্ভুত সম্পর্কে জড়িয়েছেন দুই জা। প্রথম তাঁদের কাছে মুর্শিদবাদের সুতিতে যান দুই মহিলা। ১৬ ডিসেম্বর মুর্শিদাবাদের সুতি থেকে মুম্বই পাড়ি দেন ৫ জন। আর্থিক কারণে বাণিজ্যনগরীতে এক রাত থেকে আবার রাজ্যে ফেরার সিদ্ধান্ত নেন তাঁরা। মুম্বই থেকে ফিরে আসার পথে আসানসোল স্টেশন থেকে তাদের আটক করে নিশ্চিন্দা থানার পুলিশ।