Coochbehar: সাফল্যের মুকুটে নয়া পালক, সেরা সরকারি কলেজের শিরোপা এবিএন শীল কলেজ
Education News: অবিভক্ত বাংলায় উত্তরের প্রেসিডেন্সি হিসাবে পরিচিত ছিল এই কলেজ। সেই সময় নাম ছিল ভিক্টোরিয়া।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: রাজ্যের সেরা সরকারি কলেজের মর্যাদা পেল কোচবিহারে এবিএন শীল কলেজ (A B N Seal College)। আবার মাথা তুলে দাঁড়াল এই কলেজ। ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (NAAC) তাদের রিপোর্টে জানিয়েছে, পশ্চিমবঙ্গে সরকারি কলেজগুলির মধ্যে শীর্ষে রয়েছে উত্তরবঙ্গের এই কলেজ।
সেরা সরকারি কলেজের মর্যাদা: অবিভক্ত বাংলায় উত্তরের প্রেসিডেন্সি হিসাবে পরিচিত ছিল এই কলেজ। সেই সময় নাম ছিল ভিক্টোরিয়া। কলেজের প্রথম ভারতীয় অধ্যক্ষ হিসাবে এসেছিলেন বিশ্ব বিখ্যাত দার্শনিক ব্রজেন্দ্রনাথ শীল। পরবর্তীতে তার নামেই কলেজের নামকরণ করা হয়। গত বছর A+ পেয়ে সরকারি কলেজ হিসাবে শীর্ষস্থান পেয়েছিল কলকাতার বেথুন কলেজ। এবার বেথুনের স্কোর ছাপিয়ে এক নম্বর হল এবিএন শীল কলেজ।
১৮৮৮ সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্থাপন করেছিলেন এই কলেজ। ভারতের বহু কৃতী সন্তান পড়াশোনা করেছেন এখানে। স্কুল শিক্ষার প্রসঙ্গ এলে চিরদিনই এই জেলার একাধিক স্কুলের নাম উচ্চারিত হয়। কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে সেই উজ্জ্বল রেখার অভাব অনুভূত হয়েছে বারবার। এবার সেই অভাব দূর করে নতুন করে মাথা তুলল এবিএন শীল। নতুন মাইলফলক রচনা করল শতাব্দী প্রাচীন এই কলেজ।
আচার্য ব্রজেন্দ্রনাথ শীল কলেজের অধ্যক্ষ নিলয় রায় বলেন, "১৮৮৮ সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ প্রতিষ্ঠিত এই কলেজ যেটা ১৩৫ বছরে পড়েছে এই বছর। এখান থেকে আমাদের আচার্য ব্রজেন্দ্রনাথ শীল এই কলেজে ১৮ বছরে পড়িয়েছেন। মনীষী পঞ্চানন বর্মা পড়েছেন। আব্বাসউদ্দিন ছিলেন, অমীয় ভূষণ মজুমদার এরা সবাই ছাত্র। এখনও দেশে বিদেশের অগনিত ছাত্র এই কলেজেটাতে রয়েছে। ফলে এটা প্রতিষ্ঠিতই যে ভারতবর্ষে এই কলেজের একটা সুনাম আছে। ন্য়াকের মূল্য়ায়ন শুধুমাত্র সেটাকেই মান্য়তা দিয়েছে।'' ওই কলেজের পড়ুয়া জুঁই ভট্টাচার্য বলেন, “খুবই ভাল লাগছে। আমরা সবাই খুব খুশি। কালকে জানতে পারলাম যে আমরা এ প্লাস পেয়েছি। আগে এ ছিল। এখন এ প্লাস হয়েছে। খুবই ভাল লাগছে এখন।’’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: PM Narendra Modi: 'দুর্নীতিবাজরা কান খুলে শুনে রাখো, কেউ বাঁচবে না' বাংলায় এসে হুঙ্কার মোদির
Education Loan Information:
Calculate Education Loan EMI